ETV Bharat / sports

Star Athletes Celebrate Christmas: হোমের বাচ্চাদের সঙ্গে বড়দিনে মাতলেন ক্রিকেট ঈশ্বর, মেসি সময় কাটালেন পরিবারের সঙ্গে - Christmas Celecbrations

অনাথ আশ্রমে গিয়ে বড়দিন পালন (Star Athletes Celebrate Christmas) করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ সেখানেই বড়দিনে পরিবারের সঙ্গে সময় কাটালেন লিওনেল মেসি (Lionel Messi) ৷

Star Athletes Celebrate Christmas  ETV BHARAT
বড়দিন উদযাপন সচিন-মেসির
author img

By

Published : Dec 25, 2022, 9:22 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: খুদেদের সঙ্গে বড়দিন পালন করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ এদিন 'হ্যাপি ফিট হোম' নামে অনাথ আশ্রমে গিয়েছিলেন মাস্টার ব্লাস্টার ৷ সেখানকার খুদে সদস্যদের সঙ্গে সময় কাটালেন তিনি ৷ তাঁদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মাস্টার ৷ সদ্য বিশ্বকাপ জয়ের পর এদিন পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করলেন লিওনেল মেসি (Lionel Messi) ৷ এদিন আর্জেন্তাইন মহাতারকা স্ত্রী আন্তেলোনা রকুজ্জো সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন ৷ ভারতীয় স্টাম্পার-ব্যাটার দীনেশ কার্তিকও তাঁর পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করছেন ৷ এভাবেই বিশ্বের তারকা খেলোয়াড়রা বড়দিনের উৎসবে মাতলেন (Star Athletes Celebrate Christmas) ৷

এদিন সচিন তাঁর সোশাল মিডিয়া পোস্টে লেখেন, ‘‘ক্রিসমাস হল আনন্দ ছড়িয়ে দেওয়ার একটি সময় এবং তাই আমরা যখন হ্যাপি ফিট হোমে এলাম, এখানকার বাচ্চারা আমাদের মুখে হাসি ফুটিয়ে তুললো ৷ আমরা খেললাম, আমরা গান গাইলাম, কাপ কেক খেলাম ও ছবিও তুললাম ৷ আমাদের ক্রিসমাস এই বাচ্চাগুলি খুব সুন্দর করে দিল ৷’’

  • Christmas is a time to spread cheer & rightly so when we visited @happyfeethome_, the children there brought the widest smiles to our faces.

    We played, we sang songs, ate some cupcakes & clicked pictures.

    Our #Christmas was made wonderful by these strong & lovely kids! pic.twitter.com/Welc6ZHcH6

    — Sachin Tendulkar (@sachin_rt) December 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফিফা বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি ৷ তার মধ্যেই ক্রিসমাস এসে গিয়েছে ৷ আর বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের অধিনায়ক লিওনেল মেসি পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করলেন ৷ তাঁর স্ত্রী আন্তেলোনা রকুজ্জো ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন ৷

আরও পড়ুন: শ্রেয়স-অশ্বিনের ব্যাটে দ্বিতীয় টেস্টে কষ্টার্জিত জয়, 2-0 সিরিজ ভারতের

এদিন ক্রিকেটার দীনেশ কার্তিক তাঁর যমজ দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে ক্রিসমাস পালনের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে কার্তিক লিখেছেন, ‘‘পাল্লিকাল এবং কার্তিক পরিবারের তরফে সকলকে মেরি ক্রিসমাস ৷’’

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন তাঁর পরিবারের সঙ্গে ক্রিসমাসের ছবি টুইট করেছেন ৷

কলকাতা, 25 ডিসেম্বর: খুদেদের সঙ্গে বড়দিন পালন করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ এদিন 'হ্যাপি ফিট হোম' নামে অনাথ আশ্রমে গিয়েছিলেন মাস্টার ব্লাস্টার ৷ সেখানকার খুদে সদস্যদের সঙ্গে সময় কাটালেন তিনি ৷ তাঁদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মাস্টার ৷ সদ্য বিশ্বকাপ জয়ের পর এদিন পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করলেন লিওনেল মেসি (Lionel Messi) ৷ এদিন আর্জেন্তাইন মহাতারকা স্ত্রী আন্তেলোনা রকুজ্জো সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন ৷ ভারতীয় স্টাম্পার-ব্যাটার দীনেশ কার্তিকও তাঁর পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করছেন ৷ এভাবেই বিশ্বের তারকা খেলোয়াড়রা বড়দিনের উৎসবে মাতলেন (Star Athletes Celebrate Christmas) ৷

এদিন সচিন তাঁর সোশাল মিডিয়া পোস্টে লেখেন, ‘‘ক্রিসমাস হল আনন্দ ছড়িয়ে দেওয়ার একটি সময় এবং তাই আমরা যখন হ্যাপি ফিট হোমে এলাম, এখানকার বাচ্চারা আমাদের মুখে হাসি ফুটিয়ে তুললো ৷ আমরা খেললাম, আমরা গান গাইলাম, কাপ কেক খেলাম ও ছবিও তুললাম ৷ আমাদের ক্রিসমাস এই বাচ্চাগুলি খুব সুন্দর করে দিল ৷’’

  • Christmas is a time to spread cheer & rightly so when we visited @happyfeethome_, the children there brought the widest smiles to our faces.

    We played, we sang songs, ate some cupcakes & clicked pictures.

    Our #Christmas was made wonderful by these strong & lovely kids! pic.twitter.com/Welc6ZHcH6

    — Sachin Tendulkar (@sachin_rt) December 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফিফা বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি ৷ তার মধ্যেই ক্রিসমাস এসে গিয়েছে ৷ আর বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের অধিনায়ক লিওনেল মেসি পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করলেন ৷ তাঁর স্ত্রী আন্তেলোনা রকুজ্জো ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন ৷

আরও পড়ুন: শ্রেয়স-অশ্বিনের ব্যাটে দ্বিতীয় টেস্টে কষ্টার্জিত জয়, 2-0 সিরিজ ভারতের

এদিন ক্রিকেটার দীনেশ কার্তিক তাঁর যমজ দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে ক্রিসমাস পালনের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে কার্তিক লিখেছেন, ‘‘পাল্লিকাল এবং কার্তিক পরিবারের তরফে সকলকে মেরি ক্রিসমাস ৷’’

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন তাঁর পরিবারের সঙ্গে ক্রিসমাসের ছবি টুইট করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.