ETV Bharat / sports

IND vs SL 2nd ODI: জ্বলে উঠলেন কুলদীপ, ইডেনে সিরিজ পকেটে পুরতে ভারতের দরকার 216

কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজের তিন উইকেট ৷ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইডেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে 215 রান গুটিয়ে গেল শ্রীলঙ্কা (Sri Lanka bundled out for 215 runs at Eden) ৷ এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিতে সহজ লক্ষ্যমাত্রা রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির সামনে ৷

Etv Bharat
ইডেনে জ্বলে উঠলেন কুলদীপ
author img

By

Published : Jan 12, 2023, 4:53 PM IST

Updated : Jan 12, 2023, 5:28 PM IST

কলকাতা, 12 জানুয়ারি: ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে স্বল্প রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা ৷ প্রাক্তন নাইট তারকা কুলদীপ যাদবের স্পিন, অন্যদিকে মহম্মদ সিরাজ-উমরান মালিকের পেসে দু'শো পেরিয়ে গুটিয়ে গেল দ্বীপরাষ্ট্র (Sri Lanka bundled out for 215 runs at Eden) ৷ ক্রিকেটের নন্দনকাননে সিরিজ জিতে নিতে ভারতের দরকার 216 রান ৷

ছ'বছর পর কলকাতায় আন্তর্জাতিক ওডিআই ম্যাচ ৷ পয়মন্ত ইডেনে যদিও টসভাগ্য এদিন সঙ্গ দেয়নি ভারত অধিনায়ককে রোহিত শর্মাকে ৷ চোটের কারণে যুজবেন্দ্র চাহালের পরিবর্তে খানিকটা জোর করেই কুলদীপ যাদবকে একাদশে নিয়ে আসে থিঙ্কট্যাঙ্ক ৷ সেই বদলই কাজে এল কাকতালীয়ভাবে ৷ নাইট রাইডার্সের জার্সিতে খেলার সুবাদে ইডেনের পিচ হাতের তালুর মতো চেনা 'চায়নাম্যান' বোলারের ৷ সেই অভিজ্ঞতার ডালি উজার করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন কুলদীপ (Kuldeep Yadav takes three wickets) ৷ যার মধ্যে মোক্ষম কুশল মেন্ডিসের উইকেটটি ৷

29 রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে নুয়ানিন্দু ফার্নান্দো এবং কুশল মেন্ডিস জাঁকিয়ে বসেছিলেন ক্রিজে ৷ দুই ব্যাটারের 73 রানের জুটিতে বড় রানের লক্ষ্যে এগোচ্ছিল সফরকারী দল ৷ কুলদীপের ব্রেক থ্রু-ই বদলে দিল হিসেব নিকেশ ৷ 34 রানে প্রাক্তন নাইট ক্রিকেটার মেন্ডিসকে ফেরাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সিংহলীদের ব্যাটিং লাইন-আপ ৷ নুয়ানিন্দু ফার্নান্দোস অর্ধশতরান পূর্ণ করে রান-আউটের শিকার হলেন (Nwanindu Fernando scores 50) ৷ এরপর আর চওড়া হয়নি কারও ব্যাট ৷

আরও পড়ুন: 'আমি নিশ্চিত ওর সময় আসবে', ঈশানের পাশে দাঁড়িয়ে বললেন সৌরভ

দুনিথ ওয়েলালাগের 32 রান শ্রীলঙ্কাকে দু'শোর গণ্ডি পেরোতে সাহায্য করলেও এরপর আর লম্বা হয়নি ইনিংস ৷ 40তম ওভারেই মাত্র 215 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ৷ কুলদীপের তিন উইকেটের পাশাপাশি তিন উইকেট এল সিরাজের ঝুলিতে ৷ এছাড়া দু'টি উইকেট নিলেন উমরান ৷ একটি গেল অক্ষরের ঝুলিতে ৷ ভারতীয় ব্যাটাররা যে ছন্দে আছেন, তাতে এই রানে বিপদের কোনও সম্ভাবনা থাকার কথা নয় ৷ সবমিলিয়ে ছ'বছর পর ইডেনে আন্তর্জাতিক ওডিআই'য়ের মধুরেণ সমাপয়েতের অপেক্ষায় শহরের ক্রিকেট অনুরাগীরা ৷

কলকাতা, 12 জানুয়ারি: ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে স্বল্প রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা ৷ প্রাক্তন নাইট তারকা কুলদীপ যাদবের স্পিন, অন্যদিকে মহম্মদ সিরাজ-উমরান মালিকের পেসে দু'শো পেরিয়ে গুটিয়ে গেল দ্বীপরাষ্ট্র (Sri Lanka bundled out for 215 runs at Eden) ৷ ক্রিকেটের নন্দনকাননে সিরিজ জিতে নিতে ভারতের দরকার 216 রান ৷

ছ'বছর পর কলকাতায় আন্তর্জাতিক ওডিআই ম্যাচ ৷ পয়মন্ত ইডেনে যদিও টসভাগ্য এদিন সঙ্গ দেয়নি ভারত অধিনায়ককে রোহিত শর্মাকে ৷ চোটের কারণে যুজবেন্দ্র চাহালের পরিবর্তে খানিকটা জোর করেই কুলদীপ যাদবকে একাদশে নিয়ে আসে থিঙ্কট্যাঙ্ক ৷ সেই বদলই কাজে এল কাকতালীয়ভাবে ৷ নাইট রাইডার্সের জার্সিতে খেলার সুবাদে ইডেনের পিচ হাতের তালুর মতো চেনা 'চায়নাম্যান' বোলারের ৷ সেই অভিজ্ঞতার ডালি উজার করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন কুলদীপ (Kuldeep Yadav takes three wickets) ৷ যার মধ্যে মোক্ষম কুশল মেন্ডিসের উইকেটটি ৷

29 রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে নুয়ানিন্দু ফার্নান্দো এবং কুশল মেন্ডিস জাঁকিয়ে বসেছিলেন ক্রিজে ৷ দুই ব্যাটারের 73 রানের জুটিতে বড় রানের লক্ষ্যে এগোচ্ছিল সফরকারী দল ৷ কুলদীপের ব্রেক থ্রু-ই বদলে দিল হিসেব নিকেশ ৷ 34 রানে প্রাক্তন নাইট ক্রিকেটার মেন্ডিসকে ফেরাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সিংহলীদের ব্যাটিং লাইন-আপ ৷ নুয়ানিন্দু ফার্নান্দোস অর্ধশতরান পূর্ণ করে রান-আউটের শিকার হলেন (Nwanindu Fernando scores 50) ৷ এরপর আর চওড়া হয়নি কারও ব্যাট ৷

আরও পড়ুন: 'আমি নিশ্চিত ওর সময় আসবে', ঈশানের পাশে দাঁড়িয়ে বললেন সৌরভ

দুনিথ ওয়েলালাগের 32 রান শ্রীলঙ্কাকে দু'শোর গণ্ডি পেরোতে সাহায্য করলেও এরপর আর লম্বা হয়নি ইনিংস ৷ 40তম ওভারেই মাত্র 215 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ৷ কুলদীপের তিন উইকেটের পাশাপাশি তিন উইকেট এল সিরাজের ঝুলিতে ৷ এছাড়া দু'টি উইকেট নিলেন উমরান ৷ একটি গেল অক্ষরের ঝুলিতে ৷ ভারতীয় ব্যাটাররা যে ছন্দে আছেন, তাতে এই রানে বিপদের কোনও সম্ভাবনা থাকার কথা নয় ৷ সবমিলিয়ে ছ'বছর পর ইডেনে আন্তর্জাতিক ওডিআই'য়ের মধুরেণ সমাপয়েতের অপেক্ষায় শহরের ক্রিকেট অনুরাগীরা ৷

Last Updated : Jan 12, 2023, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.