ETV Bharat / sports

Asia Cup 2023: রুদ্ধশ্বাস লড়াইয়েও শেষরক্ষা হল না রশিদদের, আফগানদের হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা - আফগান

Sri Lanka vs Afghanistan Asia Cup 2023: এশিয়া কাপের বি গ্রুপের আজ, মঙ্গলবার ছিল শেষ ম্যাচ ৷ সেই সঙ্গে ঠিক হয়ে গেল সুপার ফোরের লাইন আপ ৷ আফগানকে দু'রানে হারিয়ে শ্রীলঙ্কা পৌঁছে গেল শেষ চারে ৷ পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কার পাশাপাশি শেষ চারে লড়াইয়ে উঠে এল বাংলাদেশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 11:07 PM IST

লাহোর, 5 সেপ্টেম্বর: এশিয়া কাপে সুপার-ফোরে প্রথমে যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান ৷ গতকাল নেপালকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরে কোয়ালিফাই করেছে ভারত ৷ আর আজকের লাহোরের ম্যাচের ওপর নির্ভর করছিল আর কোন দু'টি দল এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছবে ৷ শেষ হাসি হাসে শ্রীলঙ্কা ৷ উত্তেজনার পারদ চড়িয়েও ছিটকে গেল আফগানরা ৷ আফগানিস্তানকে দু'রানে হারিয়ে বাংলাদেশও শেষ চারে পৌঁছে গেল ৷

সোমবার রোহিত শর্মারা নেপালকে হারাতেই সুপার ফোরে ভারত-পাক মহারণ আগেই ঠিক হয়ে গিয়েছিল ৷ আর মঙ্গলবার লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের সঙ্গে সঙ্গে সুপার ফোরের ভারতের বাকি প্রতিপক্ষও ঠিক হয়ে যা ৷

ভারত, পাকিস্তান ছাড়াও সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ৷ এদিন লাহোরে রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানকে 2 রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় শ্রীলঙ্কা ৷ আর রশিদ খানদের বিদায়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করে ফেলে বাংলাদেশ ৷ সেই সঙ্গে পাকিস্তান ছাড়াও ভারতের আরও দুই প্রতিপক্ষও এদিন ঠিক হয়ে যায় ৷ 10 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে রোহিত অ্যান্ড কোং ৷ আর 12 তারিখ ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ৷ সুপার ফোরে 15 তারিখ রোহিত-বিরাটদের লড়াই বাংলাদেশের বিরুদ্ধে ৷

এদিন পাকিস্তানের লাহোরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ৷ ব্যাট করতে নেমে 92 রানের এক অসাধারণ ইনিংস খেলেন দ্বীপরাষ্ট্রের উইকেট কিপার কুশন মেন্ডিস ৷ রাশিদ খানের রান-আউটে শতরানের দোরগোড়া থেকে ফিরে যেতে হয় সাজঘরে তাঁকে ৷ পরে 41 রান করে গুলাবদিনের বলে আউট হন পাথুম নিশাঙ্কা ৷ ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 291 রান তোলে শ্রীলঙ্কা ৷ গুলাবদিন চারটে উইকেট নেন ৷ রাশিদ খান নেন 2টি উইকেট ৷ জবাবে 37.1 বলের মধ্যে আফগানদের তুলতে হত 292 রান ৷ কিন্তু 37.4 বলে অল-আউট হয়ে যায় আফগানরা ৷ মহম্মদ নবি (65), হাসমাথুল্লার (59) ব্যাটে লক্ষ্যমাত্রা কাছাকাছি গেলেও তাঁরা রান তুলতে পারেন 289 ৷

আরও পড়ুন: 'এটাই বিশ্বকাপের জন্য সেরা দল', ইটিভি ভারতকে জানালেন বিশ্বকাপজয়ী কোচ

লাহোর, 5 সেপ্টেম্বর: এশিয়া কাপে সুপার-ফোরে প্রথমে যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান ৷ গতকাল নেপালকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরে কোয়ালিফাই করেছে ভারত ৷ আর আজকের লাহোরের ম্যাচের ওপর নির্ভর করছিল আর কোন দু'টি দল এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছবে ৷ শেষ হাসি হাসে শ্রীলঙ্কা ৷ উত্তেজনার পারদ চড়িয়েও ছিটকে গেল আফগানরা ৷ আফগানিস্তানকে দু'রানে হারিয়ে বাংলাদেশও শেষ চারে পৌঁছে গেল ৷

সোমবার রোহিত শর্মারা নেপালকে হারাতেই সুপার ফোরে ভারত-পাক মহারণ আগেই ঠিক হয়ে গিয়েছিল ৷ আর মঙ্গলবার লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের সঙ্গে সঙ্গে সুপার ফোরের ভারতের বাকি প্রতিপক্ষও ঠিক হয়ে যা ৷

ভারত, পাকিস্তান ছাড়াও সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ৷ এদিন লাহোরে রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানকে 2 রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় শ্রীলঙ্কা ৷ আর রশিদ খানদের বিদায়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করে ফেলে বাংলাদেশ ৷ সেই সঙ্গে পাকিস্তান ছাড়াও ভারতের আরও দুই প্রতিপক্ষও এদিন ঠিক হয়ে যায় ৷ 10 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে রোহিত অ্যান্ড কোং ৷ আর 12 তারিখ ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ৷ সুপার ফোরে 15 তারিখ রোহিত-বিরাটদের লড়াই বাংলাদেশের বিরুদ্ধে ৷

এদিন পাকিস্তানের লাহোরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ৷ ব্যাট করতে নেমে 92 রানের এক অসাধারণ ইনিংস খেলেন দ্বীপরাষ্ট্রের উইকেট কিপার কুশন মেন্ডিস ৷ রাশিদ খানের রান-আউটে শতরানের দোরগোড়া থেকে ফিরে যেতে হয় সাজঘরে তাঁকে ৷ পরে 41 রান করে গুলাবদিনের বলে আউট হন পাথুম নিশাঙ্কা ৷ ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 291 রান তোলে শ্রীলঙ্কা ৷ গুলাবদিন চারটে উইকেট নেন ৷ রাশিদ খান নেন 2টি উইকেট ৷ জবাবে 37.1 বলের মধ্যে আফগানদের তুলতে হত 292 রান ৷ কিন্তু 37.4 বলে অল-আউট হয়ে যায় আফগানরা ৷ মহম্মদ নবি (65), হাসমাথুল্লার (59) ব্যাটে লক্ষ্যমাত্রা কাছাকাছি গেলেও তাঁরা রান তুলতে পারেন 289 ৷

আরও পড়ুন: 'এটাই বিশ্বকাপের জন্য সেরা দল', ইটিভি ভারতকে জানালেন বিশ্বকাপজয়ী কোচ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.