রাঁচি, 16 অক্টোবর : তাঁর ফর্ম নিয়ে সমালোচনা যতই হোক, দিনের শেষে চতুর্থবারের জন্য চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করেই মাঠ ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ এবার সেই খেলার মাঠ থেকেই ধোনির ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হল গুঞ্জন ৷ শোনা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনি নাকি দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন ৷ কিন্তু কেন এমন গুঞ্জন ? শুক্রবার আইপিএলের ফাইনালে মেয়ে জিভাকে নিয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সাক্ষী ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ধোনি-পত্নির ছবি দেখে এমনটা অনুমান নেটিজেনদের ৷ তারা ধরেই নিয়েছেন, রাঁচির রাজপুত্রের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য ৷
এমনিতে আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন সাক্ষী ধোনির উপস্থিতি প্রায় একশো শতাংশ ৷ সঙ্গে থাকে মেয়ে জিভা ৷ গতবছর করোনা সংক্রমণের কারণে সাক্ষীকে আইপিএলে দেখা যায়নি ৷ কিন্তু এবার ধোনির সঙ্গেই আমিরশাহি গিয়েছেন তিনি ৷ শুক্রবার কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ফাইনাল ম্যাচে দুবাইয়ের গ্যালারিতে ছিলেন সাক্ষী ৷ সিএসকে ম্যাচ জিততেই গ্যালারি থেকে মাঠে নেমে এসে ধোনিকে জড়িয়ে ধরেন সাক্ষী ৷ এরপর লাগাতার চলে ফোটোসেশন ৷ হলুদ রঙা ফিটিংস ফ্লোরাল ওয়ান পিস ড্রেস পরিহিতা সাক্ষীর পেটের জায়গা খানিকটা স্ফীত মনে হয়েছে ৷ আর সেখান থেকেই যত জল্পনা ৷ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী বছর দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন সাক্ষী ৷
আরও পড়ুন : IPL Final : বিসলা হতে পারলেন না ভেঙ্কটেশ-গিল, নাইটদের হারিয়ে চতুর্থ আইপিএল জয় চেন্নাইয়ের
চেন্নাই সুপার কিংসের তরফে ক্রিকেটারদের পরিবারের সঙ্গে একাধিক ছবি আপলোড করা হয়েছে ৷ দুটি ছবিতে সাক্ষী থাকলেও তাঁর শরীরের প্রায় অর্ধেক অংশ ধোনির পিছনে ঢাকা পড়ে গিয়েছে ৷ নেটিজেনরা বলছেন, প্রেগনেন্সি লুকোতেই এভাবে ছবি তুলেছেন সাক্ষী ৷ অন্য একটি ছবিতে চেন্নাই সুপার কিংসের সদস্যদের স্ত্রী-ছেলেমেয়েরা থাকলেও সেখানে অনুপস্থিত সাক্ষী ৷ সব মিলিয়ে চল্লিশের ধোনির চতুর্থবার আইপিএল জয়কে ছাপিয়ে গিয়েছে দ্বিতীয়বার বাবা হওয়ার জল্পনা ৷