ETV Bharat / sports

Ind vs WI at Eden Gardens : নন্দনকাননে ইন্দো-ক্যারিবিয়ান দ্বৈরথে থাকছে দর্শক, মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তিতে সিএবি - Ind vs WI at Eden Gardens

শেষবার 70 শতাংশ দর্শক নিয়ে ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ৷ সেটাই এবার বেড়ে হল 75 শতাংশ (Ind vs WI at Eden Gardens) ৷

Ind vs WI at Eden Gardens
Ind vs WI at Eden Gardens
author img

By

Published : Jan 31, 2022, 10:25 PM IST

কলকাতা, 31 জানুয়ারি : স্বস্তির হাওয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-এর অন্দরে । বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে ইডেন গার্ডেন্সে ফের আর্ন্তজাতিক ক্রিকেট আসর বসছে । ক্রিকেট অনুরাগীরা উল্লসিত হলেও রাজ্যের করোনা পরিস্থিতি এবং বিধিনিষেধ নিয়ে খচখচানি ছিল । শেষবার 70 শতাংশ দর্শক নিয়ে ইডেনে ম্যাচ হলেও এবার কী হবে তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে ৷ সংক্রমণ হার কমতেই আজ করোনা বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ স্টেডিয়ামে 75 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই খুশির হাওয়া বাংলার ক্রিকেট মহলে ৷

আগামী 16, 18 এবং 20 ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে বসছে আন্তর্জাতিক টি-20 সিরিজের আসর ৷ মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ৷ নতুন বছরের শুরুর দিকে নন্দনকাননে আন্তর্জাতিক ক্রিকেটের বল গড়ানোর খবরে খুশি হয়েছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা ৷ কিন্তু স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি মিলবে কি না তা নিয়ে একটা সংশয় ছিল ৷ সোমবার বিকেলে মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেই সংশয় দূর হয়ে গেল ৷ গতবারের চেয়ে আরও পাঁচ শতাংশ বেশি দর্শক স্টেডিয়ামে বসে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথ উপভোগ করবেন (wb government has allowed 75% spectetor attendence at eden gardens) ৷

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ৷ এই ঘোষণা রাজ্যের ক্রীড়াক্ষেত্রে খুশির ছোঁয়া নিয়ে আসবে ৷ সফলতার সঙ্গে তিন ম্যাচের টি-20 সিরিজ আয়োজন করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী ৷ এর পাশাপাশি কোভিডবিধি মেনে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনাও নেওয়া হবে ৷"

আরও পড়ুন : Ponting On Kohli : নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত কোহলির ব্যাটিং রেকর্ডে সহায়ক হবে, মত পন্টিংয়ের

সিএবির যুগ্মসচিব এবং প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ''নিঃসন্দেহে এটা খুশির খবর । আমরা টিকিট ছাপানোর কাজ শুরু করে দিয়েছি । কিছুদিনের মধ্যেই সাধারণ দর্শকরা টিকিট হাতে পাবেন । দর্শক আসবেন এবং আশা করব দারুণ খেলা হবে ।''

একে তো টি-20 ম্যাচ, তার উপর আবার প্রতিপক্ষ দু'বারের টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ । পরপর তিনটি ম্যাচ পেয়েছে ইডেন। স্বাভাবিক ভাবেই টিকিটের চাহিদা যে তুঙ্গে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না । নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই বাংলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে । সরকারি ছাড়পত্র এসে গিয়েছে । তবে বিসিসিআই-এর ছাড়পত্র প্রয়োজন । তবে তা আসতে হয়ত খুব বেশি সমস্যা হবে না । সব মিলিয়ে টি-20 সিরিজ আয়োজন করতে এতটুকু ত্রুটি রাখতে চাইছে না সিএবি।

কলকাতা, 31 জানুয়ারি : স্বস্তির হাওয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-এর অন্দরে । বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে ইডেন গার্ডেন্সে ফের আর্ন্তজাতিক ক্রিকেট আসর বসছে । ক্রিকেট অনুরাগীরা উল্লসিত হলেও রাজ্যের করোনা পরিস্থিতি এবং বিধিনিষেধ নিয়ে খচখচানি ছিল । শেষবার 70 শতাংশ দর্শক নিয়ে ইডেনে ম্যাচ হলেও এবার কী হবে তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে ৷ সংক্রমণ হার কমতেই আজ করোনা বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ স্টেডিয়ামে 75 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই খুশির হাওয়া বাংলার ক্রিকেট মহলে ৷

আগামী 16, 18 এবং 20 ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে বসছে আন্তর্জাতিক টি-20 সিরিজের আসর ৷ মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ৷ নতুন বছরের শুরুর দিকে নন্দনকাননে আন্তর্জাতিক ক্রিকেটের বল গড়ানোর খবরে খুশি হয়েছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা ৷ কিন্তু স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি মিলবে কি না তা নিয়ে একটা সংশয় ছিল ৷ সোমবার বিকেলে মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেই সংশয় দূর হয়ে গেল ৷ গতবারের চেয়ে আরও পাঁচ শতাংশ বেশি দর্শক স্টেডিয়ামে বসে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথ উপভোগ করবেন (wb government has allowed 75% spectetor attendence at eden gardens) ৷

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ৷ এই ঘোষণা রাজ্যের ক্রীড়াক্ষেত্রে খুশির ছোঁয়া নিয়ে আসবে ৷ সফলতার সঙ্গে তিন ম্যাচের টি-20 সিরিজ আয়োজন করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী ৷ এর পাশাপাশি কোভিডবিধি মেনে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনাও নেওয়া হবে ৷"

আরও পড়ুন : Ponting On Kohli : নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত কোহলির ব্যাটিং রেকর্ডে সহায়ক হবে, মত পন্টিংয়ের

সিএবির যুগ্মসচিব এবং প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ''নিঃসন্দেহে এটা খুশির খবর । আমরা টিকিট ছাপানোর কাজ শুরু করে দিয়েছি । কিছুদিনের মধ্যেই সাধারণ দর্শকরা টিকিট হাতে পাবেন । দর্শক আসবেন এবং আশা করব দারুণ খেলা হবে ।''

একে তো টি-20 ম্যাচ, তার উপর আবার প্রতিপক্ষ দু'বারের টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ । পরপর তিনটি ম্যাচ পেয়েছে ইডেন। স্বাভাবিক ভাবেই টিকিটের চাহিদা যে তুঙ্গে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না । নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই বাংলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে । সরকারি ছাড়পত্র এসে গিয়েছে । তবে বিসিসিআই-এর ছাড়পত্র প্রয়োজন । তবে তা আসতে হয়ত খুব বেশি সমস্যা হবে না । সব মিলিয়ে টি-20 সিরিজ আয়োজন করতে এতটুকু ত্রুটি রাখতে চাইছে না সিএবি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.