ETV Bharat / sports

WTC final : ভিলেন সেই বৃষ্টি, সময়ে শুরু হল না চতুর্থ দিনের খেলা - চতুর্থ দিনে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি

সাউদাম্পটনের আবহাওয়া নিয়ে ঘণ্টাখানেক আগে আপডেট দিয়েছিল বিসিসিআই ৷ বোর্ডের অফিশিয়াল টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রোজ বোলের পিচ ঢেকে রাখা হয়েছে ৷ আকাশ কালো ৷

southampton
southampton
author img

By

Published : Jun 21, 2021, 3:21 PM IST

সাউদাম্পটন, 21 জুন : যেমনটা ভাবা হয়েছিল সেটাই ঘটল ৷ বৃষ্টির দাপটে নির্ধারিত সময়ে শুরু হল না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনের খেলা ৷ সাউদাম্পটনে এই মুহূর্তে জোরদার ব্যাটিং চালিয়ে যাচ্ছে বৃষ্টি ৷ আজ ম্যাচের চতুর্থ দিন ৷ বাকি দিনগুলির মতো আজও ম্যাচের উত্তেজনায় প্রভাব ফেলেছে বরুণদেব ৷ সাউদাম্পটনে সারারাত ধরে বৃষ্টি হয়েছে ৷ ঢেকে রাখা হয়েছে পিচ ৷ পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছিল হয়তো নির্ধারিত সময়ে খেলা শুরু হবে না ৷

সাউদাম্পটনের আবহাওয়া নিয়ে এখনও পর্যন্ত যা যা আপডেট এসেছে তা ক্রিকেটপ্রেমীদের কপালে ভাঁজ ফেলতে যথেষ্ট ৷ অ্যাকুওয়েদার অনুযায়ী 21 জুন সোমবার সাউদাম্পটন জুড়ে ভারী বৃষ্টি চলবে ৷ সকাল 10টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে ৷ পাঁচটার পর বৃষ্টির দাপট কমবে ৷ এরপর আকাশ মেঘলা থাকবে ৷ সন্ধ্যে সাতটা নাগাদ ফের বৃষ্টি নামতে পারে ৷ তবে হালকা বৃষ্টি হবে ৷ ফলে চতুর্থ দিনের প্রথম ও তৃতীয় সেশনে বিঘ্ন ঘটাতে প্রস্তুত ৷

সাউদাম্পটনের আবহাওয়া নিয়ে ঘণ্টাখানেক আগে আপডেট দিয়েছিল বিসিসিআই ৷ বোর্ডের অফিশিয়াল টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রোজ বোলের পিচ ঢেকে রাখা হয়েছে ৷ আকাশ কালো ৷ সাউদাম্পটনের পরিস্থিতি দেখে মন খারাপ ধারাভাষ্যকার দীনেশ কার্তিকেরও ৷ সকাল সকাল ক্রিকেট অনুরাগীদের ভালো খবর দিতে পারেননি তিনি ৷ আকাশের মুখ ভার করা ছবি দিয়ে লিখেছেন, সরি ৷ সোমবার সাউদাম্পটনে 60 শতাংশ বৃষ্টি হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : WTC Final : অর্ধশতরানের দিকে মনোনিবেশ করতে গিয়ে আউট রাহানে, মত গাভাসকরের

এই মুহূর্তে ম্যাচ নিউজ়িল্যান্ডের দিকে ঝুঁকে রয়েছে ৷ প্রথম ইনিংসে ভারতের করা 217 রানের জবাবে তৃতীয় দিনের শেষে 2টি উইকেট খুইয়ে কিউয়িরা তুলেছে 101 রান ৷ চতুর্থ দিন কেন উইলিয়ামসনের সঙ্গে রস টেলরের ব্যাট করতে নামার কথা ৷ তৃতীয় দিন উইকেট পেতে পরিশ্রম করতে হয়েছে ভারতীয় বোলিং ব্রিগেডকে ৷ আজ কিউয়িদের দ্রুত গুটিয়ে দেওয়া কোহলি-শাস্ত্রীর পরিকল্পনার মধ্যে রয়েছে ৷ কিন্তু ম্যাচের উত্তেজনায় জল ঢেলে দিয়েছে বৃষ্টি ৷ দেখা যাক ম্যাচ কখন শুরু হয় ৷

সাউদাম্পটন, 21 জুন : যেমনটা ভাবা হয়েছিল সেটাই ঘটল ৷ বৃষ্টির দাপটে নির্ধারিত সময়ে শুরু হল না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনের খেলা ৷ সাউদাম্পটনে এই মুহূর্তে জোরদার ব্যাটিং চালিয়ে যাচ্ছে বৃষ্টি ৷ আজ ম্যাচের চতুর্থ দিন ৷ বাকি দিনগুলির মতো আজও ম্যাচের উত্তেজনায় প্রভাব ফেলেছে বরুণদেব ৷ সাউদাম্পটনে সারারাত ধরে বৃষ্টি হয়েছে ৷ ঢেকে রাখা হয়েছে পিচ ৷ পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছিল হয়তো নির্ধারিত সময়ে খেলা শুরু হবে না ৷

সাউদাম্পটনের আবহাওয়া নিয়ে এখনও পর্যন্ত যা যা আপডেট এসেছে তা ক্রিকেটপ্রেমীদের কপালে ভাঁজ ফেলতে যথেষ্ট ৷ অ্যাকুওয়েদার অনুযায়ী 21 জুন সোমবার সাউদাম্পটন জুড়ে ভারী বৃষ্টি চলবে ৷ সকাল 10টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে ৷ পাঁচটার পর বৃষ্টির দাপট কমবে ৷ এরপর আকাশ মেঘলা থাকবে ৷ সন্ধ্যে সাতটা নাগাদ ফের বৃষ্টি নামতে পারে ৷ তবে হালকা বৃষ্টি হবে ৷ ফলে চতুর্থ দিনের প্রথম ও তৃতীয় সেশনে বিঘ্ন ঘটাতে প্রস্তুত ৷

সাউদাম্পটনের আবহাওয়া নিয়ে ঘণ্টাখানেক আগে আপডেট দিয়েছিল বিসিসিআই ৷ বোর্ডের অফিশিয়াল টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রোজ বোলের পিচ ঢেকে রাখা হয়েছে ৷ আকাশ কালো ৷ সাউদাম্পটনের পরিস্থিতি দেখে মন খারাপ ধারাভাষ্যকার দীনেশ কার্তিকেরও ৷ সকাল সকাল ক্রিকেট অনুরাগীদের ভালো খবর দিতে পারেননি তিনি ৷ আকাশের মুখ ভার করা ছবি দিয়ে লিখেছেন, সরি ৷ সোমবার সাউদাম্পটনে 60 শতাংশ বৃষ্টি হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : WTC Final : অর্ধশতরানের দিকে মনোনিবেশ করতে গিয়ে আউট রাহানে, মত গাভাসকরের

এই মুহূর্তে ম্যাচ নিউজ়িল্যান্ডের দিকে ঝুঁকে রয়েছে ৷ প্রথম ইনিংসে ভারতের করা 217 রানের জবাবে তৃতীয় দিনের শেষে 2টি উইকেট খুইয়ে কিউয়িরা তুলেছে 101 রান ৷ চতুর্থ দিন কেন উইলিয়ামসনের সঙ্গে রস টেলরের ব্যাট করতে নামার কথা ৷ তৃতীয় দিন উইকেট পেতে পরিশ্রম করতে হয়েছে ভারতীয় বোলিং ব্রিগেডকে ৷ আজ কিউয়িদের দ্রুত গুটিয়ে দেওয়া কোহলি-শাস্ত্রীর পরিকল্পনার মধ্যে রয়েছে ৷ কিন্তু ম্যাচের উত্তেজনায় জল ঢেলে দিয়েছে বৃষ্টি ৷ দেখা যাক ম্যাচ কখন শুরু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.