ETV Bharat / sports

Duleep Trophy Final 2023: চিন্নাস্বামীর সবুজ গালিচায় দলীপ ট্রফি চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল - বিদ্যাথ কাভেরাপ্পা

দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল ৷ পশ্চিমাঞ্চলকে 75 রানে হারিয়ে মরশুমের প্রথম ঘরোয়া টুর্নামেন্ট জিতল তারা ৷ হনুমা বিহারীর নেতৃত্বে পশ্চিমাঞ্চলকে হারিয়েছে দক্ষিণাঞ্চল ৷

Duleep Trophy Final 2023 ETV BHARAT
Duleep Trophy Final 2023
author img

By

Published : Jul 16, 2023, 11:00 PM IST

বেঙ্গালুরু, 16 জুলাই: মরশুমের প্রথম ঘরোয়া টুর্নামেন্ট জিতল দক্ষিণাঞ্চল ৷ 75 রানে পশ্চিমাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফি জিতলেন হনুমা বিহারীরা ৷ দ্বিতীয় ইনিংসে পশ্চিমাঞ্চলকে মাত্র 222 রানে অলআউট করেন আর সাই কিশোর এবং বাসুকি কৌশিকরা ৷ দু’জনেই 4 উইকেট করে নিয়ে দক্ষিণাঞ্চলের জয় নিশ্চিত করেন ৷ দ্বিতীয় ইনিংসে 298 রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল প্রিয়াঙ্ক পাঞ্চালের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চল ৷ ম্যাচ ও টুর্নামেন্টের সেরা হয়েছেন বিদ্যাথ কাভেরাপ্পা ৷

6 দলীয় দলীপ ট্রফির বিজেতা হল দক্ষিণাঞ্চল ৷ হনুমা বিহারী এবং ময়াঙ্ক আগরওয়ালদের দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলের বোলাররা সাফল্য পেলেও, ব্যাট হাতে ব্যর্থতা ডোবাল তাদের ৷ প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলকে মাত্র 213 রানে অলআইট করে দেন চিন্তন গাজা এবং সামশ মুলানিরা ৷ 2টি করে উইকেট নিয়েছিলেন নাগওয়াসাওয়াল্লা, চিন্তন গাজা এবং ধর্মেন্দ্রশিন জাদেজা ৷ সামশ মুলানি 3টি উইকেট নেন ৷ একমাত্র হনুমা বিহারী 63 এবং তিলক বর্মা 40 রান করে দক্ষিণাঞ্চলকে কিছুটা লড়াই করার সুযোগ করে দেন ৷

সেই সুযোগ হাতছাড়া করেননি দক্ষিণাঞ্চলের বোলাররা ৷ মাত্র 146 রানে পশ্চিমাঞ্চলকে অলআউট করে দেয় তারা ৷ বিদ্যাথ কাভেরাপ্পা 53 রান দিয়ে 7 উইকেট নেন ৷ মূলত তাঁর বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পশ্চিমাঞ্চলের শক্তিশালী ব্যাটিং ৷ একমাত্র পৃথ্বী শ 65 রান করেন ৷ বাকি চেতেশ্বর পূজারা, সূর্যকুমার যাদব, সরফরাজ খানরা ব্যর্থ হন ৷ যার জেরে প্রথম ইনিংসে 57 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল ৷

আরও পড়ুন: প্রত্যাবর্তনেই নজির, প্রথম অবাছাই হিসেবে উইম্বলডন জয় ভন্ড্রোসোভার

চিন্নাস্বামী স্টেডিয়ামের সবুজ উইকেটে পেসাররা ফাইনাল ম্যাচে দাপট দেখিয়েছেন ৷ তবে, স্পিনারাও শেষের দিকে সামান্য হলেও সুবিধা পেয়েছেন ৷ দ্বিতীয় ইনিংসে 230 রানে অলআউট হয়ে যায় পশ্চিমাঞ্চল ৷ যেখানে হনুমা বিহারী প্রথম ইনিংসের মতো সর্বোচ্চ 42 রান করেন ৷ তবে, ময়াঙ্ক আগরওয়াল (35), রিকি ভুঁই (37), ওয়াশিংটন সুন্দর (37) রান পয়েছেন ৷ দ্বিতীয় ইনিংসে বাঁ-হাতি স্পিনার ধর্মেন্দ্রশিন জাদেজা 5 উইকেট নেন ৷ তবে, জয়ের জন্য প্রয়োজনীয় 298 রান তুলতে ব্যর্থ হয় পশ্চিমাঞ্চলের ব্যাটাররা ৷

বেঙ্গালুরু, 16 জুলাই: মরশুমের প্রথম ঘরোয়া টুর্নামেন্ট জিতল দক্ষিণাঞ্চল ৷ 75 রানে পশ্চিমাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফি জিতলেন হনুমা বিহারীরা ৷ দ্বিতীয় ইনিংসে পশ্চিমাঞ্চলকে মাত্র 222 রানে অলআউট করেন আর সাই কিশোর এবং বাসুকি কৌশিকরা ৷ দু’জনেই 4 উইকেট করে নিয়ে দক্ষিণাঞ্চলের জয় নিশ্চিত করেন ৷ দ্বিতীয় ইনিংসে 298 রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল প্রিয়াঙ্ক পাঞ্চালের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চল ৷ ম্যাচ ও টুর্নামেন্টের সেরা হয়েছেন বিদ্যাথ কাভেরাপ্পা ৷

6 দলীয় দলীপ ট্রফির বিজেতা হল দক্ষিণাঞ্চল ৷ হনুমা বিহারী এবং ময়াঙ্ক আগরওয়ালদের দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলের বোলাররা সাফল্য পেলেও, ব্যাট হাতে ব্যর্থতা ডোবাল তাদের ৷ প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলকে মাত্র 213 রানে অলআইট করে দেন চিন্তন গাজা এবং সামশ মুলানিরা ৷ 2টি করে উইকেট নিয়েছিলেন নাগওয়াসাওয়াল্লা, চিন্তন গাজা এবং ধর্মেন্দ্রশিন জাদেজা ৷ সামশ মুলানি 3টি উইকেট নেন ৷ একমাত্র হনুমা বিহারী 63 এবং তিলক বর্মা 40 রান করে দক্ষিণাঞ্চলকে কিছুটা লড়াই করার সুযোগ করে দেন ৷

সেই সুযোগ হাতছাড়া করেননি দক্ষিণাঞ্চলের বোলাররা ৷ মাত্র 146 রানে পশ্চিমাঞ্চলকে অলআউট করে দেয় তারা ৷ বিদ্যাথ কাভেরাপ্পা 53 রান দিয়ে 7 উইকেট নেন ৷ মূলত তাঁর বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পশ্চিমাঞ্চলের শক্তিশালী ব্যাটিং ৷ একমাত্র পৃথ্বী শ 65 রান করেন ৷ বাকি চেতেশ্বর পূজারা, সূর্যকুমার যাদব, সরফরাজ খানরা ব্যর্থ হন ৷ যার জেরে প্রথম ইনিংসে 57 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল ৷

আরও পড়ুন: প্রত্যাবর্তনেই নজির, প্রথম অবাছাই হিসেবে উইম্বলডন জয় ভন্ড্রোসোভার

চিন্নাস্বামী স্টেডিয়ামের সবুজ উইকেটে পেসাররা ফাইনাল ম্যাচে দাপট দেখিয়েছেন ৷ তবে, স্পিনারাও শেষের দিকে সামান্য হলেও সুবিধা পেয়েছেন ৷ দ্বিতীয় ইনিংসে 230 রানে অলআউট হয়ে যায় পশ্চিমাঞ্চল ৷ যেখানে হনুমা বিহারী প্রথম ইনিংসের মতো সর্বোচ্চ 42 রান করেন ৷ তবে, ময়াঙ্ক আগরওয়াল (35), রিকি ভুঁই (37), ওয়াশিংটন সুন্দর (37) রান পয়েছেন ৷ দ্বিতীয় ইনিংসে বাঁ-হাতি স্পিনার ধর্মেন্দ্রশিন জাদেজা 5 উইকেট নেন ৷ তবে, জয়ের জন্য প্রয়োজনীয় 298 রান তুলতে ব্যর্থ হয় পশ্চিমাঞ্চলের ব্যাটাররা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.