ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, প্রথমবার কঠিন চ্যালেঞ্জের মুখে প্রোটিয়ারা - বিশ্বকাপে মুখোমুখি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা

New Zealand vs South Africa in ICC Cricket World Cup: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে দক্ষিণ আফ্রিকা ৷ তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ কিউয়িরা শেষ দুই ম্যাচে হারলেও, টুর্নামেন্টের অন্যতম ফেভারিট গত দু’বারের রানার-আপ ৷

Image Courtesy: Proteas Men and BLACKCAPS X
Image Courtesy: Proteas Men and BLACKCAPS X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 1:07 PM IST

পুণে, 31 অক্টোবর: আইসিসি বিশ্বকাপ ধীরে ধীরে তার সমাপ্তির পথে এগোচ্ছে ৷ আর শেষ ধাপে এসে, টুর্নামেন্টের সেরা চারটি দল কারা হতে চলেছে, তার একটা সমূহ ধারণা পাওয়া যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে টুর্নামেন্টের অন্যতম সেরা দু’টি দল বুধবার সামনাসামনি হচ্ছে ৷ পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে একদিকে নিউজিল্যান্ড এবং তাদের বিপক্ষে শেষ তিন ম্যাচ জিতে আসা দক্ষিণ আফ্রিকা ৷

কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে প্রায় হারতে বসেছিল প্রোটিয়ারা ৷ সেই নিরিখে আগামিকাল টুর্নামেন্টের অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামছেন তেম্বা বাভুমারা ৷ নিউজিল্যান্ড তাদের শেষ দুই ম্যাচে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে ৷ কিন্তু, দুই ম্যাচে সেয়ানে-সেয়ানে টক্কর হয়েছে ৷ তাই পুণের প্রোটিয়াসরা এই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ফেস করতে চলেছে বলেই মনে করা হচ্ছে ৷ বিশেষত, রান তাড়া করে জেতার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা যে, এখনও ততটা শক্তিশালী নয়, তা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই দেখা গিয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যেখানে 271 রান তাড়া করতে গিয়ে একটা সময় ম্যাচ হারার পরিস্থিতি তৈরি হয়েছিল বাভুমাদের ৷ সেখানে পাকিস্তানের বিরুদ্ধে অন্যকোনও দল থাকলে ওই ম্যাচ আদউ দক্ষিণ আফ্রিকা জিততে পারতো কিনা, সেনিয়ে সংশয় ছিল ৷ শেষ 10 ওভারে 4 উইকেট হাতে নিয়ে 22 রান তুলতে গিয়ে, শেষ ওভার পর্যন্ত খেলা গড়িয়েছিল ৷ তাই আইসিসি টুর্নামেন্টে চোকার্সের তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকার কাছে নিউজিল্যান্ড চ্যালেঞ্জ কঠিন হতে চলেছে ৷

আরও পড়ুন: মুম্বই পৌঁছল ভারতীয় দল, ওয়াংখেড়েতে ফের 'লঙ্কা বধ' চায় টিম ইন্ডিয়া

সেখানেই নিউজিল্যান্ডের বোলিং তাঁদের মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে ৷ ধরমশালার ছোট মাঠে ভারত এবং অস্ট্রেলিয়ার সামনে কিউয়ি বোলাররা অসহায় আত্মসমর্পণ করেছিলেন ৷ বিশেষত, ম্যাট হেনরি এবং লকি ফার্গুসন ৷ তবে, সেখানে পরিবেশ ও মাঠ অনেকটাই ব্যাটিং সহায়ক ছিল ৷ সেই তুলনায় পুণের মাঠ অনেক বড় এবং দিনের বেলায় সামান্য গরমও থাকবে ৷ ফলে পরিবেশ বদলের সঙ্গে সঙ্গে কিউয়ি বোলাররা ফের পুরনো ছন্দে ফিরতে পারেন কিনা, সেটাই দেখার ৷

আরও পড়ুন: সেমিফাইনালের রাস্তা কঠিন, ইডেনে অনুশীলনে নেমে মেজাজ হারালেন বাবর

পুণে, 31 অক্টোবর: আইসিসি বিশ্বকাপ ধীরে ধীরে তার সমাপ্তির পথে এগোচ্ছে ৷ আর শেষ ধাপে এসে, টুর্নামেন্টের সেরা চারটি দল কারা হতে চলেছে, তার একটা সমূহ ধারণা পাওয়া যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে টুর্নামেন্টের অন্যতম সেরা দু’টি দল বুধবার সামনাসামনি হচ্ছে ৷ পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে একদিকে নিউজিল্যান্ড এবং তাদের বিপক্ষে শেষ তিন ম্যাচ জিতে আসা দক্ষিণ আফ্রিকা ৷

কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে প্রায় হারতে বসেছিল প্রোটিয়ারা ৷ সেই নিরিখে আগামিকাল টুর্নামেন্টের অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামছেন তেম্বা বাভুমারা ৷ নিউজিল্যান্ড তাদের শেষ দুই ম্যাচে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে ৷ কিন্তু, দুই ম্যাচে সেয়ানে-সেয়ানে টক্কর হয়েছে ৷ তাই পুণের প্রোটিয়াসরা এই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ফেস করতে চলেছে বলেই মনে করা হচ্ছে ৷ বিশেষত, রান তাড়া করে জেতার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা যে, এখনও ততটা শক্তিশালী নয়, তা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই দেখা গিয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যেখানে 271 রান তাড়া করতে গিয়ে একটা সময় ম্যাচ হারার পরিস্থিতি তৈরি হয়েছিল বাভুমাদের ৷ সেখানে পাকিস্তানের বিরুদ্ধে অন্যকোনও দল থাকলে ওই ম্যাচ আদউ দক্ষিণ আফ্রিকা জিততে পারতো কিনা, সেনিয়ে সংশয় ছিল ৷ শেষ 10 ওভারে 4 উইকেট হাতে নিয়ে 22 রান তুলতে গিয়ে, শেষ ওভার পর্যন্ত খেলা গড়িয়েছিল ৷ তাই আইসিসি টুর্নামেন্টে চোকার্সের তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকার কাছে নিউজিল্যান্ড চ্যালেঞ্জ কঠিন হতে চলেছে ৷

আরও পড়ুন: মুম্বই পৌঁছল ভারতীয় দল, ওয়াংখেড়েতে ফের 'লঙ্কা বধ' চায় টিম ইন্ডিয়া

সেখানেই নিউজিল্যান্ডের বোলিং তাঁদের মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে ৷ ধরমশালার ছোট মাঠে ভারত এবং অস্ট্রেলিয়ার সামনে কিউয়ি বোলাররা অসহায় আত্মসমর্পণ করেছিলেন ৷ বিশেষত, ম্যাট হেনরি এবং লকি ফার্গুসন ৷ তবে, সেখানে পরিবেশ ও মাঠ অনেকটাই ব্যাটিং সহায়ক ছিল ৷ সেই তুলনায় পুণের মাঠ অনেক বড় এবং দিনের বেলায় সামান্য গরমও থাকবে ৷ ফলে পরিবেশ বদলের সঙ্গে সঙ্গে কিউয়ি বোলাররা ফের পুরনো ছন্দে ফিরতে পারেন কিনা, সেটাই দেখার ৷

আরও পড়ুন: সেমিফাইনালের রাস্তা কঠিন, ইডেনে অনুশীলনে নেমে মেজাজ হারালেন বাবর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.