সেঞ্চুরিয়ন, 26 ডিসেম্বর: সুপারস্পোর্টস পার্কে বক্সিং-ডে তথা প্রথম টেস্টে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং ভারত ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 সিজনে এটি ভারতের দ্বিতীয় অ্যাওয়ে সিরিজ ৷ চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এই সিরিজে ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷ আর আজকের এই ম্যাচ অধিনায়ক রোহিত শর্মার জন্য বেশ ঐতিহাসিক ৷ প্রথমবার অধিনায়ক হিসেবে কোনও বক্সিং-ডে টেস্টে টস করলেন তিনি ৷ সেঞ্চুরিয়ন টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার ৷
মহম্মদ শামির বদলে সিরিজে সুযোগ পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণা আজ টেস্ট অভিষেক করলেন ৷ এ দিন সেঞ্চুরিয়নের মাঠে দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা তাঁর হাতে টেস্ট-ক্যাপ তুলে দেন ৷ অন্যদিকে, গতকাল পর্যন্ত প্রথম একাদশে থাকা রবীন্দ্র জাদেজা ব্যাক-স্প্যাজমের কারণে খেলতে পারছেন না ৷ তাঁর জায়গায় অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন প্রথম একাদশে সুযোগ পেলেন ৷ উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা কোনও স্পিনার খেলায়নি আজকের ম্যাচে ৷ উইকেট কিপার-সহ মোট সাত ব্যাটার ও চার পেসার নিয়ে নেমেছে প্রোটিয়ারা ৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত এই মুহূর্তে একনম্বরে রয়েছে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি মাত্র অ্যাওয়ে সিরিজ খেলেছে ভারত ৷ সেখানে দুই টেস্টের সিরিজে একটি ম্যাচে জয় ও একটি ড্র হয়েছিল ৷ 2 টেস্টে ভারত 16 পয়েন্টে 66.67 শতাংশ জয়ের হারে একনম্বরে রয়েছে ৷ সেখানে দ্বিতীয়স্থানে রয়েছে পাকিস্তান ৷ তারা দু’ম্যাচের একটি সিরিজ খেলে ফেলেছে ৷ সেখানে একশো শতাংশ জয়ের রেকর্ড ছিল ৷ তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম টেস্ট হারায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে পাকিস্তান ৷
ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, যস্বশী জয়সওয়াল, কেএল রাহুল (উইকেট-কিপার), শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা ৷
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ- তেম্বা বাভুমা (অধিনায়ক), ডিন এলগার, টনি ডে জর্জি, এডেন মার্করাম, কিগন পিটারসেন, ডেভিড বেডিংহ্যাম, কেইল ভেরেনি (উইকেট-কিপার), মার্কো ইয়ানসেন, জেরালড কোটজি, কাগিসো রাবাদা এবং নান্দ্রে বার্গার
আরও পড়ুন: