ETV Bharat / sports

অধিনায়ক রোহিতের প্রথম বক্সিং-ডে টেস্ট, সেঞ্চুরিয়নে টস জিতে বোলিং প্রোটিয়াদের

1st Boxing day Test for Captain Rohit Sharma: দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে দু’ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ৷ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে অধিনায়ক হিসেবে প্রথমবার বক্সিং-ডে টেস্ট খেলবেন রোহিত শর্মা ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে গুরুত্বপূর্ণ সিরিজ ভারতের জন্য ৷

Image Courtesy: BCCI and Proteus Cricket X
Image Courtesy: BCCI and Proteus Cricket X
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 1:52 PM IST

Updated : Dec 26, 2023, 2:14 PM IST

সেঞ্চুরিয়ন, 26 ডিসেম্বর: সুপারস্পোর্টস পার্কে বক্সিং-ডে তথা প্রথম টেস্টে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং ভারত ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 সিজনে এটি ভারতের দ্বিতীয় অ্যাওয়ে সিরিজ ৷ চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এই সিরিজে ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷ আর আজকের এই ম্যাচ অধিনায়ক রোহিত শর্মার জন্য বেশ ঐতিহাসিক ৷ প্রথমবার অধিনায়ক হিসেবে কোনও বক্সিং-ডে টেস্টে টস করলেন তিনি ৷ সেঞ্চুরিয়ন টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার ৷

মহম্মদ শামির বদলে সিরিজে সুযোগ পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণা আজ টেস্ট অভিষেক করলেন ৷ এ দিন সেঞ্চুরিয়নের মাঠে দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা তাঁর হাতে টেস্ট-ক্যাপ তুলে দেন ৷ অন্যদিকে, গতকাল পর্যন্ত প্রথম একাদশে থাকা রবীন্দ্র জাদেজা ব্যাক-স্প্যাজমের কারণে খেলতে পারছেন না ৷ তাঁর জায়গায় অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন প্রথম একাদশে সুযোগ পেলেন ৷ উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা কোনও স্পিনার খেলায়নি আজকের ম্যাচে ৷ উইকেট কিপার-সহ মোট সাত ব্যাটার ও চার পেসার নিয়ে নেমেছে প্রোটিয়ারা ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত এই মুহূর্তে একনম্বরে রয়েছে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি মাত্র অ্যাওয়ে সিরিজ খেলেছে ভারত ৷ সেখানে দুই টেস্টের সিরিজে একটি ম্যাচে জয় ও একটি ড্র হয়েছিল ৷ 2 টেস্টে ভারত 16 পয়েন্টে 66.67 শতাংশ জয়ের হারে একনম্বরে রয়েছে ৷ সেখানে দ্বিতীয়স্থানে রয়েছে পাকিস্তান ৷ তারা দু’ম্যাচের একটি সিরিজ খেলে ফেলেছে ৷ সেখানে একশো শতাংশ জয়ের রেকর্ড ছিল ৷ তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম টেস্ট হারায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে পাকিস্তান ৷

ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, যস্বশী জয়সওয়াল, কেএল রাহুল (উইকেট-কিপার), শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা ৷

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ- তেম্বা বাভুমা (অধিনায়ক), ডিন এলগার, টনি ডে জর্জি, এডেন মার্করাম, কিগন পিটারসেন, ডেভিড বেডিংহ্যাম, কেইল ভেরেনি (উইকেট-কিপার), মার্কো ইয়ানসেন, জেরালড কোটজি, কাগিসো রাবাদা এবং নান্দ্রে বার্গার

আরও পড়ুন:

  1. 'অধরা মাধুরী'র স্বাদ পেতে চান, রেনবো নেশনে টেস্ট যুদ্ধের আগে অকপট রোহিত
  2. প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে পুলিশে কলকাতার প্রাক্তন ক্রিকেটার, পালটা এফআইআর যুবতীর
  3. মুম্বইয়ে ইতিহাস হরমনপ্রীতদের, টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে 'বধ' ভারতীয় মেয়েদের

সেঞ্চুরিয়ন, 26 ডিসেম্বর: সুপারস্পোর্টস পার্কে বক্সিং-ডে তথা প্রথম টেস্টে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং ভারত ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 সিজনে এটি ভারতের দ্বিতীয় অ্যাওয়ে সিরিজ ৷ চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এই সিরিজে ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷ আর আজকের এই ম্যাচ অধিনায়ক রোহিত শর্মার জন্য বেশ ঐতিহাসিক ৷ প্রথমবার অধিনায়ক হিসেবে কোনও বক্সিং-ডে টেস্টে টস করলেন তিনি ৷ সেঞ্চুরিয়ন টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার ৷

মহম্মদ শামির বদলে সিরিজে সুযোগ পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণা আজ টেস্ট অভিষেক করলেন ৷ এ দিন সেঞ্চুরিয়নের মাঠে দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা তাঁর হাতে টেস্ট-ক্যাপ তুলে দেন ৷ অন্যদিকে, গতকাল পর্যন্ত প্রথম একাদশে থাকা রবীন্দ্র জাদেজা ব্যাক-স্প্যাজমের কারণে খেলতে পারছেন না ৷ তাঁর জায়গায় অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন প্রথম একাদশে সুযোগ পেলেন ৷ উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা কোনও স্পিনার খেলায়নি আজকের ম্যাচে ৷ উইকেট কিপার-সহ মোট সাত ব্যাটার ও চার পেসার নিয়ে নেমেছে প্রোটিয়ারা ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত এই মুহূর্তে একনম্বরে রয়েছে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি মাত্র অ্যাওয়ে সিরিজ খেলেছে ভারত ৷ সেখানে দুই টেস্টের সিরিজে একটি ম্যাচে জয় ও একটি ড্র হয়েছিল ৷ 2 টেস্টে ভারত 16 পয়েন্টে 66.67 শতাংশ জয়ের হারে একনম্বরে রয়েছে ৷ সেখানে দ্বিতীয়স্থানে রয়েছে পাকিস্তান ৷ তারা দু’ম্যাচের একটি সিরিজ খেলে ফেলেছে ৷ সেখানে একশো শতাংশ জয়ের রেকর্ড ছিল ৷ তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম টেস্ট হারায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে পাকিস্তান ৷

ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, যস্বশী জয়সওয়াল, কেএল রাহুল (উইকেট-কিপার), শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা ৷

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ- তেম্বা বাভুমা (অধিনায়ক), ডিন এলগার, টনি ডে জর্জি, এডেন মার্করাম, কিগন পিটারসেন, ডেভিড বেডিংহ্যাম, কেইল ভেরেনি (উইকেট-কিপার), মার্কো ইয়ানসেন, জেরালড কোটজি, কাগিসো রাবাদা এবং নান্দ্রে বার্গার

আরও পড়ুন:

  1. 'অধরা মাধুরী'র স্বাদ পেতে চান, রেনবো নেশনে টেস্ট যুদ্ধের আগে অকপট রোহিত
  2. প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে পুলিশে কলকাতার প্রাক্তন ক্রিকেটার, পালটা এফআইআর যুবতীর
  3. মুম্বইয়ে ইতিহাস হরমনপ্রীতদের, টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে 'বধ' ভারতীয় মেয়েদের
Last Updated : Dec 26, 2023, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.