মুম্বই, 24 অক্টোবর: 5টি ম্যাচ, 3টি শতরান ৷ বিশ্বকাপ যত এগোচ্ছে ততই ভয়ংকর হয়ে উঠছেন কুইন্টন ডি’কক ৷ চলতি বিশ্বকাপে তৃতীয়বার তিন অঙ্কের গন্ডি টপকালেন প্রোটিয়াদের স্টাম্পার-ব্যাটার ৷ শুধু সেঞ্চুরিই নয়, চলতি বিশ্বকাপে রানের নিরিখে বিরাট কোহলিকে টপকে এক নম্বরে উঠে এলেন ডি’কক ৷ বাংলাদেশের বিরুদ্ধে কুইনির বিশ্বস্ত ব্যাটেই রানের পাহাড়ে চড়ল দক্ষিণ আফ্রিকা ৷ ম্যাচ জিততে টাইগারদের লক্ষ্য 383 রান ৷
এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির নজির রোহিত শর্মার ৷ 2019 বিশ্বকাপে হিটম্যান হাঁকিয়েছিলেন 5টি শতরান ৷ 2015 বিশ্বকাপে 4টি শতরান করেছিলেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা ৷ 3টি শতরানের নজির ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় (2003 বিশ্বকাপ), ম্যাথু হেডেন (2007 বিশ্বকাপ) ও মার্ক ওয়া (1996 বিশ্বকাপ) ৷ এদিন শতরানের গন্ডি টপকে সৌরভদের ছুঁয়ে ফেললেন ডি’কক ৷ সামনে রইলেন সঙ্গকারা ও রোহিত ৷ গ্রুপ লিগে প্রোটিয়াদের বাকি এখনও 4টি ম্যাচ ৷ ফলে কুইনির সামনে রেকর্ডের দরজা এখনও খোলা ৷
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল ৷ বাকি 3 ম্যাচেই আগে ব্যাট করে তিনশো পেরিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৷ এদিনও টাইগারদের বিরুদ্ধে প্রথম থেকেই টপ-গিয়ারে শুরু করেছিলেন কুইন্টন ৷ রেজা হেনড্রিকস ও রাসি ভ্যান ডার ডুসেন অল্প রানে ফিরলেও প্রোটিয়াদের রানের ভিত করার কাজটা তিনিই করলেন ৷ চারে নেমে কুইন্টনকে সঙ্গ দিলেন এইডেন মার্করাম ৷ শেষটা করলেন অনরিখ ক্লাসেন ৷ তিন ব্যাটারের দাপটেই বাংলাদেশের সামনে বিরাট রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা ৷
আরও পড়ুন: রাশিদের সঙ্গে পাঠানের নাচ, পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের জয়ের উৎসবে সামিল ইরফান
কুইন্টন ফেরেন 140 বলে 174 রান করে ৷ দুর্দান্ত ইনিংস সাজানো 7টি ছয় ও 15টি চারে ৷ হাসান মাহমুদ যতক্ষণে ডি’কককে ফেরালেন, ততক্ষণে কাজের কাজটা করে ফেলেছেন প্রোটিয়াদের ওপেনার ৷ মার্করাম করলেন 69 বলে 60 ৷ ক্লাসেনের ব্যাটে এল 49 বলে 90 রানের বিধ্বংসী ইনিংস ৷ 8টি ছয় মেরে দলকে রানের পাহাড়ে তুললেন প্রোটিয়া ব্যাটার ৷ শেষে নেমে 15 বলে 34 রানের ঝোড়ো ইনিংস খেললেন ডেভিড মিলার ৷
-
🇿🇦 Quinton de Kock led the charge against the Tigers with an unassailable 174 runs. Heinrich Klaasen was on a rampage of 90 runs off 49 balls
— Proteas Men (@ProteasMenCSA) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Great effort from the boys 💪
🇧🇩 need 383 runs to win #CWC23 #BePartOfIt #SAvBAN pic.twitter.com/1UBRnZcTMu
">🇿🇦 Quinton de Kock led the charge against the Tigers with an unassailable 174 runs. Heinrich Klaasen was on a rampage of 90 runs off 49 balls
— Proteas Men (@ProteasMenCSA) October 24, 2023
Great effort from the boys 💪
🇧🇩 need 383 runs to win #CWC23 #BePartOfIt #SAvBAN pic.twitter.com/1UBRnZcTMu🇿🇦 Quinton de Kock led the charge against the Tigers with an unassailable 174 runs. Heinrich Klaasen was on a rampage of 90 runs off 49 balls
— Proteas Men (@ProteasMenCSA) October 24, 2023
Great effort from the boys 💪
🇧🇩 need 383 runs to win #CWC23 #BePartOfIt #SAvBAN pic.twitter.com/1UBRnZcTMu
আরও পড়ুন: বিজয়া দশমীতে ব্যাটের সামনে নতজানু হয়ে সচিনের বিশেষ বার্তা