ETV Bharat / sports

এলগারের তৈরি ক্ষতে নুনের ছিটে জানসেনের, রোহিতদের থেকে 163 রানে এগিয়ে প্রোটিয়ারা

India vs South Africa 1st Test: 408 রানে প্রথম ইনিংস শেষ করল দক্ষিণ আফ্রিকা ৷ ডিন এলগারের 185 রানের পাশাপাশি ভারতের জন্য মরার উপর খাঁড়ার ঘা দেন মার্কো জানসেন ৷ তাঁর 84 রানের ইনিংসের জেরে চালকের আসনে প্রোটিয়াবাহিনী ৷

South Africa reach 408 in reply to Indias 245
163 রানে এগিয়ে প্রোটিয়ারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 5:42 PM IST

সেঞ্চুরিয়ন, 28 ডিসেম্বর: সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় দিনে আরও সমস্য়া বাড়ল ভারতীয় দলের ৷ পরিস্থিতি গত বৃহস্পতিবারই অনেকখানি কঠিন করে দিয়েছিলেন ডিন এলগার ৷ 'ক্যারি দ্য ব্যাট' রেকর্ডের তালিকায় তিনি নাম তুলতে পারেননি ঠিকই তবে তাঁর 185 রানের অসামান্য ইনিংস চালকের আসনে বসিয়ে দিয়েছে প্রোটিয়াদের ৷ পাশাপাশি রোহিত শর্মাদের কাটা ঘায়ে নুনের ছিটে দেন মার্কো জেনসন ৷ গতকাল 11 রানে এগিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৷ দ্বিতীয় দিন শেষে 5 উইকেট হারিয়ে তাঁরা করেন 256 রান ৷ আর তৃতীয় দিনে 408 রানে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা ৷

গতকাল যেখানে শেষ করেছিলেন শুক্রবারও সেই জায়গা থেকেই শুরু করেন এলগার-জানসেন ৷ ম্যাচে চালকের আসনে দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দেয় তাঁদের 111 রানের পার্টনারশিপ ৷ 28টি চার দিয়ে সাজানো এলগারের 185 রানের ইনিংসের জন্য যত না সমস্য়ায় পড়তে হয়েছে ভারতকে তার চেয়ে বেশি সমস্যা তৈরি করেন জানসেন ৷

এই অল-রাউন্ডার বল হাতেও একটি উইকেট পেয়েছিলেন ৷ ব্যাট হাতেও অর্ধ-শতরান পান তিনি ৷ 11টি চার ও 1টি ছয়ের সাহায্যে করেন 84 রান ৷ ভারতীয় বোলারদের কথা বলতে গেলে সবচেয়ে কম রান খরচ করেছেন রবিচন্দন অশ্বিন এবং জসপ্রীত বুমরাহ ৷ দু'জনেরই ইকোনমি রেট তিনের নীচে ৷ বুমরা নিয়েছেন 4টি উইকেট আর অশ্বিনের খাতায় রয়েছে 1টি উইকেট ৷

ভারতীয় বোলিংয়ের অনভিজ্ঞতার ছবিটা ঢাকা গেল না প্রসিদ্ধ কৃষ্ণা বা শার্দূল ঠাকুরদের দিয়ে ৷ মহম্মদ সিরাজও 2টি উইকেট তুলেছেন বটে তবে রান আটকাতে তিনিও ব্যর্থ ৷ মহম্মদ শামির অভাব সেঞ্চুরিয়নে বেশ ভালোই টের পেয়েছেন রোহিতরা ৷ প্রসিদ্ধ ও শার্দূল মিলেই খরচ করেছেন 200 রানের কাছাকাছি ৷ যার জেরে তৃতীয় দিনে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা ৷ এলগাররা ইনিংস শেষ করেন 408 রানে ৷ চোটের কারণে ব্যাট করতে আসতে পারেননি অধিনায়ক টেম্বা বাভুমা ৷ দক্ষিণ আফ্রিকা এখন ভারতের তুলনায় 163 রানে এগিয়ে ৷

আরও পড়়ুন:

  1. পরলোকে লাল হলুদের স্বর্ণযুগের লেফটব্যাক, ময়দানে শোকের ছায়া
  2. পালটা শতরান এলগারের, বুমরা-সিরাজদের নাস্তানাবুদ করে সেঞ্চুরিয়নে চালকের আসনে প্রোটিয়ারা
  3. 'বিদেশে ভরসার নাম রাহুল' ! সেঞ্চুরিয়নে ফের সেঞ্চুরিতে দলকে টানলেন কেএল

সেঞ্চুরিয়ন, 28 ডিসেম্বর: সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় দিনে আরও সমস্য়া বাড়ল ভারতীয় দলের ৷ পরিস্থিতি গত বৃহস্পতিবারই অনেকখানি কঠিন করে দিয়েছিলেন ডিন এলগার ৷ 'ক্যারি দ্য ব্যাট' রেকর্ডের তালিকায় তিনি নাম তুলতে পারেননি ঠিকই তবে তাঁর 185 রানের অসামান্য ইনিংস চালকের আসনে বসিয়ে দিয়েছে প্রোটিয়াদের ৷ পাশাপাশি রোহিত শর্মাদের কাটা ঘায়ে নুনের ছিটে দেন মার্কো জেনসন ৷ গতকাল 11 রানে এগিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৷ দ্বিতীয় দিন শেষে 5 উইকেট হারিয়ে তাঁরা করেন 256 রান ৷ আর তৃতীয় দিনে 408 রানে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা ৷

গতকাল যেখানে শেষ করেছিলেন শুক্রবারও সেই জায়গা থেকেই শুরু করেন এলগার-জানসেন ৷ ম্যাচে চালকের আসনে দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দেয় তাঁদের 111 রানের পার্টনারশিপ ৷ 28টি চার দিয়ে সাজানো এলগারের 185 রানের ইনিংসের জন্য যত না সমস্য়ায় পড়তে হয়েছে ভারতকে তার চেয়ে বেশি সমস্যা তৈরি করেন জানসেন ৷

এই অল-রাউন্ডার বল হাতেও একটি উইকেট পেয়েছিলেন ৷ ব্যাট হাতেও অর্ধ-শতরান পান তিনি ৷ 11টি চার ও 1টি ছয়ের সাহায্যে করেন 84 রান ৷ ভারতীয় বোলারদের কথা বলতে গেলে সবচেয়ে কম রান খরচ করেছেন রবিচন্দন অশ্বিন এবং জসপ্রীত বুমরাহ ৷ দু'জনেরই ইকোনমি রেট তিনের নীচে ৷ বুমরা নিয়েছেন 4টি উইকেট আর অশ্বিনের খাতায় রয়েছে 1টি উইকেট ৷

ভারতীয় বোলিংয়ের অনভিজ্ঞতার ছবিটা ঢাকা গেল না প্রসিদ্ধ কৃষ্ণা বা শার্দূল ঠাকুরদের দিয়ে ৷ মহম্মদ সিরাজও 2টি উইকেট তুলেছেন বটে তবে রান আটকাতে তিনিও ব্যর্থ ৷ মহম্মদ শামির অভাব সেঞ্চুরিয়নে বেশ ভালোই টের পেয়েছেন রোহিতরা ৷ প্রসিদ্ধ ও শার্দূল মিলেই খরচ করেছেন 200 রানের কাছাকাছি ৷ যার জেরে তৃতীয় দিনে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা ৷ এলগাররা ইনিংস শেষ করেন 408 রানে ৷ চোটের কারণে ব্যাট করতে আসতে পারেননি অধিনায়ক টেম্বা বাভুমা ৷ দক্ষিণ আফ্রিকা এখন ভারতের তুলনায় 163 রানে এগিয়ে ৷

আরও পড়়ুন:

  1. পরলোকে লাল হলুদের স্বর্ণযুগের লেফটব্যাক, ময়দানে শোকের ছায়া
  2. পালটা শতরান এলগারের, বুমরা-সিরাজদের নাস্তানাবুদ করে সেঞ্চুরিয়নে চালকের আসনে প্রোটিয়ারা
  3. 'বিদেশে ভরসার নাম রাহুল' ! সেঞ্চুরিয়নে ফের সেঞ্চুরিতে দলকে টানলেন কেএল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.