ETV Bharat / sports

বৃষ্টির ভ্রুকুটি এড়িয়ে পোর্ট এলিজাবেথে যথাসময়েই হল টস, হেরে প্রথমে ব্যাট করছে সূর্যর ভারত

South Africa vs India 2nd T20I: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম ৷ পিচ অনেকক্ষণ কভারের তলায় ছিল তাই সেই আদ্রতা কাজে লাগাতে চান তিনি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 8:18 PM IST

Updated : Dec 12, 2023, 8:36 PM IST

পোর্ট এলিজাবেথ, 12 ডিসেম্বর: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা ৷ প্রথম টি-20 বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্য়াচে পোর্ট এলিজাবেথেই প্রথমবার মহারণে নামছে ভারত ও দক্ষণ আফ্রিকা ৷ টসে জেতেন এইডেন মার্করাম ৷ পিচ অনেকক্ষণ কভারের তলায় ছিল তাই সেই আর্দ্রতা কাজে লাগানোর কথা ভেবেই এই সিদ্ধান্ত জানালেন তিনি ৷ অন্যদিকে সূর্য জানিয়েছেন তিনি খুশি এই সিদ্ধান্তে ৷

প্রথম ম্যাচ ভাসিয়ে নিয়ে গিয়েছিল বর্ষারানির খামখেয়ালি ৷ তবে এই ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি বাধ সাধেনি ৷ নির্ধারিত সময়েই হল টস ৷ তরুণ ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার কঠিন পিচে কীভাবে মানিয়ে নেয়, সেটাই এখন দেখার ৷ অধিনায়ক সূর্য তাঁর ওপেনার হিসাবে বেছে নিয়েছেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালকে ৷ তাঁদের ওপরে যে অনেকখানি নির্ভর করবে গোটা দলের সাফল্য তা বলাই বাহুল্য ৷

ওপেনিং পার্টনারশিপ বড় করতে পারলে রানের পাহাড় তৈরির সুযোগ হয়ে যেতে পারে সহজেই ৷ রিঙ্কু সিং, জিতেশ শর্মারাও শেষের দিকে কতখানি সাহায্য় করতে পারেন সেদিকে নজর থাকবে সকলের ৷ মার্কো জানসেন, জিরাল্ড কোয়েটজে বেশ ভালো ফর্মে ছিলেন গত ওয়ান ডে বিশ্বকাপে ৷ সেই ফর্ম ধরে রেখে ঘরের মাঠে কতটা ঘাতক হয়ে উঠতে পারেন তাঁরা সেটাই এখন দেখার ৷ অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজেও নেতৃত্বে ছিলেন সূর্য ৷ তাঁর নেতৃত্বেই জয় তুলে নিয়েছিল ভারতীয় দল ৷ তিনি নিশ্চয় চাইবেন এই সিরিজও সুন্দরভাবে শুরু করুক ভারতীয় দল ৷

ভারতীয় দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং এবং মুকেশ কুমার ৷

দক্ষিণ আফ্রিকার দল: ম্যাথিউ ব্রিটজকে, রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম (সি), হেনরিখ ক্লাসেন (ডব্লিউ), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, অ্যান্ডিল ফেহলুকওহায়ো, জিরাল্ড কোয়েটজে, লিজাদ উইলিয়ামস, তাবরেজ শামসি

আরও পড়ুন:

  1. দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে কোহলিই হবে ভারতের চালিকাশক্তি, দাবি কালিসের
  2. দিল্লি ক্যাপিটালসের 'লিডার অফ দ্য প্যাক' হিসেবেই কামব্যাক করছেন পন্ত
  3. বৃষ্টির জন্য় ম্যাচ বাতিল, প্রোটিয়া ক্রিকেট বোর্ডকে 'ইডেন মডেল' অনুসরণের উপদেশ গাভাসকরের

পোর্ট এলিজাবেথ, 12 ডিসেম্বর: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা ৷ প্রথম টি-20 বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্য়াচে পোর্ট এলিজাবেথেই প্রথমবার মহারণে নামছে ভারত ও দক্ষণ আফ্রিকা ৷ টসে জেতেন এইডেন মার্করাম ৷ পিচ অনেকক্ষণ কভারের তলায় ছিল তাই সেই আর্দ্রতা কাজে লাগানোর কথা ভেবেই এই সিদ্ধান্ত জানালেন তিনি ৷ অন্যদিকে সূর্য জানিয়েছেন তিনি খুশি এই সিদ্ধান্তে ৷

প্রথম ম্যাচ ভাসিয়ে নিয়ে গিয়েছিল বর্ষারানির খামখেয়ালি ৷ তবে এই ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি বাধ সাধেনি ৷ নির্ধারিত সময়েই হল টস ৷ তরুণ ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার কঠিন পিচে কীভাবে মানিয়ে নেয়, সেটাই এখন দেখার ৷ অধিনায়ক সূর্য তাঁর ওপেনার হিসাবে বেছে নিয়েছেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালকে ৷ তাঁদের ওপরে যে অনেকখানি নির্ভর করবে গোটা দলের সাফল্য তা বলাই বাহুল্য ৷

ওপেনিং পার্টনারশিপ বড় করতে পারলে রানের পাহাড় তৈরির সুযোগ হয়ে যেতে পারে সহজেই ৷ রিঙ্কু সিং, জিতেশ শর্মারাও শেষের দিকে কতখানি সাহায্য় করতে পারেন সেদিকে নজর থাকবে সকলের ৷ মার্কো জানসেন, জিরাল্ড কোয়েটজে বেশ ভালো ফর্মে ছিলেন গত ওয়ান ডে বিশ্বকাপে ৷ সেই ফর্ম ধরে রেখে ঘরের মাঠে কতটা ঘাতক হয়ে উঠতে পারেন তাঁরা সেটাই এখন দেখার ৷ অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজেও নেতৃত্বে ছিলেন সূর্য ৷ তাঁর নেতৃত্বেই জয় তুলে নিয়েছিল ভারতীয় দল ৷ তিনি নিশ্চয় চাইবেন এই সিরিজও সুন্দরভাবে শুরু করুক ভারতীয় দল ৷

ভারতীয় দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং এবং মুকেশ কুমার ৷

দক্ষিণ আফ্রিকার দল: ম্যাথিউ ব্রিটজকে, রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম (সি), হেনরিখ ক্লাসেন (ডব্লিউ), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, অ্যান্ডিল ফেহলুকওহায়ো, জিরাল্ড কোয়েটজে, লিজাদ উইলিয়ামস, তাবরেজ শামসি

আরও পড়ুন:

  1. দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে কোহলিই হবে ভারতের চালিকাশক্তি, দাবি কালিসের
  2. দিল্লি ক্যাপিটালসের 'লিডার অফ দ্য প্যাক' হিসেবেই কামব্যাক করছেন পন্ত
  3. বৃষ্টির জন্য় ম্যাচ বাতিল, প্রোটিয়া ক্রিকেট বোর্ডকে 'ইডেন মডেল' অনুসরণের উপদেশ গাভাসকরের
Last Updated : Dec 12, 2023, 8:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.