চেন্নাই, 27 অক্টোবর: চলতি বিশ্বকাপে পঞ্চম জয় তুলে নিতে টেম্বা বাভুমাদের সামনে লক্ষমাত্রা ছিল 271 রান ৷ বিশ্বকাপে অনবদ্য ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার জন্য় এই স্কোর তেমন বিপজ্জনক হবে না বলেই মনে হয়েছিল ৷ কিন্তু শুক্রবার ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী হল প্রোটিয়াবাহিনীও ৷ চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনবদ্য ব্যাটিং ফর্ম ধরে রাখেন একমাত্র এইডেন মার্করাম ৷ তবে এদিন দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি এই ডানহাতি ব্যাটার ৷ তিনি মাঠ ছাড়ার পর জয় পাওয়া যথেষ্ট কঠিন হয়ে যায় প্রোটিয়াদের কাছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
কুইন্টন ডি'কক, টেম্বা বাভুমারা শুরুটা ভালোই করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি ৷ হেনরিক ক্লাসন, ভ্যান-ডার-ডুসান, ডেভিড মিলারও চুড়ান্ত ব্যর্থ ৷ একা হাতে এদিন দলকে টেনে নিয়ে যান মার্করাম ৷ অন্যপ্রান্তের ক্রমাগত উইকেট পতন কোনও প্রভাব ফেলতে পারেনি তাঁর দৃঢ় সংকল্পে ৷
শুধু ক্রিজে টিকে থাকা নয়, রানও করেন সমান গতিতে ৷ 93 বলে এদিন 91 রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি ৷ সৌজন্য সাতটি চার ও তিনটি ছক্কা ৷ কিন্তু উসমা মীরের বলে তিনি বাবর আজমের হাতে বন্দি হতেই সমস্য়ায় পড়ে যায় গোটা দল ৷ জয়ের জন্য় তখনও দরকার 21 রান ৷ এদিন শাহিন একাই শিকার করেন তিনটি উইকেট ৷ দু'টি উইকেট তুলে নেন হ্যারিস রাউফও ৷
-
Tabraiz Shamsi weaved his magic at Chepauk and scalped four Pakistan batters 👏
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It helps him win the @aramco #POTM 🎉#CWC23 | #PAKvSA pic.twitter.com/sAqrSj4o7X
">Tabraiz Shamsi weaved his magic at Chepauk and scalped four Pakistan batters 👏
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 27, 2023
It helps him win the @aramco #POTM 🎉#CWC23 | #PAKvSA pic.twitter.com/sAqrSj4o7XTabraiz Shamsi weaved his magic at Chepauk and scalped four Pakistan batters 👏
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 27, 2023
It helps him win the @aramco #POTM 🎉#CWC23 | #PAKvSA pic.twitter.com/sAqrSj4o7X
পাক বোলিং এদিন মরিয়া কামড় দিতে কোনও কসুর করেনি ৷ শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, উসমা মীর, হ্যারিস রাউফরা ক্রমাগত চাপ তৈরির চেষ্টা করেন ঠিকই তবে দক্ষিণ আফ্রিকার সামনে জয় তুলে নিতে 270 রান মোটেই যথেষ্ট ছিল না ৷ রুদ্ধশ্বাস ম্যাচে শেষমেশ 1 উইকেটে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা ৷ শেষমেশ জয় আসে কেশব মহারাজের ব্যাট থেকে ৷
আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধেও 50 ওভার ব্যাটিং করতে ব্যর্থ বাবররা
দিনের শুরুতে এদিন টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ টস ভাগ্য সঙ্গ দিলেও পাক-ব্যাটাররা বাবরকে খুব একটা সঙ্গ দিতে পারেননি ৷ মহম্মদ রিজওয়ান ছাড়া মিডল-অর্ডার এবং টপ-অর্ডারের আর কোনও ব্যাটারই বাবরের সঙ্গে প্রয়োজনীয় পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি ৷ তবে অনবদ্য হাফসেঞ্চুরি করে ফের একবার সামনে থেকে দলকে নেতৃত্ব দেন পাক অধিনায়ক ৷ পাকিস্তানি লোয়ার মিডল-অর্ডারও এদিন দুরন্ত প্রোটিয়া আক্রমণের সামনে ভালো লড়াইয়ের নজির রাখে ৷ 52 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাউদ শাকিল ৷ 43 রানের ইনিংস খেলেন শাদাব খানও ৷ তবে জয়ে ফেরার জন্য় তা মোটেই যথেষ্ট ছিল না ৷