ETV Bharat / sports

IND vs SA : ওয়ান্ডারার্সে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা - South Africa beat India at wanderers

সেঞ্চুরিয়নে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ভারত ৷ কিন্তু জো'বার্গে রেকর্ড ভাল থাকলেও তা ধরে রাখতে পারল না কোহলি অ্যান্ড কোং ৷ ওয়ান্ডারার্সে ভারতের বিরুদ্ধে রান তাড়া করতে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন প্রোটিয়া ক্যাপ্টেন ডিন এলগার (South Africa captain dean elgar leading in the front) ৷ 11 জানুয়ারি থেকে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট কেপটাউনে ৷

Johannesburg  Test
ওয়ান্ডারার্সে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
author img

By

Published : Jan 6, 2022, 9:27 PM IST

Updated : Jan 6, 2022, 10:10 PM IST

জো'বার্গ, 6 জানুয়ারি : সুপার স্পোর্ট পার্কে সিরিজের প্রথম টেস্ট জিতে বছর শেষ করেছিলেন বিরাটরা ৷ কিন্তু নতুন বছরের শুরুটা ভাল হল না টিম ইন্ডিয়ার ৷ ওয়ান্ডারার্সে থেমে গেল কোহলিদের 'বিরাট যাত্রা' ৷ যদিও চোটের কারণে এই টেস্টে খেলেননি ক্যাপ্টেন কোহলি ৷ বিরাটের অনুপস্থিতিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্বে দেন ভাইস-ক্যাপ্টেন লোকেশ রাহুল (virat kohli not playing this test) ৷ প্রথম ইনিংসে ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করলেও নেতা হিসেবে দলকে জেতাতে পারলেন না রাহুল ৷ জোহানেসবার্গে বৃহস্পতিবার ভারতকে হারিয়ে (South Africa beat India at wanderers) তিন টেস্টের সিরিজে সমতা (1-1) ফেরাল দক্ষিণ আফ্রিকা ৷

240 রান তাড়া করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় প্রোটিয়াবাহিনী ৷ 96 রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জেতাতে বড় ভূমিকা নেন প্রোটিয়া ক্যাপ্টেন ৷ এলগার সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকা অবস্থায় ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা ৷ ক্যাপ্টনকে সঙ্গ দেন তেম্বা বাভুমা ৷ ব্যাক্তিগত 23 রানে অপরাজাতি থাকেন তিনি ৷ বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিন বৃষ্টি থাবা বসালেও জয় পেতে অসুবিধা হয়নি প্রোটিয়াদের ৷ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল 122 রান ৷ হাতে আট উইকেট ৷ সময় দু'দিন ৷ কিন্তু দিনের শুরু থেকেই বৃষ্টি ভারতীয় শিবিরে আশার সঞ্চার করেছিল ৷ বৃষ্টিতে এদিন প্রথম দুটি সেশন ধুয়ে যায় ৷ কিন্তু চা-বিরতির পর খেলা শুরু হলে আক্রমণাত্মক ব্যাটিং করে টেস্ট জিতে নেয় দক্ষিণ আফ্রিকা ৷ ম্যাচের সেরা প্রোটিয়া ক্যাপ্টেন এলগার ৷

প্রথম ইনিংসে মাত্র 27 লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে 266 রানে বেঁধে রাখে দক্ষিণ আফ্রিকা ৷ ফলে জয়ের জন্য প্রোটিয়াবাহিনীর দরকার ছিল মাত্র 240 রান ৷ যা তাড়া করতে বেগ পেয়ে হয়নি প্রোটিয়া ব্যাটারদের ৷ বুধবার দিনের শেষে মাত্র 2 উইকেট হারিয়ে 118 রান তুলে জয়ের রাস্তা প্রসস্ত করেছিল দক্ষিণ আফ্রিকা ৷ এদিন সেই রাস্তায় হেঁটে সহজ জয় তুলে নিল রেনবো নেশন ৷ সেই সঙ্গে তিন টেস্টের সিরিজ জয়ের স্বপ্নও জিইয়ে রাখল এলগার অ্যান্ড কোং ৷ 11 জানুয়ারি থেকে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট কেপটাউনে ৷

জো'বার্গ, 6 জানুয়ারি : সুপার স্পোর্ট পার্কে সিরিজের প্রথম টেস্ট জিতে বছর শেষ করেছিলেন বিরাটরা ৷ কিন্তু নতুন বছরের শুরুটা ভাল হল না টিম ইন্ডিয়ার ৷ ওয়ান্ডারার্সে থেমে গেল কোহলিদের 'বিরাট যাত্রা' ৷ যদিও চোটের কারণে এই টেস্টে খেলেননি ক্যাপ্টেন কোহলি ৷ বিরাটের অনুপস্থিতিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্বে দেন ভাইস-ক্যাপ্টেন লোকেশ রাহুল (virat kohli not playing this test) ৷ প্রথম ইনিংসে ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করলেও নেতা হিসেবে দলকে জেতাতে পারলেন না রাহুল ৷ জোহানেসবার্গে বৃহস্পতিবার ভারতকে হারিয়ে (South Africa beat India at wanderers) তিন টেস্টের সিরিজে সমতা (1-1) ফেরাল দক্ষিণ আফ্রিকা ৷

240 রান তাড়া করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় প্রোটিয়াবাহিনী ৷ 96 রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জেতাতে বড় ভূমিকা নেন প্রোটিয়া ক্যাপ্টেন ৷ এলগার সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকা অবস্থায় ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা ৷ ক্যাপ্টনকে সঙ্গ দেন তেম্বা বাভুমা ৷ ব্যাক্তিগত 23 রানে অপরাজাতি থাকেন তিনি ৷ বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিন বৃষ্টি থাবা বসালেও জয় পেতে অসুবিধা হয়নি প্রোটিয়াদের ৷ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল 122 রান ৷ হাতে আট উইকেট ৷ সময় দু'দিন ৷ কিন্তু দিনের শুরু থেকেই বৃষ্টি ভারতীয় শিবিরে আশার সঞ্চার করেছিল ৷ বৃষ্টিতে এদিন প্রথম দুটি সেশন ধুয়ে যায় ৷ কিন্তু চা-বিরতির পর খেলা শুরু হলে আক্রমণাত্মক ব্যাটিং করে টেস্ট জিতে নেয় দক্ষিণ আফ্রিকা ৷ ম্যাচের সেরা প্রোটিয়া ক্যাপ্টেন এলগার ৷

প্রথম ইনিংসে মাত্র 27 লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে 266 রানে বেঁধে রাখে দক্ষিণ আফ্রিকা ৷ ফলে জয়ের জন্য প্রোটিয়াবাহিনীর দরকার ছিল মাত্র 240 রান ৷ যা তাড়া করতে বেগ পেয়ে হয়নি প্রোটিয়া ব্যাটারদের ৷ বুধবার দিনের শেষে মাত্র 2 উইকেট হারিয়ে 118 রান তুলে জয়ের রাস্তা প্রসস্ত করেছিল দক্ষিণ আফ্রিকা ৷ এদিন সেই রাস্তায় হেঁটে সহজ জয় তুলে নিল রেনবো নেশন ৷ সেই সঙ্গে তিন টেস্টের সিরিজ জয়ের স্বপ্নও জিইয়ে রাখল এলগার অ্যান্ড কোং ৷ 11 জানুয়ারি থেকে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট কেপটাউনে ৷

Last Updated : Jan 6, 2022, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.