নয়াদিল্লি, 11 অক্টোবর: একদিনের ক্রিকেটে চতুর্থবার একশো রানের কমে অল আউট হল দক্ষিণ আফ্রিকা ৷ ভারতের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে (India vs South Africa 3rd ODI) ফিরোজ শাহ কোটলায় মাত্র 99 রানে অল-আউট (South Africa All Out Only 99 Runs) হলেন ডেভিড মিলাররা ৷ এদিন ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার চায়নাম্যান কুলদীপ যাদব ৷ তিনি 18 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন (Kuldeep Yadav Takes 4 Wickets) ৷ এদিন প্রোটিয়াদের তরফে সর্বোচ্চ 34 রান করেছেন হেনরি ক্লাসেন ৷ 2টি করে উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ, মহম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দর ৷
লখনউয়ে বৃষ্টিবিঘ্নিত প্রথম একদিনের ম্যাচে 9 রানে হারতে হয়েছিল ভারতকে ৷ দ্বিতীয় ম্যাচে রাঁচির মাঠে সেই ভুল করেনি শিখর ধাওয়ানের নেতৃত্বধীন অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্ন ভারতীয় দল ৷ সহ-অধিনায়ক শ্রেয়সের শতরান এবং বাঁ হাতি ওপেনার ঈশান কিষাণের ব্যাটে ভর করে 279 রান তাড়া করে 7 উইকেটে ম্যাচ যেতে ভারত ৷ এবার ফিরোজ শাহ কোটলার সিরিজের নির্ণায়ক ম্যাচেও জয় কার্যত নিশ্চিত ভারতের ৷
আরও পড়ুন: ডিআইসিসি টি20 চ্যাম্পিয়ন ভারতীয় বধির ক্রিকেট দল
এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক শিখর ধাওয়ান ৷ কোটলার পিচে শুরুতেই প্রোটিয়া ব্যাটারদের স্পিনের সামনে ফেলে দেন শিখর ৷ ফলও মেলে হাতেনাতে ৷ মাত্র 6 রানে ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ আউট হন কুইন্টন ডি’কক ৷ আরেক ওপেনার জানেমান মালান 15 রানে সিরাজের শিকার হন ৷ দুই ওপেনারের ক্যাচই নেন আবেশ খান ৷ এরপর রেজা হেনড্রিকস (3), এইডেন মার্করামদের (9) মত একে-একে ইন ফর্ম ব্যাটারদের কম রানে প্যাভিলিয়নে ফেরান সিরাজ এবং শাহবাজ আহমেদ ৷ বাংলার তরুণ বাঁ হাতি স্পিনার শাহবাজ এদিন 32 রানে 2 উইকেট নিয়েছেন ৷ এরপর দক্ষিণ আফ্রিকার লোয়ার মিডল থেকে টেল-অর্ডারকে একাই শেষ করে দেন কুলদীপ যাদব ৷ তিনি 4.1 ওভারে 1টি মেডেন নিয়ে 18 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ সিরিজ জিততে ভারতের দরকার 100 রান ৷