ETV Bharat / sports

ICC World Cup 2023: ‘হার্দিক গুরুত্বপূর্ণ হলেও ওর না-থাকা ভোগাবে না’, রোহিতদের নিয়ে ভবিষ্যদ্বাণী সৌরভের - হার্দিক গুরুত্বপূর্ণ হলেও ওর না থাকা ভোগাবে না

ইডেনে বাংলাদেশ-নেদারল্যান্ডসের আপাত উচ্ছ্বাসহীন ম্যাচে গ্যালারিতে 'সৌরভ' ছড়ালেন মহারাজ ৷ মনে করিয়ে দিলেন, টিম গেমে কেউ অপরিহার্য নয় ৷ টানা পাঁচ ম্যাচ জিতে প্রতিপক্ষের ওপর স্টিমরোলার চালাচ্ছে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’। যদিও দিল্লি এখনও অনেক দূর ৷ চ্যাম্পিয়নের প্রশ্নে সাফ জবাব সৌরভের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 8:38 PM IST

কলকাতা, 28 অক্টোবর: ভারতের বিশ্বকাপ জয়ের পথে কঠিন চ্যালেঞ্জার হতে পারে অস্ট্রেলিয়া । রোহিত শর্মাদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়তে পারে দক্ষিণ আফ্রিকাও । শনিবার ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ দেখতে এসে রোহিত-কোহলিদের নিয়ে ভবিষ্যদ্বাণী সৌরভ গঙ্গোপাধ্যায়ের । কর্পোরেট বক্সে খেলা দেখেন মহারাজ ৷

ইডেনে সৌরভ খেলা দেখতে আসা মানেই ভক্তদের ভিড়ে বেষ্টিত হয়ে পড়া । অনেকেই শারদ শুভেচ্ছা বিনিময় করলেন। বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়, অথচ ক্রিকেটীয় আলোচনা হবে না ৷ হয় নাকি ? স্বাভাবিক ভাবেই ইন্দো-বাংলাদেশ সংবাদমাধ্যমের ঘেরাটোপে ক্রিকেটীয় প্রশ্নে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ ।

রবিবার লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত । টানা পাঁচ ম্যাচ জিতে প্রতিপক্ষের ওপর স্টিমরোলার চালাচ্ছে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’। স্বাভাবিকভাবেই সমর্থকদের আশা, বাটলার-স্টোকসদের বিরুদ্ধে ভারত অনায়াসে জয় তুলে নেবে । শুধু ভারতের অনায়াস যাত্রায় কাঁটা হার্দিক পান্ডিয়ার চোট । যদিও মাঠে দৌড় শুরু করেছেন । ফলে আশা করা হচ্ছে, চোট সারিয়ে ওঠার পথে হার্দিক । সৌরভ অবশ্য বলছেন, “হার্দিক দলের গুরুত্বপূর্ণ সদস্য । কিন্তু বর্তমান ভারতীয় দল আলাদা । হার্দিককে নক-আউটে না-পাওয়া গেলেও সমস্যা হবে না ।”

নক-আউট পাকা ৷ ক্রিকেট বোদ্ধারা বলছেন, রোহিত শর্মার দল অন্তত ফাইনালে না-পৌঁছলে আশ্চর্যের বিষয় হবে ৷ সৌরভ অবশ্য বলেন, "আগে সেমিফাইনাল পর্বটা পার করতে হবে । শেষ চারে কে হতে পারে চ্যালেঞ্জার ?" প্রাক্তন ভারত অধিনায়কের পর্যবেক্ষণ, অস্ট্রেলিয়া কড়া চ্যালেঞ্জার হবে । দক্ষিণ আফ্রিকাও কড়া চ্যালেঞ্জ ছুঁড়তে পারে । ধরমশালায় অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেছেন । কিন্তু এখন পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সে বিস্মিত মহারাজ । যদিও তাঁর চার সেমিফাইনালিস্টের তালিকায় ছিল ‘থ্রি লায়ন্স’। অথচ তারা গ্রুপ পর্বের চৌকাঠ পেরোতে ব্যর্থ ।

ইডেনে বাংলাদেশ বনাম নেদাল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ পর্ব শুরু । কিন্তু সাতষট্টি হাজার দর্শকাসনে আরেকটু বেশি সংখ্যায় দর্শক আশা করেছিলেন তিনি । তবে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে সংখ্যাটা বাড়বে বলে আশা করছেন । একইভাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের চাহিদা যে আকাশচুম্বী তা জানেন । চাহিদার সুনামির ধাক্কা পৌঁছেছে কি না, সেই প্রশ্নে সরস সৌরভ ৷ মহারাজকীয় চালে জবাব দিলেন, “আমি তো সিএবি প্রেসিডেন্ট নই । আমার কাছে কোনও টিকিটও নেই ।” বাংলাদেশ দল চলতি বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ । বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, তামিম বিতর্ক বাংলাদেশ দলকে ঘেঁটে দিয়েছে । ‘‘কোনও একজনের না-থাকার ওপর সাফল্য ব্যর্থতা নির্ভর করে না ।’’ নন্দনকাননে শেষবেলাতেও স্ট্রেপ-আউট ‘প্রিন্স অব ক্যালকাটা’র ৷

আরও পড়ুন: তিলোত্তমায় পা রাখল ‘বাবর অ্যান্ড কোং’, মঙ্গলে প্রতিপক্ষ টাইগাররা

কলকাতা, 28 অক্টোবর: ভারতের বিশ্বকাপ জয়ের পথে কঠিন চ্যালেঞ্জার হতে পারে অস্ট্রেলিয়া । রোহিত শর্মাদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়তে পারে দক্ষিণ আফ্রিকাও । শনিবার ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ দেখতে এসে রোহিত-কোহলিদের নিয়ে ভবিষ্যদ্বাণী সৌরভ গঙ্গোপাধ্যায়ের । কর্পোরেট বক্সে খেলা দেখেন মহারাজ ৷

ইডেনে সৌরভ খেলা দেখতে আসা মানেই ভক্তদের ভিড়ে বেষ্টিত হয়ে পড়া । অনেকেই শারদ শুভেচ্ছা বিনিময় করলেন। বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়, অথচ ক্রিকেটীয় আলোচনা হবে না ৷ হয় নাকি ? স্বাভাবিক ভাবেই ইন্দো-বাংলাদেশ সংবাদমাধ্যমের ঘেরাটোপে ক্রিকেটীয় প্রশ্নে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ ।

রবিবার লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত । টানা পাঁচ ম্যাচ জিতে প্রতিপক্ষের ওপর স্টিমরোলার চালাচ্ছে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’। স্বাভাবিকভাবেই সমর্থকদের আশা, বাটলার-স্টোকসদের বিরুদ্ধে ভারত অনায়াসে জয় তুলে নেবে । শুধু ভারতের অনায়াস যাত্রায় কাঁটা হার্দিক পান্ডিয়ার চোট । যদিও মাঠে দৌড় শুরু করেছেন । ফলে আশা করা হচ্ছে, চোট সারিয়ে ওঠার পথে হার্দিক । সৌরভ অবশ্য বলছেন, “হার্দিক দলের গুরুত্বপূর্ণ সদস্য । কিন্তু বর্তমান ভারতীয় দল আলাদা । হার্দিককে নক-আউটে না-পাওয়া গেলেও সমস্যা হবে না ।”

নক-আউট পাকা ৷ ক্রিকেট বোদ্ধারা বলছেন, রোহিত শর্মার দল অন্তত ফাইনালে না-পৌঁছলে আশ্চর্যের বিষয় হবে ৷ সৌরভ অবশ্য বলেন, "আগে সেমিফাইনাল পর্বটা পার করতে হবে । শেষ চারে কে হতে পারে চ্যালেঞ্জার ?" প্রাক্তন ভারত অধিনায়কের পর্যবেক্ষণ, অস্ট্রেলিয়া কড়া চ্যালেঞ্জার হবে । দক্ষিণ আফ্রিকাও কড়া চ্যালেঞ্জ ছুঁড়তে পারে । ধরমশালায় অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেছেন । কিন্তু এখন পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সে বিস্মিত মহারাজ । যদিও তাঁর চার সেমিফাইনালিস্টের তালিকায় ছিল ‘থ্রি লায়ন্স’। অথচ তারা গ্রুপ পর্বের চৌকাঠ পেরোতে ব্যর্থ ।

ইডেনে বাংলাদেশ বনাম নেদাল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ পর্ব শুরু । কিন্তু সাতষট্টি হাজার দর্শকাসনে আরেকটু বেশি সংখ্যায় দর্শক আশা করেছিলেন তিনি । তবে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে সংখ্যাটা বাড়বে বলে আশা করছেন । একইভাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের চাহিদা যে আকাশচুম্বী তা জানেন । চাহিদার সুনামির ধাক্কা পৌঁছেছে কি না, সেই প্রশ্নে সরস সৌরভ ৷ মহারাজকীয় চালে জবাব দিলেন, “আমি তো সিএবি প্রেসিডেন্ট নই । আমার কাছে কোনও টিকিটও নেই ।” বাংলাদেশ দল চলতি বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ । বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, তামিম বিতর্ক বাংলাদেশ দলকে ঘেঁটে দিয়েছে । ‘‘কোনও একজনের না-থাকার ওপর সাফল্য ব্যর্থতা নির্ভর করে না ।’’ নন্দনকাননে শেষবেলাতেও স্ট্রেপ-আউট ‘প্রিন্স অব ক্যালকাটা’র ৷

আরও পড়ুন: তিলোত্তমায় পা রাখল ‘বাবর অ্যান্ড কোং’, মঙ্গলে প্রতিপক্ষ টাইগাররা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.