ETV Bharat / sports

Sourav on Teachers Day: 'গুরু' গ্রেগকে শিক্ষক দিবসের শুভেচ্ছা সৌরভের - Teachers Day

ক্রিকেট জীবনে কোচদের শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তা পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Teachers Day Greets) ৷ যেখানে গুরু গ্রেগকে শুভেচ্ছা জানাতে ভুললেন না তিনি ৷

sourav-ganguly-teachers-day-greets-to-greg-chappell-favourite-is-john-wright
sourav-ganguly-teachers-day-greets-to-greg-chappell-favourite-is-john-wright
author img

By

Published : Sep 5, 2022, 4:25 PM IST

Updated : Sep 5, 2022, 8:19 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: সোশাল মিডিয়ায় প্রাক্তন কোচদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Teachers Day Greets) ৷ যেখানে গ্রেগ চ্যাপেলকে (Greg Chappell) শুভেচ্ছা জানালেন তিনি ৷ সেই তালিকায় ছিলেন 2011 সালের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন ৷ আর পছন্দের কোচের তালিকায় অবশ্যই রইলেন কিউয়ি জন রাইট (John Wright) ৷ তবে, চর্চায় রয়েছে গ্রেগ চ্যাপলকে জানানো শুভেচ্ছা ৷ তবে, ব্যক্তি সৌরভ তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষক মনে করেন কেরিয়ারের ‘বিফলতা’কে ৷ একটি অনলাইন টিচিং অ্যাপের প্রমোশনে সেই কথাই তুলে ধরেছেন দাদা ৷

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন শিক্ষক দিবসে তাঁর ক্রিকেটার জীবনের সকল কোচদের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন ৷ যেখানে তিনি তাঁর ক্রিকেট জীবনে শুরু থেকে চলে আসা ওঠা-পড়া নিয়ে বিশদে আলোচনা করেছেন ৷ সঙ্গে উল্লেখ করেছেন, তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষক ‘বিফলতা’ ৷ অসফল হওয়া থেকেই তিনি বারে বারে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন ৷

তা সে 1992 সালে ভারতের জার্সি গায়ে অস্ট্রেলিয়া সফরে এক ম্যাচের ব্যর্থতা থেকে ছিটকে যাওয়া হোক, বা 2002 সালের অধিনায়ক হিসাবে জাতীয় দলের দায়িত্ব থেকে পাও শিক্ষা ৷ এমনকি 2003 সালের বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা তাঁকে খুব বেশি করে শিক্ষা দিয়েছিল বলে জানান সৌরভ ৷ আর জীবনে ভালো মানুষ হিসাবে তাঁকে তৈরি হতে সাহায্য করেছে ভারতীয় দল থেকে বাদ পড়া ও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া ৷ এখান থেকেই তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষা সৌরভ গঙ্গোপাধ্যায় পেয়েছেন বলে জানান ৷ আর শিক্ষা থেকেই থেকে তাঁর রাজকীয় কামব্যাক ৷

  • Major missing Debo Mitra, John Wright, my favourite one ,Gary Kirsten and Greg. Happy Teachers' Day!

    There are few moments in life that make you relive your past, here's to my failures & bouncing back.

    Watch here: https://t.co/xNIlW4EdZa#TeachersDay

    — Sourav Ganguly (@SGanguly99) September 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর শুধু ধোনির মেসেজ পেয়েছেন, বিস্ফোরক কোহলি

সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সৌরভ নিজে ৷ আর তাঁর ক্যাপশনে সৌরভ জাতীয় দলে তাঁর কোচ গ্রেগ চ্যাপ এবং গ্যারি কার্স্টেনকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ আর অবশ্যই ঘরোয়া ক্রিকেটে দেবু মিত্র আর 2003 সালে বিশ্বকাপ ফাইনাল খেলা ভারতীয় দলের কোচ জন রাইটকে প্রিয় মানুষদের তালিকায় রেখেছেন সৌরভ ৷

কলকাতা, 5 সেপ্টেম্বর: সোশাল মিডিয়ায় প্রাক্তন কোচদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Teachers Day Greets) ৷ যেখানে গ্রেগ চ্যাপেলকে (Greg Chappell) শুভেচ্ছা জানালেন তিনি ৷ সেই তালিকায় ছিলেন 2011 সালের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন ৷ আর পছন্দের কোচের তালিকায় অবশ্যই রইলেন কিউয়ি জন রাইট (John Wright) ৷ তবে, চর্চায় রয়েছে গ্রেগ চ্যাপলকে জানানো শুভেচ্ছা ৷ তবে, ব্যক্তি সৌরভ তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষক মনে করেন কেরিয়ারের ‘বিফলতা’কে ৷ একটি অনলাইন টিচিং অ্যাপের প্রমোশনে সেই কথাই তুলে ধরেছেন দাদা ৷

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন শিক্ষক দিবসে তাঁর ক্রিকেটার জীবনের সকল কোচদের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন ৷ যেখানে তিনি তাঁর ক্রিকেট জীবনে শুরু থেকে চলে আসা ওঠা-পড়া নিয়ে বিশদে আলোচনা করেছেন ৷ সঙ্গে উল্লেখ করেছেন, তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষক ‘বিফলতা’ ৷ অসফল হওয়া থেকেই তিনি বারে বারে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন ৷

তা সে 1992 সালে ভারতের জার্সি গায়ে অস্ট্রেলিয়া সফরে এক ম্যাচের ব্যর্থতা থেকে ছিটকে যাওয়া হোক, বা 2002 সালের অধিনায়ক হিসাবে জাতীয় দলের দায়িত্ব থেকে পাও শিক্ষা ৷ এমনকি 2003 সালের বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা তাঁকে খুব বেশি করে শিক্ষা দিয়েছিল বলে জানান সৌরভ ৷ আর জীবনে ভালো মানুষ হিসাবে তাঁকে তৈরি হতে সাহায্য করেছে ভারতীয় দল থেকে বাদ পড়া ও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া ৷ এখান থেকেই তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষা সৌরভ গঙ্গোপাধ্যায় পেয়েছেন বলে জানান ৷ আর শিক্ষা থেকেই থেকে তাঁর রাজকীয় কামব্যাক ৷

  • Major missing Debo Mitra, John Wright, my favourite one ,Gary Kirsten and Greg. Happy Teachers' Day!

    There are few moments in life that make you relive your past, here's to my failures & bouncing back.

    Watch here: https://t.co/xNIlW4EdZa#TeachersDay

    — Sourav Ganguly (@SGanguly99) September 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর শুধু ধোনির মেসেজ পেয়েছেন, বিস্ফোরক কোহলি

সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সৌরভ নিজে ৷ আর তাঁর ক্যাপশনে সৌরভ জাতীয় দলে তাঁর কোচ গ্রেগ চ্যাপ এবং গ্যারি কার্স্টেনকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ আর অবশ্যই ঘরোয়া ক্রিকেটে দেবু মিত্র আর 2003 সালে বিশ্বকাপ ফাইনাল খেলা ভারতীয় দলের কোচ জন রাইটকে প্রিয় মানুষদের তালিকায় রেখেছেন সৌরভ ৷

Last Updated : Sep 5, 2022, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.