ETV Bharat / sports

Snehasish Ganguly: স্বার্থের সংঘাতের সমস্যায় আয়োজক কমিটিতে নাও থাকতে পারেন সৌরভ, ইঙ্গিত স্নেহাশিসের - অ্যাপেক্স কমিটির বৈঠক

আগামী শুক্রবার অ্যাপেক্স কমিটির বৈঠক ৷ সেখানেই আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের ক্রিকেট ম্যাচ আয়োজনের ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 2, 2023, 11:05 PM IST

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

কলকাতা, 2 জুলাই: সিএবিতে শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপেক্স কমিটির বৈঠক ৷ সেখানেই আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের ক্রিকেট ম্যাচ আয়োজনের ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । ক্রীড়া সাংবাদিক দিবস পালন উপলক্ষ্যে কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানিয়েছেন তিনি । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন ফুটলার অর্ণব মণ্ডল, অভিজিৎ মণ্ডল, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ।

অনুষ্ঠান শেষে সিএবি প্রেসিডেন্ট জানান, নতুন ভাবে ইডেনকে সাজাতে দিবারাত্রি কাজ চলছে । রবিবারও সিএবি পদাধিকারীরা উপস্থিত থেকে পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন । সেই পরিকল্পনা রূপায়নে অ্যাপেক্স কমিটির বৈঠকে সিলমোহর জরুরি ৷ তা করতেই আগামী শুক্রবার বৈঠক ডাকা হয়েছে । এই দিনের বৈঠকে বিশ্বকাপ ক্রিকেটের জন্য টিকিটের দামও ঠিক করার ইঙ্গিত দিয়েছেন সিএবি প্রেসিডেন্ট । একটি সেমিফাইনাল ম্যচ-সহ মোট পাঁচটি ম্যাচ ইডেনে হবে । তার মধ্যে দু’টো ম্যাচ আবার পাকিস্তানের । ফলে 1996 সালের পরে আবার কার্যত 'রাজশাহী যঞ্জ' হতে চলেছে ইডেনে ।

এই কাজের জন্য আয়োজক কমিটি গড়া হবে । সেই কমিটিতে সৌরভ গাঙ্গুলীকে রাখা যাবে কি না তা নিয়ে সন্দিহান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । কারণ এক্ষেত্রে স্বার্থের সংঘাতের প্রশ্নটি উঠতে পারে । তবে ইতিমধ্যে স্নেহাশীস গঙ্গোপাধ্যায় কথা বলেছেন, প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে । ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি প্রেসিডেন্ট হিসেবে ভারত-পাকিস্তান ম্যাচ-সহ একাধিক আর্ন্তজাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে । তাই সৌরভকে আয়োজক কমিটিতে রাখা সম্ভব না হলেও সৌরভের অভিজ্ঞতা সিএবি-র যে কাজে লাগাবে তার ইঙ্গিত বর্তমান সিএবি প্রেসিডেন্ট কথায় ইঙ্গিত মিলেছে ।

আপাতত 1 সেপ্টেন্বরের মধ্যে ইডেনের যাবতীয় সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে । ভিআইপি বক্স, ইডেনের আপার টায়ারের চেয়ার বদল, হসপিটালিটি বক্স, দর্শকদের জন্য প্রস্রাবাগার তৈরি-সহ একাধিক কাজ নির্ধারিত সময়ে শেষ করা হবে । পাশাপাশি বেশকিছু নতুন পরিকল্পনা রূপায়ণ সিএবি করতে চায় ৷ যা আগামী দেড়মাসের মধ্যে সামনে আসবে ।

আরও পড়ুন: লর্ডসে বেয়ারস্টোর রান-আউটে প্রবল বিতর্ক, সিরিজে ব্যবধান বাড়িয়ে নেওয়ার পথে অজিরা

বিশ্বকাপের ম্যাচ মানেই নিরাপত্তার কড়াকড়ি । বাড়তি তৎপরতা থাকবে পাকিস্তান ম্যাচ ঘিরে । ইতিমধ্যে আইসিসির প্রতিনিধিরা ইডেনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসছেন । আসছেন পাকিস্তানের প্রতিনিধিরাও । নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে চান । শুধু পাক ক্রিকেট দল নয়, সমর্থক, সংবাদমাধ্যম সবই তাদের নজরদারিতে থাকবে । সিএবি প্রেসিডেন্ট বলছেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই নিরাপত্তা থাকবে । পাকিস্তানের ম্যাচেও কড়াকড়ি থাকবে । তবে বিষয়টি সম্পূর্ণভাবে পুলিশের আওতাভুক্ত । তাই আগেও যেমন এই ব্যাপারে সফলতার সঙ্গে কলকাতার পুলিশ কাজ করেছে এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করেন স্নেহাশীস গঙ্গোপাধ্যায় ।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

কলকাতা, 2 জুলাই: সিএবিতে শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপেক্স কমিটির বৈঠক ৷ সেখানেই আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের ক্রিকেট ম্যাচ আয়োজনের ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । ক্রীড়া সাংবাদিক দিবস পালন উপলক্ষ্যে কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানিয়েছেন তিনি । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন ফুটলার অর্ণব মণ্ডল, অভিজিৎ মণ্ডল, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ।

অনুষ্ঠান শেষে সিএবি প্রেসিডেন্ট জানান, নতুন ভাবে ইডেনকে সাজাতে দিবারাত্রি কাজ চলছে । রবিবারও সিএবি পদাধিকারীরা উপস্থিত থেকে পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন । সেই পরিকল্পনা রূপায়নে অ্যাপেক্স কমিটির বৈঠকে সিলমোহর জরুরি ৷ তা করতেই আগামী শুক্রবার বৈঠক ডাকা হয়েছে । এই দিনের বৈঠকে বিশ্বকাপ ক্রিকেটের জন্য টিকিটের দামও ঠিক করার ইঙ্গিত দিয়েছেন সিএবি প্রেসিডেন্ট । একটি সেমিফাইনাল ম্যচ-সহ মোট পাঁচটি ম্যাচ ইডেনে হবে । তার মধ্যে দু’টো ম্যাচ আবার পাকিস্তানের । ফলে 1996 সালের পরে আবার কার্যত 'রাজশাহী যঞ্জ' হতে চলেছে ইডেনে ।

এই কাজের জন্য আয়োজক কমিটি গড়া হবে । সেই কমিটিতে সৌরভ গাঙ্গুলীকে রাখা যাবে কি না তা নিয়ে সন্দিহান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । কারণ এক্ষেত্রে স্বার্থের সংঘাতের প্রশ্নটি উঠতে পারে । তবে ইতিমধ্যে স্নেহাশীস গঙ্গোপাধ্যায় কথা বলেছেন, প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে । ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি প্রেসিডেন্ট হিসেবে ভারত-পাকিস্তান ম্যাচ-সহ একাধিক আর্ন্তজাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে । তাই সৌরভকে আয়োজক কমিটিতে রাখা সম্ভব না হলেও সৌরভের অভিজ্ঞতা সিএবি-র যে কাজে লাগাবে তার ইঙ্গিত বর্তমান সিএবি প্রেসিডেন্ট কথায় ইঙ্গিত মিলেছে ।

আপাতত 1 সেপ্টেন্বরের মধ্যে ইডেনের যাবতীয় সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে । ভিআইপি বক্স, ইডেনের আপার টায়ারের চেয়ার বদল, হসপিটালিটি বক্স, দর্শকদের জন্য প্রস্রাবাগার তৈরি-সহ একাধিক কাজ নির্ধারিত সময়ে শেষ করা হবে । পাশাপাশি বেশকিছু নতুন পরিকল্পনা রূপায়ণ সিএবি করতে চায় ৷ যা আগামী দেড়মাসের মধ্যে সামনে আসবে ।

আরও পড়ুন: লর্ডসে বেয়ারস্টোর রান-আউটে প্রবল বিতর্ক, সিরিজে ব্যবধান বাড়িয়ে নেওয়ার পথে অজিরা

বিশ্বকাপের ম্যাচ মানেই নিরাপত্তার কড়াকড়ি । বাড়তি তৎপরতা থাকবে পাকিস্তান ম্যাচ ঘিরে । ইতিমধ্যে আইসিসির প্রতিনিধিরা ইডেনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসছেন । আসছেন পাকিস্তানের প্রতিনিধিরাও । নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে চান । শুধু পাক ক্রিকেট দল নয়, সমর্থক, সংবাদমাধ্যম সবই তাদের নজরদারিতে থাকবে । সিএবি প্রেসিডেন্ট বলছেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই নিরাপত্তা থাকবে । পাকিস্তানের ম্যাচেও কড়াকড়ি থাকবে । তবে বিষয়টি সম্পূর্ণভাবে পুলিশের আওতাভুক্ত । তাই আগেও যেমন এই ব্যাপারে সফলতার সঙ্গে কলকাতার পুলিশ কাজ করেছে এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করেন স্নেহাশীস গঙ্গোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.