ETV Bharat / sports

Sourav Ganguly : বাজারে আনছেন শিক্ষামূলক অ্যাপ, বোর্ড প্রধানের পদ ছাড়ার জল্পনা উড়িয়ে জানালেন সৌরভ

author img

By

Published : Jun 1, 2022, 9:43 PM IST

Updated : Jun 2, 2022, 6:08 AM IST

বুধের বিকেলে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এমনই ইঙ্গিতপূর্ণ ঘোষণায় ক্ষণিকের ঝড় বয়ে যায় ভারতীয় ক্রিকেটমহলে ৷ তবে সময় গড়াতেই সামনে এল পুরো বিষয়টি ৷ সৌরভ জানালেন, নিজস্ব ভেঞ্চারে শিক্ষামূলক অ্যাপ বাজারে আনছেন তিনি (Sourav Ganguly is ready to launch new educational app soon) ৷

Sourav Ganguly
বোর্ড প্রধানের পদ ছাড়ার জল্পনা উড়িয়ে জানালেন সৌরভ

কলকাতা, 1 জুন : বুধবার বিকেলে তাঁর টুইট দেখে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন অনুরাগীরা ৷ বোর্ড প্রধানের পদ ছেড়ে নতুন জার্নি শুরু করতে চলেছি ৷ এদিন বিকেলে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এমনই ইঙ্গিতপূর্ণ ঘোষণায় ক্ষণিকের ঝড় বয়ে যায় ভারতীয় ক্রিকেটমহলে ৷ তবে সময় গড়াতেই সামনে এল পুরো বিষয়টি ৷ সন্ধেয় বাসভবনে উৎসুক সংবাদমাধ্যমের সামনে বিসিসিআই-য়ের পদ ছাড়ার তত্ত্ব স্রেফ উড়িয়ে দিলেন মহারাজ ৷ সৌরভ জানালেন, নিজস্ব ভেঞ্চারে শিক্ষামূলক অ্যাপ বাজারে আনছেন তিনি (Sourav Ganguly is ready to launch new educational app soon) ৷

বুধের সন্ধেয় সংবাদমাধ্যমকে নিজের স্টান্স পরিষ্কার করে সৌরভ বোঝালেন বিকেলের টুইট নিছকই দাদাগিরির গুগলি ৷ যাতে ক্লিন বোল্ড অনুরাগী থেকে সংবাদমাধ্যম ৷ অপেক্ষমান সংবাদমাধ্যমকে সৌরভ জানালেন, পুরোটাই বিজ্ঞাপনী চমক। তারপর নিজের মুখে বললেন, "ক্রিকেট প্রশাসকের পদ থেকে ইস্তফার কোনও বিযয়ই নেই এতে ৷ সিম্পল টুইট এটা ৷ একটা কমার্শিয়াল এডুকেশনাল অ্যাপ লঞ্চ করতে চলেছি আমি। যেটা আমার নিজস্ব ভেঞ্চার ৷"

বোর্ড প্রধানের পদ ছাড়ার জল্পনা ওড়ালেন সৌরভ

এরপর 'প্রিন্স অফ ক্যালকাটা' জানান, তাঁর টুইট ঘিরে শুরু হওয়া জল্পনা দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন ৷ প্রসঙ্গত, টুইটে এদিন বাইশ গজ থেকে গত 30 বছরে প্রাপ্তির কথা উল্লেখ করে নতুন যাত্রা শুরুর ঘোষণা করেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ কী তাঁর নতুন পথ চলা, আদৌ বাইশ গজকে তিনি বিদায় জানাচ্ছেন কি না, সে ব্যাপারে টুইটে কিছু খোলসা না করলেও তাঁর দীর্ঘ যাত্রাপথে যারা সহযোগিতা জুগিয়ে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সৌরভ ৷ এমনকী তাঁর নয়া জার্নি প্রচুর মানুষের উপকারে আসবে বলেও জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন : সৌরভের নতুন যাত্রা শুরুর ঘোষণায় ক্রিকেটমহলে জল্পনা

সৌরভের টুইটের পর ক্রিকেটমহলে এদিন রটে যায় বোর্ড সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ যদিও সংবাদসংস্থা এএনআইকে বোর্ড সচিব জয় শাহ এব্যাপারে জানান, বোর্ড প্রেসিডেন্টের পদে বহাল রয়েছেন সৌরভ ৷ যা রটছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷

কলকাতা, 1 জুন : বুধবার বিকেলে তাঁর টুইট দেখে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন অনুরাগীরা ৷ বোর্ড প্রধানের পদ ছেড়ে নতুন জার্নি শুরু করতে চলেছি ৷ এদিন বিকেলে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এমনই ইঙ্গিতপূর্ণ ঘোষণায় ক্ষণিকের ঝড় বয়ে যায় ভারতীয় ক্রিকেটমহলে ৷ তবে সময় গড়াতেই সামনে এল পুরো বিষয়টি ৷ সন্ধেয় বাসভবনে উৎসুক সংবাদমাধ্যমের সামনে বিসিসিআই-য়ের পদ ছাড়ার তত্ত্ব স্রেফ উড়িয়ে দিলেন মহারাজ ৷ সৌরভ জানালেন, নিজস্ব ভেঞ্চারে শিক্ষামূলক অ্যাপ বাজারে আনছেন তিনি (Sourav Ganguly is ready to launch new educational app soon) ৷

বুধের সন্ধেয় সংবাদমাধ্যমকে নিজের স্টান্স পরিষ্কার করে সৌরভ বোঝালেন বিকেলের টুইট নিছকই দাদাগিরির গুগলি ৷ যাতে ক্লিন বোল্ড অনুরাগী থেকে সংবাদমাধ্যম ৷ অপেক্ষমান সংবাদমাধ্যমকে সৌরভ জানালেন, পুরোটাই বিজ্ঞাপনী চমক। তারপর নিজের মুখে বললেন, "ক্রিকেট প্রশাসকের পদ থেকে ইস্তফার কোনও বিযয়ই নেই এতে ৷ সিম্পল টুইট এটা ৷ একটা কমার্শিয়াল এডুকেশনাল অ্যাপ লঞ্চ করতে চলেছি আমি। যেটা আমার নিজস্ব ভেঞ্চার ৷"

বোর্ড প্রধানের পদ ছাড়ার জল্পনা ওড়ালেন সৌরভ

এরপর 'প্রিন্স অফ ক্যালকাটা' জানান, তাঁর টুইট ঘিরে শুরু হওয়া জল্পনা দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন ৷ প্রসঙ্গত, টুইটে এদিন বাইশ গজ থেকে গত 30 বছরে প্রাপ্তির কথা উল্লেখ করে নতুন যাত্রা শুরুর ঘোষণা করেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ কী তাঁর নতুন পথ চলা, আদৌ বাইশ গজকে তিনি বিদায় জানাচ্ছেন কি না, সে ব্যাপারে টুইটে কিছু খোলসা না করলেও তাঁর দীর্ঘ যাত্রাপথে যারা সহযোগিতা জুগিয়ে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সৌরভ ৷ এমনকী তাঁর নয়া জার্নি প্রচুর মানুষের উপকারে আসবে বলেও জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন : সৌরভের নতুন যাত্রা শুরুর ঘোষণায় ক্রিকেটমহলে জল্পনা

সৌরভের টুইটের পর ক্রিকেটমহলে এদিন রটে যায় বোর্ড সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ যদিও সংবাদসংস্থা এএনআইকে বোর্ড সচিব জয় শাহ এব্যাপারে জানান, বোর্ড প্রেসিডেন্টের পদে বহাল রয়েছেন সৌরভ ৷ যা রটছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷

Last Updated : Jun 2, 2022, 6:08 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.