ETV Bharat / sports

Sourav on Rahul: রাহুল রানে ফিরবে শীঘ্রই, নিশ্চিত সৌরভ

নতুন কমিটি চেয়ারে বসার আগে ভূয়সী প্রশংসা শোনা গেল প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে (Sourav Ganguly praises new executive committee of CAB)। শনিবার দুপুরে সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন মহারাজ। সেখানে কৃতীদের হাতে তুলে দেন বাংলার মহারাজ (Sourav Ganguly attends CAB annual award ceremony programme)।

Sourav on Rahul
রাহুল রানে ফিরবেন শীঘ্রই, নিশ্চিত সৌরভ
author img

By

Published : Oct 29, 2022, 8:03 PM IST

কলকাতা, 29 অক্টোবর: নয়া কার্যকরী কমিটি সিএবির কার্যভার গ্রহণ করবে আগামী 31 অক্টোবর। চলতি মাসের শেষদিন রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভা। সেখানেই বিদায়ী প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার থেকে রাজ্য ক্রিকেট সংস্থার কার্যভার নেবেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। নতুন সচিব হচ্ছেন নরেশ ওঝা। নয়া কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী। নতুন কমিটি চেয়ারে বসার আগে ভূয়সী প্রশংসা শোনা গেল প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে (Sourav Ganguly praises new executive committee of CAB)।

শনিবার দুপুরে সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন মহারাজ। সেখানে কৃতীদের হাতে তুলে দেন বাংলার মহারাজ। বিসিসিআই-এর দায়িত্ব থেকে সরে আসার পরে সিএবি-র ভোটে দাঁড়াবেন সৌরভ, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু শেষবেলায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বাংলার ক্রিকেটের মসনদে যারা বসতে চলেছেন তাঁরাও দক্ষ, শনিবারের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন সৌরভ। পাশাপাশি টি-20 বিশ্বকাপে ভারতের ভালো পারফরম্যান্স নিয়েও দারুণ খুশি 'প্রিন্স অফ ক্যালকাটা'।

প্রথম দু'ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে রোহিত শর্মার ভারত ৷ তার কারণও ব্যাখ্যা করলেন দেশের অন্যতম সফল অধিনায়ক ৷ সৌরভ জানালেন, ভারতীয় দলে প্রচুর পাওয়ার হিটার রয়েছে। বোলিংও বেশ শক্তিশালী। যদিও বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে চাইলেন না মহারাজ। সবে টুর্নামেন্ট শুরু হয়েছে। এখনও অনেক ম্যাচ বাকি। তাই এখনই বিশেষ কিছু বলতে নারাজ সৌরভ। যদিও ভারত আরও খেলবে বলেই তাঁর বিশ্বাস ৷

আরও পড়ুন: যুবরাজকে টপকে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকালেন হিটম্যান, কোহলি ভাঙলেন গেইলের রেকর্ড

বাকিরা কমবেশি ফর্মে ফিরলেও কেএল রাহুলের ফর্ম নিয়ে চিন্তিত সমালোচকরা। কিন্তু সৌরভ আদৌ চিন্তিত নন (Sourav Ganguly is confident that KL Rahul will back in form) ৷ সৌরভ বলছেন, "কেএল রাহুল ভাল ক্রিকেটার। নিশ্চয়ই রান পাবে।"

কলকাতা, 29 অক্টোবর: নয়া কার্যকরী কমিটি সিএবির কার্যভার গ্রহণ করবে আগামী 31 অক্টোবর। চলতি মাসের শেষদিন রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভা। সেখানেই বিদায়ী প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার থেকে রাজ্য ক্রিকেট সংস্থার কার্যভার নেবেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। নতুন সচিব হচ্ছেন নরেশ ওঝা। নয়া কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী। নতুন কমিটি চেয়ারে বসার আগে ভূয়সী প্রশংসা শোনা গেল প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে (Sourav Ganguly praises new executive committee of CAB)।

শনিবার দুপুরে সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন মহারাজ। সেখানে কৃতীদের হাতে তুলে দেন বাংলার মহারাজ। বিসিসিআই-এর দায়িত্ব থেকে সরে আসার পরে সিএবি-র ভোটে দাঁড়াবেন সৌরভ, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু শেষবেলায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বাংলার ক্রিকেটের মসনদে যারা বসতে চলেছেন তাঁরাও দক্ষ, শনিবারের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন সৌরভ। পাশাপাশি টি-20 বিশ্বকাপে ভারতের ভালো পারফরম্যান্স নিয়েও দারুণ খুশি 'প্রিন্স অফ ক্যালকাটা'।

প্রথম দু'ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে রোহিত শর্মার ভারত ৷ তার কারণও ব্যাখ্যা করলেন দেশের অন্যতম সফল অধিনায়ক ৷ সৌরভ জানালেন, ভারতীয় দলে প্রচুর পাওয়ার হিটার রয়েছে। বোলিংও বেশ শক্তিশালী। যদিও বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে চাইলেন না মহারাজ। সবে টুর্নামেন্ট শুরু হয়েছে। এখনও অনেক ম্যাচ বাকি। তাই এখনই বিশেষ কিছু বলতে নারাজ সৌরভ। যদিও ভারত আরও খেলবে বলেই তাঁর বিশ্বাস ৷

আরও পড়ুন: যুবরাজকে টপকে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকালেন হিটম্যান, কোহলি ভাঙলেন গেইলের রেকর্ড

বাকিরা কমবেশি ফর্মে ফিরলেও কেএল রাহুলের ফর্ম নিয়ে চিন্তিত সমালোচকরা। কিন্তু সৌরভ আদৌ চিন্তিত নন (Sourav Ganguly is confident that KL Rahul will back in form) ৷ সৌরভ বলছেন, "কেএল রাহুল ভাল ক্রিকেটার। নিশ্চয়ই রান পাবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.