ETV Bharat / sports

Sourav on Kohli Issue : বিরাট বিতর্কে মুখ খুললেন সৌরভ - Virat Kohli to play South Africa ODI Series

বিরাট বিতর্কে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Denies to Comment on Virat Kohli Issue) ৷ জানিয়ে দিলেন, ‘‘আমার কিছু বলার নেই ৷ বিষয়টি স্পর্শকাতর । পুরো বিষয়টি বোর্ড দেখছে (BCCI is looking into Virat Kohli issue) ৷’’

Sourav on Kohli Issue
বিরাট বিতর্কে মুখ খুললেন সৌরভ
author img

By

Published : Dec 16, 2021, 4:11 PM IST

Updated : Dec 16, 2021, 5:24 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : বিরাট কোহলি বুধবারের সকালে সাংবাদিক সম্মেলনে যা বলেছেন তা কি সত্যি ? না কি বিরাটের সঙ্গে আলোচনা করেই তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছে বিসিসিআই ? সত্যিটা জানতে দেশের ক্রিকেট অনুরাগীদের মনে কৌতূহল পাহাড়প্রমাণ ৷ তারমধ্যেই এই বিতর্কে মুখ খুললেন সৌরভ ৷ জানিয়ে দিলেন, ‘‘আমার কিছু বলার নেই ৷ বিষয়টি স্পর্শকাতর । পুরো বিষয়টি বোর্ড দেখছে ৷’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ খেলতে চান না ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ৷ বিসিসিআই-কে এমনই নাকি জানিয়েছিলেন বিরাট ৷ গতকাল সাংবাদিক সম্মেলনে এই নিয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন ভারতের টেস্ট ক্যাপ্টেন ৷ জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে খেলবেন তিনি (Virat Kohli to play South Africa ODI Series) ৷ একইসঙ্গে দিনকয়েক আগে করা বোর্ড প্রেসিডেন্টের বার্তাকেই কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি ৷ প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘‘আমাকে টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে প্রধান নির্বাচক জানান, আমাকে একদিনের ম্যাচে আর অধিনায়ক রাখা হচ্ছে না ৷ আর বোর্ডের তরফ থেকে আমাকে টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন থাকার জন্যও অনুরোধ করা হয়নি ৷’’

দিনকয়েক আগে সংবাদ সংস্থাকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রোহিতের হাতে একদিনের ক্রিকেটের ব্যাটন তুলে দেওয়া বোর্ডের সদস্য এবং নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত ৷ এর আগে কোহলিকে বোর্ডের পক্ষ থেকে টি-টোয়েন্টি ক্রিকেটের ক্যাপ্টেন থাকার জন্য অনুরোধ করা হয়েছিল ৷ বিরাট তাতে রাজি হয়নি ৷ বোর্ডের কর্তারা সাদা বলের ক্রিকেটে দু'জন আলাদা অধিনায়ক রাখার পক্ষপাতী ছিলেন না ৷ এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, টেস্টে ক্যাপ্টেন থাকবেন বিরাটই ৷ সীমিত ওভারের ক্রিকেটে নেতা হবেন রোহিত ৷ আমি ব্যক্তিগতভাবে কোহলির সঙ্গে এই বিষয়ে কথা বলেছি ৷ নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন ৷’’

আরও পড়ুন : বিরাট বার্তা, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে খেলছেন কোহলি

ঠিক এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য় টেস্ট স্কোয়াড ঘোষণার সঙ্গে রাতারাতি ওডিআই-তে বিরাট কোহলিকে সরিয়ে নয়া অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করেছিল বিসিসিআই ৷ বিসিসিআই'য়ের তরফে দিনদু'য়েকের মধ্যে জানানো হয়, বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগের দিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি পত্রপাঠ খারিজ করে বিরাট জানিয়েছেন সম্পূর্ণ ভিন্ন কথা (Virat Kohli denies Sourav Ganguly's words on ODI captaincy) ৷ যা নিয়ে এখন উত্তাল দেশের ক্রীড়াদুনিয়া ৷ এসবের মধ্যেই আজ দক্ষিণ আফ্রিকার পথে রওনা দিয়েছে ভারতীয় দল ৷

আরও পড়ুন : সৌরভকেই 'বিরাট' মন্তব্যের ব্যাখ্যা দিতে বললেন গাভাসকর

ইতিমধ্যেই 'বিরাট' মন্তব্যে আসরে নেমে সুনীল গাভাসকর জানিয়েছেন, এর ব্যাখ্যা সবচেয়ে ভাল দিতে পারবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাই এ বিষয়ে তাঁর কাছেই জানতে চাওয়া হোক ৷ অন্যদিকে কপিলদেব একহাত নিয়েছেন বিরাটকেই । বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, এইভাবে মুখ খোলা বিরাটের উচিত হয়নি । কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাদা ছোড়াছুড়ি না করতে বলেছেন । বোর্ডের মঞ্চে ভারত অধিনায়ক বোর্ডকে তোপ দাগছেন, এই নজির খুব বেশি না হলেও এর সঙ্গে পরিচিত ভারতীয় ক্রিকেটমহল ৷ ভেঙ্কটরাঘবনের নেতৃত্ব যাওয়ার ঘটনা বিমানের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে দেওয়া হয়েছিল । একই ঘটনা ঘটেছিল শ্রীকান্তের সময়ও । ইতিহাস বলছে, বোর্ড এই সমস্ত ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়ে থাকে । বোর্ড কর্তারা হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন, কোহলির মন্তব্যেও তাঁরা বিশেষ খুশি নন ৷ সেক্ষেত্রে কোহলির উপরও কোপ পড়বে কি না, তাই এখন কোটি টাকার প্রশ্ন দেশের ক্রীড়াদুনিয়ায় ৷

কলকাতা, 16 ডিসেম্বর : বিরাট কোহলি বুধবারের সকালে সাংবাদিক সম্মেলনে যা বলেছেন তা কি সত্যি ? না কি বিরাটের সঙ্গে আলোচনা করেই তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছে বিসিসিআই ? সত্যিটা জানতে দেশের ক্রিকেট অনুরাগীদের মনে কৌতূহল পাহাড়প্রমাণ ৷ তারমধ্যেই এই বিতর্কে মুখ খুললেন সৌরভ ৷ জানিয়ে দিলেন, ‘‘আমার কিছু বলার নেই ৷ বিষয়টি স্পর্শকাতর । পুরো বিষয়টি বোর্ড দেখছে ৷’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ খেলতে চান না ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ৷ বিসিসিআই-কে এমনই নাকি জানিয়েছিলেন বিরাট ৷ গতকাল সাংবাদিক সম্মেলনে এই নিয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন ভারতের টেস্ট ক্যাপ্টেন ৷ জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে খেলবেন তিনি (Virat Kohli to play South Africa ODI Series) ৷ একইসঙ্গে দিনকয়েক আগে করা বোর্ড প্রেসিডেন্টের বার্তাকেই কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি ৷ প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘‘আমাকে টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে প্রধান নির্বাচক জানান, আমাকে একদিনের ম্যাচে আর অধিনায়ক রাখা হচ্ছে না ৷ আর বোর্ডের তরফ থেকে আমাকে টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন থাকার জন্যও অনুরোধ করা হয়নি ৷’’

দিনকয়েক আগে সংবাদ সংস্থাকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রোহিতের হাতে একদিনের ক্রিকেটের ব্যাটন তুলে দেওয়া বোর্ডের সদস্য এবং নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত ৷ এর আগে কোহলিকে বোর্ডের পক্ষ থেকে টি-টোয়েন্টি ক্রিকেটের ক্যাপ্টেন থাকার জন্য অনুরোধ করা হয়েছিল ৷ বিরাট তাতে রাজি হয়নি ৷ বোর্ডের কর্তারা সাদা বলের ক্রিকেটে দু'জন আলাদা অধিনায়ক রাখার পক্ষপাতী ছিলেন না ৷ এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, টেস্টে ক্যাপ্টেন থাকবেন বিরাটই ৷ সীমিত ওভারের ক্রিকেটে নেতা হবেন রোহিত ৷ আমি ব্যক্তিগতভাবে কোহলির সঙ্গে এই বিষয়ে কথা বলেছি ৷ নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন ৷’’

আরও পড়ুন : বিরাট বার্তা, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে খেলছেন কোহলি

ঠিক এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য় টেস্ট স্কোয়াড ঘোষণার সঙ্গে রাতারাতি ওডিআই-তে বিরাট কোহলিকে সরিয়ে নয়া অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করেছিল বিসিসিআই ৷ বিসিসিআই'য়ের তরফে দিনদু'য়েকের মধ্যে জানানো হয়, বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগের দিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি পত্রপাঠ খারিজ করে বিরাট জানিয়েছেন সম্পূর্ণ ভিন্ন কথা (Virat Kohli denies Sourav Ganguly's words on ODI captaincy) ৷ যা নিয়ে এখন উত্তাল দেশের ক্রীড়াদুনিয়া ৷ এসবের মধ্যেই আজ দক্ষিণ আফ্রিকার পথে রওনা দিয়েছে ভারতীয় দল ৷

আরও পড়ুন : সৌরভকেই 'বিরাট' মন্তব্যের ব্যাখ্যা দিতে বললেন গাভাসকর

ইতিমধ্যেই 'বিরাট' মন্তব্যে আসরে নেমে সুনীল গাভাসকর জানিয়েছেন, এর ব্যাখ্যা সবচেয়ে ভাল দিতে পারবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাই এ বিষয়ে তাঁর কাছেই জানতে চাওয়া হোক ৷ অন্যদিকে কপিলদেব একহাত নিয়েছেন বিরাটকেই । বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, এইভাবে মুখ খোলা বিরাটের উচিত হয়নি । কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাদা ছোড়াছুড়ি না করতে বলেছেন । বোর্ডের মঞ্চে ভারত অধিনায়ক বোর্ডকে তোপ দাগছেন, এই নজির খুব বেশি না হলেও এর সঙ্গে পরিচিত ভারতীয় ক্রিকেটমহল ৷ ভেঙ্কটরাঘবনের নেতৃত্ব যাওয়ার ঘটনা বিমানের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে দেওয়া হয়েছিল । একই ঘটনা ঘটেছিল শ্রীকান্তের সময়ও । ইতিহাস বলছে, বোর্ড এই সমস্ত ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়ে থাকে । বোর্ড কর্তারা হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন, কোহলির মন্তব্যেও তাঁরা বিশেষ খুশি নন ৷ সেক্ষেত্রে কোহলির উপরও কোপ পড়বে কি না, তাই এখন কোটি টাকার প্রশ্ন দেশের ক্রীড়াদুনিয়ায় ৷

Last Updated : Dec 16, 2021, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.