ETV Bharat / sports

SC approves BCCI appeal: শীর্ষ আদালতের রায়ে 2025 পর্যন্ত বোর্ডের শীর্ষ পদে সৌরভ - Sourav can stay in posts till 2025

'কুলিং অফ পিরিয়ড'-এর শিথিলতা চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের মেয়াদ বাড়ানোর সেই আবেদন গ্রহণ করল শীর্ষ আদালত ৷ বিসিসিআই'য়ের আবেদনে মান্যতা দিয়ে 2025 পর্যন্ত সৌরভ-শাহদের থাকার অনুমোদন দিল সুপ্রিম কোর্ট (Sourav can stay in posts till 2025 as SC approves BCCI appeal) ৷

Etv Bharat
শীর্ষ আদালতের রায়ে 2025 পর্যন্ত বোর্ডের শীর্ষ পদে সৌরভ
author img

By

Published : Sep 14, 2022, 4:41 PM IST

Updated : Sep 14, 2022, 6:10 PM IST

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: লোধা কমিশনের (Lodha Committee) সুপারিশকে লঘু করে সুপ্রিম কোর্টের কাছে ভারতীয় ক্রিকেটের সংবিধানে সংস্কারের আবেদন করেছিল বিসিসিআই (BCCI) ৷ 'কুলিং অফ পিরিয়ড'-এর নিরসণ চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), জয় শাহদের (Jay Shah) মেয়াদ বাড়ানোর সেই আবেদন গ্রহণ করল শীর্ষ আদালত ৷ বিসিসিআই'য়ের আবেদনে মান্যতা দিয়ে 2025 সাল পর্যন্ত সৌরভ-শাহদের পদ সামলানোর অনুমোদন দিল সুপ্রিম কোর্ট (Sourav can stay in posts till 2025 as SC approves BCCI appeal) ৷

মঙ্গলবারই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) এবং হিমা কোহলির (Hima Kohli) ডিভিশন বেঞ্চ বিসিসিআই'য়ের আবেদন শুনেছিল ৷ উল্লেখ্য, যে তিন বিচারপতির বেঞ্চ অতীতে লোধা কমিশনের সুপারিশকে মান্যতা দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ আর লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে (তা সে রাজ্য় সংস্থা হোক বা বিসিসিআই) কেউ তিনবছরের মেয়াদ পূর্ণ করলে তাঁর তিন বছর 'কুলিং অফ পিরিয়ড'-এ থাকা বাধ্যতামূলক ছিল ৷ আর সেই সুপারিশে মান্যতা দিলে 'প্রিন্স অফ ক্যালকাটা'-র বিসিসিআইয়ের শীর্ষ পদে থাকার মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে ৷

তাই এই 'কুলিং অফ পিরিয়ড' নিয়মে রদ চেয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বোর্ড ৷ ডিওয়াই চন্দ্রচূড় এবং হিমা কোহলির বেঞ্চ কুলিং অফ পিরিয়ডের নিয়ম পুরোপুরি রদ না-করলেও শিথিলতা আনল ৷ বোর্ডের আবেদন মেনে শীর্ষ আদালত যে রায় দিয়েছে, তাতে বাধ্যতামূলক কুলিং অফে যাওয়ার আগে কোনও ব্যক্তি রাজ্য সংস্থা এবং বিসিসিআই'য়ের পদে 12 বছর (6+6) থাকতে পারবেন ৷ অর্থাৎ, আরও তিন বছর (2025) বিসিসিআই সভাপতির চেয়ারে থাকতে পারবেন সৌরভ, একইভাবে সচিবের পদ সামলাতে পারবেন জয় শাহ ৷

আরও পড়ুন: সৌরভদের পদের মেয়াদ বৃদ্ধি, বিসিসিআইয়ের আবেদন শুনবে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ

সবমিলিয়ে ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে টানা দু'টি দায়িত্ব সামলানোর আগে বাধ্যতামূলক 'কুলিং অফ পিরিয়ড'-এর যে সুপারিশ লোধা কমিশন করেছিল, তাতে বদল এল আজ থেকে ৷ এখন থেকে কোন ব্যক্তি কোনও ব্যক্তি কুলিং অফে যাওয়ার আগে টানা দু'টি দায়িত্ব (6+6) দায়িত্ব সামলাতে পারবেন ৷ বোর্ডের তরফে সংবিধান সংশোধনীর প্রস্তাব অনুমোদন করে শীর্ষ আদালত এদিন বলে, "আমরা বিবেচনা করে দেখলাম সংবিধানের সংশোধনী মূল উদ্দেশ্যকে কোনওভাবেই প্রভাবিত করবে না ৷ তাই আমরা প্রস্তাবিত সংশোধনী গ্রহণ করছি ৷"

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: লোধা কমিশনের (Lodha Committee) সুপারিশকে লঘু করে সুপ্রিম কোর্টের কাছে ভারতীয় ক্রিকেটের সংবিধানে সংস্কারের আবেদন করেছিল বিসিসিআই (BCCI) ৷ 'কুলিং অফ পিরিয়ড'-এর নিরসণ চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), জয় শাহদের (Jay Shah) মেয়াদ বাড়ানোর সেই আবেদন গ্রহণ করল শীর্ষ আদালত ৷ বিসিসিআই'য়ের আবেদনে মান্যতা দিয়ে 2025 সাল পর্যন্ত সৌরভ-শাহদের পদ সামলানোর অনুমোদন দিল সুপ্রিম কোর্ট (Sourav can stay in posts till 2025 as SC approves BCCI appeal) ৷

মঙ্গলবারই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) এবং হিমা কোহলির (Hima Kohli) ডিভিশন বেঞ্চ বিসিসিআই'য়ের আবেদন শুনেছিল ৷ উল্লেখ্য, যে তিন বিচারপতির বেঞ্চ অতীতে লোধা কমিশনের সুপারিশকে মান্যতা দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ আর লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে (তা সে রাজ্য় সংস্থা হোক বা বিসিসিআই) কেউ তিনবছরের মেয়াদ পূর্ণ করলে তাঁর তিন বছর 'কুলিং অফ পিরিয়ড'-এ থাকা বাধ্যতামূলক ছিল ৷ আর সেই সুপারিশে মান্যতা দিলে 'প্রিন্স অফ ক্যালকাটা'-র বিসিসিআইয়ের শীর্ষ পদে থাকার মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে ৷

তাই এই 'কুলিং অফ পিরিয়ড' নিয়মে রদ চেয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বোর্ড ৷ ডিওয়াই চন্দ্রচূড় এবং হিমা কোহলির বেঞ্চ কুলিং অফ পিরিয়ডের নিয়ম পুরোপুরি রদ না-করলেও শিথিলতা আনল ৷ বোর্ডের আবেদন মেনে শীর্ষ আদালত যে রায় দিয়েছে, তাতে বাধ্যতামূলক কুলিং অফে যাওয়ার আগে কোনও ব্যক্তি রাজ্য সংস্থা এবং বিসিসিআই'য়ের পদে 12 বছর (6+6) থাকতে পারবেন ৷ অর্থাৎ, আরও তিন বছর (2025) বিসিসিআই সভাপতির চেয়ারে থাকতে পারবেন সৌরভ, একইভাবে সচিবের পদ সামলাতে পারবেন জয় শাহ ৷

আরও পড়ুন: সৌরভদের পদের মেয়াদ বৃদ্ধি, বিসিসিআইয়ের আবেদন শুনবে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ

সবমিলিয়ে ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে টানা দু'টি দায়িত্ব সামলানোর আগে বাধ্যতামূলক 'কুলিং অফ পিরিয়ড'-এর যে সুপারিশ লোধা কমিশন করেছিল, তাতে বদল এল আজ থেকে ৷ এখন থেকে কোন ব্যক্তি কোনও ব্যক্তি কুলিং অফে যাওয়ার আগে টানা দু'টি দায়িত্ব (6+6) দায়িত্ব সামলাতে পারবেন ৷ বোর্ডের তরফে সংবিধান সংশোধনীর প্রস্তাব অনুমোদন করে শীর্ষ আদালত এদিন বলে, "আমরা বিবেচনা করে দেখলাম সংবিধানের সংশোধনী মূল উদ্দেশ্যকে কোনওভাবেই প্রভাবিত করবে না ৷ তাই আমরা প্রস্তাবিত সংশোধনী গ্রহণ করছি ৷"

Last Updated : Sep 14, 2022, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.