ETV Bharat / sports

BCCI AGM 2022: পাঁচ হেভিওয়েট বাবার পাঁচ পুত্র এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনে ! - Adwait Manohar

বিসিসিআই (BCCI AGM 2022) ক্রিকেট প্রশাসনে এ বার হেভিওয়েট বাবাদের ছেলেরা ৷ এমনটাই খবর বিসিসিআই সূত্রে ৷ শোনা যাচ্ছে, শশাঙ্ক মনোহর, অরুণ জেটলি, অশোক গেহলত, নীরঞ্জন শাহদের ছেলেরা এবার ভারতীয় ক্রিকেট বোর্ডে রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিত্ব করবেন (Sons of Five Heavyweights are in BCCI Administration) ৷ লিখেছেন ইটিভি ভারতের সঞ্জীব গুহ ৷

sons-of-five-heavyweights-are-in-bcci-administration
sons-of-five-heavyweights-are-in-bcci-administration
author img

By

Published : Oct 7, 2022, 7:56 PM IST

Updated : Oct 7, 2022, 8:19 PM IST

কলকাতা, 7 অক্টোবর: 18 অক্টোবর বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় (BCCI AGM 2022) নয়া প্রশাসনিক বোর্ড গঠন হতে চলেছে ৷ যেখানে নির্বাচনে অংশ নেবে সব ক’টি রাজ্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ৷ এই নির্বাচনে যেমন অংশ নেবেন বোর্ডের অনেক পুরনো সদস্যরা ৷ তেমনি জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট প্রশাসন এবং রাজনীতিতে পরিচিত পাঁচ মুখের ছেলেরা এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনে প্রবেশের চেষ্টায় রয়েছেন ৷ তাঁরা রাজ্য অ্যাসোসিয়েশনগুলির তরফে বিসিসিআই এর নির্বাচনে অংশ নেবেন (Sons of Five Heavyweights are in BCCI Administration) ৷

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের ছেলে বৈভব গেহলত (Vaibhav Gehlot) বিসিসিআই এজিএম-এ থাকবেন এবং নির্বাচনী প্রক্রিয়াতেও রাজস্থানের প্রতিনিধি হিসাবে অংশ নেবেন ৷ এমনকি বিসিসিআই এর প্রাক্তনকর্তা নীরঞ্জন শাহ’র ছেলে জয়দেব শাহ (Jaydev Shah) সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে বোর্ডের এজিএম ও নির্বাচনে অংশ নিচ্ছেন ৷ অন্যদিকে, প্রাক্তন বিসিসিআই সভাপতি ও আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের ছেলে অদ্বৈত মনোহর (Adwait Manohar) বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করবেন ৷ অন্যদিকে, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান চিরায়ু আমিনের ছেলে প্রণব আমিনকে (Pranav Amin) বিসিসিআই-তে তাদের প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছে ৷

আর এই তালিকায় যে নামটি সবচেয়ে বড় তিনি হলেন, রোহন জেটলি ৷ প্রয়াত অর্থমন্ত্রী তথা বিসিসিআই এর একসময়ের নীতি নির্ধারক অরুণ জেটলির ছেলে দিল্লি ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবে বোর্ডে যাচ্ছেন ৷ তবে, ভারতীয় ক্রিকেট প্রশাসনের আরেক প্রয়াত কিংবদন্তি জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়ার নামও শোনা যাচ্ছিল বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ৷ কিন্তু, সূত্রের খবর বিসিসিআই-তে সিএবি’র প্রতিনিধিত্ব করবেন বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ফলে এই মুহূর্তে অভিষেককে আর 3 বছর বিসিসিআই-তে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ৷

আরও পড়ুন: ব্যাটিং ধসে মুখ থুবড়ে পড়ল 'উইমেন ইন ব্লু', পাকিস্তানের কাছে হার হরমনপ্রীতদের

অন্যদিকে, কর্নাটক ক্রিকেট অ্যাসিসোয়েশন তার সচিব সন্তোষ মেননকে এবার বোর্ডে পাঠাচ্ছে না ৷ বদলে বোর্ডে কর্নাটকের প্রতিনিধিত্ব করবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি ৷ বিসিসিআই এর সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ আর অন্যদিকে, জয় শাহ গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন, অনিরুদ্ধ চৌধুরি হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অরুণ সিং ধুমল হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে বিসিসিআই-তে প্রতিনিধিত্ব করবেন ৷

কলকাতা, 7 অক্টোবর: 18 অক্টোবর বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় (BCCI AGM 2022) নয়া প্রশাসনিক বোর্ড গঠন হতে চলেছে ৷ যেখানে নির্বাচনে অংশ নেবে সব ক’টি রাজ্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ৷ এই নির্বাচনে যেমন অংশ নেবেন বোর্ডের অনেক পুরনো সদস্যরা ৷ তেমনি জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট প্রশাসন এবং রাজনীতিতে পরিচিত পাঁচ মুখের ছেলেরা এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনে প্রবেশের চেষ্টায় রয়েছেন ৷ তাঁরা রাজ্য অ্যাসোসিয়েশনগুলির তরফে বিসিসিআই এর নির্বাচনে অংশ নেবেন (Sons of Five Heavyweights are in BCCI Administration) ৷

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের ছেলে বৈভব গেহলত (Vaibhav Gehlot) বিসিসিআই এজিএম-এ থাকবেন এবং নির্বাচনী প্রক্রিয়াতেও রাজস্থানের প্রতিনিধি হিসাবে অংশ নেবেন ৷ এমনকি বিসিসিআই এর প্রাক্তনকর্তা নীরঞ্জন শাহ’র ছেলে জয়দেব শাহ (Jaydev Shah) সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে বোর্ডের এজিএম ও নির্বাচনে অংশ নিচ্ছেন ৷ অন্যদিকে, প্রাক্তন বিসিসিআই সভাপতি ও আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের ছেলে অদ্বৈত মনোহর (Adwait Manohar) বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করবেন ৷ অন্যদিকে, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান চিরায়ু আমিনের ছেলে প্রণব আমিনকে (Pranav Amin) বিসিসিআই-তে তাদের প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছে ৷

আর এই তালিকায় যে নামটি সবচেয়ে বড় তিনি হলেন, রোহন জেটলি ৷ প্রয়াত অর্থমন্ত্রী তথা বিসিসিআই এর একসময়ের নীতি নির্ধারক অরুণ জেটলির ছেলে দিল্লি ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবে বোর্ডে যাচ্ছেন ৷ তবে, ভারতীয় ক্রিকেট প্রশাসনের আরেক প্রয়াত কিংবদন্তি জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়ার নামও শোনা যাচ্ছিল বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ৷ কিন্তু, সূত্রের খবর বিসিসিআই-তে সিএবি’র প্রতিনিধিত্ব করবেন বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ফলে এই মুহূর্তে অভিষেককে আর 3 বছর বিসিসিআই-তে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ৷

আরও পড়ুন: ব্যাটিং ধসে মুখ থুবড়ে পড়ল 'উইমেন ইন ব্লু', পাকিস্তানের কাছে হার হরমনপ্রীতদের

অন্যদিকে, কর্নাটক ক্রিকেট অ্যাসিসোয়েশন তার সচিব সন্তোষ মেননকে এবার বোর্ডে পাঠাচ্ছে না ৷ বদলে বোর্ডে কর্নাটকের প্রতিনিধিত্ব করবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি ৷ বিসিসিআই এর সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ আর অন্যদিকে, জয় শাহ গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন, অনিরুদ্ধ চৌধুরি হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অরুণ সিং ধুমল হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে বিসিসিআই-তে প্রতিনিধিত্ব করবেন ৷

Last Updated : Oct 7, 2022, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.