ETV Bharat / sports

Snehasish Ganguly: দায়িত্ব নিয়েই ঋদ্ধিকে বাংলায় ফেরানোর ডাক স্নেহাশিসের

প্রথমবার সিএবি-র সদর দফতর ছেড়ে বেরিয়ে বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল কোনও পাঁচতারা হোটেলে। বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়ার স্থলাভিষিক্ত হলেন স্নেহাশিস (Snehasish Ganguly replaces Avishek Dalmiya as CAB president)। বাংলার প্রাক্তন ক্রিকেটার সচিব পদ থেকে বসলেন শীর্ষ পদে ৷

Snehasish Ganguly
দায়িত্ব নিয়েই ঋদ্ধিকে বাংলায় ফেরানোর ডাক স্নেহাশিসের
author img

By

Published : Oct 31, 2022, 10:59 PM IST

কলকাতা, 31 অক্টোবর: চেয়ারে বসেই ঋদ্ধিমান সাহা এবং সুদীপ চট্টোপাধ্যায়কে বাংলায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা শুরু করলেন সিএবি-র নয়া সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly to appeal Wriddhiman Saha to play for Bengal again)। প্রথমবার সিএবি-র সদর দফতর ছেড়ে বেরিয়ে বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল কোনও পাঁচতারা হোটেলে। বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়ার স্থলাভিষিক্ত হলেন স্নেহাশিস (Snehasish Ganguly replaces Avishek Dalmiya as CAB president)। বাংলার প্রাক্তন ক্রিকেটার সচিব পদ থেকে বসলেন শীর্ষ পদে ৷ তার ছেড়ে যাওয়া জুতোয়, অর্থ্যাৎ সচিব পদে বসলেন নরেশ ওঝা। যুগ্ম সচিবের পদে রয়ে গেলেন দেবব্রত দাস।

যদিও এদিন মধ্যমনি স্নেহাশিসের দিকেই ছিল যাবতীয় নজর ৷ আর সভাপতির চেয়ারে বসেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা জানালেন, ঋদ্ধিমান সাহাকে বাংলায় ফিরিয়ে নিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হবেন তিনি। এর আগে ভারতীয় দল থেকে অনায্যভাবে ঋদ্ধিমানকে বাদ দেওয়া হয়েছিল যখন, তখন তিনি প্রতিবাদ করেছিলেন বলে স্নেহাশিস মনে করিয়ে দেন। আটত্রিশ বছর বয়সেও ঈর্ষনীয় ফিট ঋদ্ধিমানকে বাংলার সম্পদ বলেই মনে করেন নয়া সিএবি সভাপতি ৷ দীনেশ কার্তিক এখনও জাতীয় দলে সুযোগ পাওয়া সম্ভব হলে ঋদ্ধিমান কেন পারবেন না, সেই প্রশ্ন তোলেন স্নেহাশিস

প্রত্যাবর্তনের জন্য বাংলার হয়ে খেলার অনুরোধ করার পরও ঋদ্ধির বাংলা ছেড়েছেন ৷ তাই মসনদে বসেই ঋদ্ধিমানকে ফিরিয়ে নিয়ে আনার বার্তা দিলেন। নয়া সিএবি সভাপতি বলেন, "চল্লিশটা টেস্ট ম্যাচ খেলেছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় পঙ্কজ রায়ের পরেই সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটার ঋদ্ধিমান। ও আমাদের সম্পদ। বাংলার প্রতি ওর দায়বদ্ধতার প্রমাণ আগেও রয়েছে। জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করতে হবে এবং তার সেরা মঞ্চ বাংলা দল। বর্তমানে ত্রিপুরার হয়ে খেলছে ও। ওই রাজ্যের প্রতি দায়বদ্ধতা আছে ওর। আমি নতুন মরশুমে ওকে ফিরে আসার অনুরোধ করব। তবে তা রাখার বিষয়টি ওর ব্যাপার ৷"

আরও পড়ুন: ফাইনাল খেলবে রোহিতের ভারত, আশাবাদী সৌরভ

একইভাবে সুদীপ চট্টোপাধ্যায়ের (Sudip Chatterjee) প্রত্যাবর্তনের পক্ষেও সওয়াল করেছেন স্নেহাশিস ৷ বাংলা ছাড়ার আগে সুদীপ পরিবর্তন চান বলে তদানীন্তন সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন। সেই কথা মনে করিয়ে স্নেহাশিস জানান, সুদীপের জন্যও বাংলার দরজা খোলা সবসময় ৷ বর্তমানে জাতীয় দলে মহম্মদ শামি ছাড়াও শাহবাজ আহমেদ মুকেশ কুমাররা প্রতিনিধিত্ব করছেন। ভবিষ্যতে আরও একাধিক অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন স্নেহাশিস।

কলকাতা, 31 অক্টোবর: চেয়ারে বসেই ঋদ্ধিমান সাহা এবং সুদীপ চট্টোপাধ্যায়কে বাংলায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা শুরু করলেন সিএবি-র নয়া সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly to appeal Wriddhiman Saha to play for Bengal again)। প্রথমবার সিএবি-র সদর দফতর ছেড়ে বেরিয়ে বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল কোনও পাঁচতারা হোটেলে। বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়ার স্থলাভিষিক্ত হলেন স্নেহাশিস (Snehasish Ganguly replaces Avishek Dalmiya as CAB president)। বাংলার প্রাক্তন ক্রিকেটার সচিব পদ থেকে বসলেন শীর্ষ পদে ৷ তার ছেড়ে যাওয়া জুতোয়, অর্থ্যাৎ সচিব পদে বসলেন নরেশ ওঝা। যুগ্ম সচিবের পদে রয়ে গেলেন দেবব্রত দাস।

যদিও এদিন মধ্যমনি স্নেহাশিসের দিকেই ছিল যাবতীয় নজর ৷ আর সভাপতির চেয়ারে বসেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা জানালেন, ঋদ্ধিমান সাহাকে বাংলায় ফিরিয়ে নিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হবেন তিনি। এর আগে ভারতীয় দল থেকে অনায্যভাবে ঋদ্ধিমানকে বাদ দেওয়া হয়েছিল যখন, তখন তিনি প্রতিবাদ করেছিলেন বলে স্নেহাশিস মনে করিয়ে দেন। আটত্রিশ বছর বয়সেও ঈর্ষনীয় ফিট ঋদ্ধিমানকে বাংলার সম্পদ বলেই মনে করেন নয়া সিএবি সভাপতি ৷ দীনেশ কার্তিক এখনও জাতীয় দলে সুযোগ পাওয়া সম্ভব হলে ঋদ্ধিমান কেন পারবেন না, সেই প্রশ্ন তোলেন স্নেহাশিস

প্রত্যাবর্তনের জন্য বাংলার হয়ে খেলার অনুরোধ করার পরও ঋদ্ধির বাংলা ছেড়েছেন ৷ তাই মসনদে বসেই ঋদ্ধিমানকে ফিরিয়ে নিয়ে আনার বার্তা দিলেন। নয়া সিএবি সভাপতি বলেন, "চল্লিশটা টেস্ট ম্যাচ খেলেছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় পঙ্কজ রায়ের পরেই সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটার ঋদ্ধিমান। ও আমাদের সম্পদ। বাংলার প্রতি ওর দায়বদ্ধতার প্রমাণ আগেও রয়েছে। জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করতে হবে এবং তার সেরা মঞ্চ বাংলা দল। বর্তমানে ত্রিপুরার হয়ে খেলছে ও। ওই রাজ্যের প্রতি দায়বদ্ধতা আছে ওর। আমি নতুন মরশুমে ওকে ফিরে আসার অনুরোধ করব। তবে তা রাখার বিষয়টি ওর ব্যাপার ৷"

আরও পড়ুন: ফাইনাল খেলবে রোহিতের ভারত, আশাবাদী সৌরভ

একইভাবে সুদীপ চট্টোপাধ্যায়ের (Sudip Chatterjee) প্রত্যাবর্তনের পক্ষেও সওয়াল করেছেন স্নেহাশিস ৷ বাংলা ছাড়ার আগে সুদীপ পরিবর্তন চান বলে তদানীন্তন সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন। সেই কথা মনে করিয়ে স্নেহাশিস জানান, সুদীপের জন্যও বাংলার দরজা খোলা সবসময় ৷ বর্তমানে জাতীয় দলে মহম্মদ শামি ছাড়াও শাহবাজ আহমেদ মুকেশ কুমাররা প্রতিনিধিত্ব করছেন। ভবিষ্যতে আরও একাধিক অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন স্নেহাশিস।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.