কলকাতা, 16 সেপ্টেম্বর: বাংলার ক্রিকেটে কি ফের একবার পুরনো প্রশাসকদের জায়গা পোক্ত হতে চলেছে ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket Association of Bengal) অলিন্দে ৷ আর সেখানেই সিএবি’র নয়া সভাপতি (CAB President) হিসাবে নাম উঠে আসছে, বর্তমান যুগ্ম-সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehasish Ganguly) ৷ নাম প্রকাশে অনিচ্ছুক সিএবি’র এক শীর্ষকর্তা জানিয়েছেন, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পরবর্তী সিএবি সভাপতি হওয়া প্রায় পাকা ৷
এ নয় গেল সিএবি’র সভাপতি ৷ এর পর সচিব পদে কে বসবেন ? এমনকি সিএবি’র কোষাধ্যক্ষ কে হবেন ? এমন একাধিক প্রশ্ন বাংলা ক্রিকেট প্রশাসনের ঘুরে বেড়াচ্ছে ৷ যা নিয়ে সিএবি’র ওই শীর্ষকর্তা জানিয়েছেন, সভাপতি পদ নিয়ে কোনও নির্বাচন না-হওয়ার সম্ভাবনাই বেশি ৷ কিন্তু, সচিব এবং কোষাধ্যক্ষ এই দু’টি পদে নির্বাচনের একটা সমূহ সম্ভাবনা রয়েছে ৷ কারণ, শোনা যাচ্ছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিরোধী গোষ্ঠী অর্থাৎ, বিশ্বরূপ দে নিজে নির্বাচনে না দাঁড়ালেও, অন্য কারওকে সচিব ও কোষাধ্যক্ষ পদে দাঁড় করাতে পারেন ৷
প্রসঙ্গত, গত 14 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট (Supreme Court) লোধা কমিটির সুপারিশ মতো তৈরি হওয়া বিসিসিআই (BCCI) এর সংশোধিত সংবিধানের বহু ধারা শিথিল করে দেয় ৷ যার পরে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং জাতীয় স্তরে 6+6 অর্থাৎ, 12 বছর ক্রিকেট প্রশাসনে থাকতে পারবেন ৷ আগে যে সময়সীমা ছিল রাজ্য ও জাতীয় সংস্থায় 3 বছর করে 6 বছর ৷ সেই সময়সীমা এবার বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: অক্টোবরের মাঝামাঝি সিএবি’র এজিএম! আপাতত কুলিং অফে অভিষেক
কিন্তু, সময়সীমা বাড়লেও অভিষেক ডালমিয়াকে সিএবি সভাপতি পদ থেকে সরে যেতে হচ্ছে ৷ আর সেই জায়গায় বসছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ তাও বিনা-প্রতিদ্বন্দ্বিতায়, এমনটাই জানাচ্ছেন সিএবি’র ওই শীর্ষকর্তা ৷ তবে, সচিব ও কোষাধ্যক্ষ পদে জোর টক্কর হওয়া সম্ভাবনা রয়েছে ৷