মুম্বই, 24 ডিসেম্বর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট জয় যেমন একটা ইতিহাস ৷ তেমনি এই ঐতিহাসিক ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে, অলরাউন্ডার স্নেহা রানা নিজেও সেই ইতিহাসের বড় অংশ হয়ে গেলেন ৷ কিন্তু, ঐতিহাসিক টেস্ট জয়ের কৃতিত্ব তিনি দিচ্ছেন অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ৷ কারণ, হরমনপ্রীতের 9 ওভারের স্পেলের কারণেই ভারতীয় মহিলা ক্রিকেট দল শেষদিনে 8 উইকেটের সহজ জয় পেয়েছে বলে মনে করেন স্নেহা ৷
স্নেহ এদিন বলেন, ‘‘আমরা ম্যাচের পরিস্থিতি নিয়ে খুব একটা ভাবিনি ৷ শুধুমাত্র সেই সময় কী করণীয় তা নিয়ে ভেবেছি ৷ সেখানেই হরমনপ্রীতের 2 উইকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷’’ একদিক থেকে দেখলে স্নেহা রানার এই বক্তব্য একেবারেই সঠিক ৷ কারণ, তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো জায়গায় ছিল ৷ সেই সময় তাহলিয়া ম্যাকগ্রা (73) এবং অজি অধিনায়ক অ্যাশলে হিলি (32) দারুণভাবে অস্ট্রেলিয়ার ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময় হরমন প্রথমে হেলিকে এবং তার কয়েক ওভার পর ম্যাকগ্রাকে প্যাভিলিয়নে ফেরান ৷
পরপর দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান গতি কমে যায় ৷ সেখান থেকে উইকেট বাঁচানোর খেলা শুরু করে ক্যাঙারু ব্রিগেড ৷ ফলে একটা সময় তৃতীয় দিনে অস্ট্রেলিয়া যেখানে তিনশোর কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে হচ্ছিল ৷ সেখানে 5 উইকেট হারিয়ে মাত্র 233 রানে দিনের খেলা শেষ করে ৷ এই জয় নিয়ে কোচ অমল মজুমদারের প্রশংসাও করেছেন ডানহাতি স্পিনার ৷ কোচ হিসেবে প্রত্যেক খেলোয়াড়ের থেকে ভালো পারফরম্যান্স বের করে আনার কৃতিত্ব তিনি মুম্বইয়ের প্রাক্তন রঞ্জি প্লেয়ারকে দিয়েছেন ৷
-
𝗔𝗯𝘀𝗼𝗹𝘂𝘁𝗲 𝗦𝗰𝗲𝗻𝗲𝘀! ⚡️ ⚡️
— BCCI Women (@BCCIWomen) December 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Talk about captain leading from the front & in some style! 👏 👏
Relive that wicket from @ImHarmanpreet 🎥 🔽
Follow the Match ▶️ https://t.co/8qTsM8XSpd #TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/aAlHtLoxVF
">𝗔𝗯𝘀𝗼𝗹𝘂𝘁𝗲 𝗦𝗰𝗲𝗻𝗲𝘀! ⚡️ ⚡️
— BCCI Women (@BCCIWomen) December 23, 2023
Talk about captain leading from the front & in some style! 👏 👏
Relive that wicket from @ImHarmanpreet 🎥 🔽
Follow the Match ▶️ https://t.co/8qTsM8XSpd #TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/aAlHtLoxVF𝗔𝗯𝘀𝗼𝗹𝘂𝘁𝗲 𝗦𝗰𝗲𝗻𝗲𝘀! ⚡️ ⚡️
— BCCI Women (@BCCIWomen) December 23, 2023
Talk about captain leading from the front & in some style! 👏 👏
Relive that wicket from @ImHarmanpreet 🎥 🔽
Follow the Match ▶️ https://t.co/8qTsM8XSpd #TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/aAlHtLoxVF
স্নেহ রানা বলেন, ‘‘হরমন আগেও বলেছে, তাঁর (অমল মজুমদার) এই দলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ উনি একজন খুবই অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন এবং তাঁর সেই অভিজ্ঞতা অনুযায়ী, প্রতিটি পরামর্শ আমাদের সাহায্য় করেছে ৷ আমরা শুধু সেই পরামর্শগুলি মেনে চলার চেষ্টা করেছি ৷ আর তার ফল এই দুই টেস্ট ম্যাচে পেয়েছি ৷ আমরা খুবই ভাগ্যবান, যে উনি আমাদের কোচ হয়ে এসেছেন ৷ ভবিষ্য়তেও আমরা ওনার তত্ত্বাবধানে ভালো পারফর্ম করব, এই আশা রাখছি ৷’’
আরও পড়ুন: