দুবাই, 9 নভেম্বর : ... রবির হল সারা ৷ রাহুল শরদ দ্রাবিড়কে দায়িত্ব বুঝিয়ে জাতীয় দলের কোচ হিসেবে চাকরি থেকে অব্য়াহতি নিলেন রবিশঙ্কর জয়দ্রিথ শাস্ত্রী ৷ 2014-2021 সাত বছরে শাস্ত্রীয় জমানায় অভূতুপূর্ব সাফল্য পেয়েছে ভারতীয় ক্রিকেট ৷ কিন্তু একটিমাত্র বিষয়ে হাত খালি রেখেই চাকরি ছাড়লেন প্রাক্তন মুম্বইকর অলরাউন্ডার ৷ সেটা হল আইসিসি ট্রফি ৷ সমালোচকেরা যাওয়ার বেলায় সেই কাঁটাতেই বিঁধছেন শাস্ত্রীকে ৷
কিন্তু প্রথম এশীয় শক্তি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টানা দু'বার টেস্ট সিরিজ জয়, 42 সপ্তাহ টেস্ট ব়্যাংকিংয়ের মসনদে থাকা, উদ্বোধনী টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ ৷ শাস্ত্রীর সাফল্য়ের মুকুটে ছড়ানো একাধিক পালক ৷ কিন্তু শেষবেলাতেও আরও একটি আইসিসি ইভেন্টে ব্যর্থ হতেই সেসব যেন বেমালুম ভুলেছেন সমালোচকেরা ৷
কিন্তু বিভিন্ন সময় দলের ছেলেদের নিজেদের ছাপিয়ে যাওয়ার যে লড়াই, সেটা শাস্ত্রী অক্ষরে-অক্ষরে গেঁথে রেখেছেন হৃদয়ে ৷ শেষ রবিসন্ধ্যায় দলের সাজঘরে ঢুকে সেই কথা স্মরণ করিয়ে দিলেন তিনি ৷ যা দ্রাবিড়-যুগ শুরুর আগে তাতাতে বাধ্য ক্রিকেটারদের ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় সোমবার নামিবিয়া ম্য়াচ শেষে সাজঘরে শাস্ত্রীয় বচনের সেই ভিডিও পোস্ট করে ৷
আরও পড়ুন : নামিবিয়াকে দুরমুশ করে ক্যাপ্টেন কোহলিকে ফেয়ারওয়েল সতীর্থদের
-
Must Watch: A stirring speech to sign off as the #TeamIndia Head Coach 👏 👏
— BCCI (@BCCI) November 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here's a snippet from @RaviShastriOfc's team address in the dressing room, reflecting on the team's journey in the last few years. 👍 👍 #T20WorldCup #INDvNAM
Watch 🎥 🔽https://t.co/x05bg0dLKH pic.twitter.com/IlUIVxg6wp
">Must Watch: A stirring speech to sign off as the #TeamIndia Head Coach 👏 👏
— BCCI (@BCCI) November 9, 2021
Here's a snippet from @RaviShastriOfc's team address in the dressing room, reflecting on the team's journey in the last few years. 👍 👍 #T20WorldCup #INDvNAM
Watch 🎥 🔽https://t.co/x05bg0dLKH pic.twitter.com/IlUIVxg6wpMust Watch: A stirring speech to sign off as the #TeamIndia Head Coach 👏 👏
— BCCI (@BCCI) November 9, 2021
Here's a snippet from @RaviShastriOfc's team address in the dressing room, reflecting on the team's journey in the last few years. 👍 👍 #T20WorldCup #INDvNAM
Watch 🎥 🔽https://t.co/x05bg0dLKH pic.twitter.com/IlUIVxg6wp
যেখানে শাস্ত্রী বলছেন, "দল হিসেবে তোমরা আমার প্রত্য়াশাকে ছাপিয়ে গিয়েছ ৷ শেষ কয়েকটা বছরে বিশ্বের সমস্ত দেশে সমস্ত ফর্ম্যাটে আমরা যে কোনও দলকে হারিয়েছি ৷ যা প্রমাণ করে তোমরা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দল ৷"
উল্লেখ্য, ফেভারিট হিসেবে টুর্নামেন্টে প্রবেশ করেও চলতি টি-20 বিশ্বকাপে প্রত্যাশার চাপ নিতে ব্যর্থ ভারতীয় দল ৷ পাকিস্তান এবং নিউজিল্য়ান্ডের কাছে সুপার 12-র প্রথম দু'ম্য়াচ হেরে কার্যত ছিটকে যায় ভারত ৷ পরে স্কটল্যান্ড, আফগানিস্তান এবং সোমবার নামিবিয়াকে দাপটের সঙ্গে হারালেও সেমিতে প্রবেশ করতে পারেনি 'মেন ইন ব্লু'৷