ETV Bharat / sports

IND vs SL 3rd ODI: গিল-কোহলির জোড়া শতরান, ক্লিন-স্যুইপ এড়াতে শ্রীলঙ্কার সামনে 'বিরাট' টার্গেট - Virat Kohli

তৃতীয় ওডিআই (IND vs SL 3rd ODI)-তে সেঞ্চুরি শুভমান গিলের ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে এটি তাঁর ওয়ান ডে কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ৷ এদিন বিরাট কোহলিও সেঞ্চুরি করেছেন ৷

Shubman Gill Hits Century ETV BHARAT
Shubman Gill Hits Century
author img

By

Published : Jan 15, 2023, 4:37 PM IST

Updated : Jan 15, 2023, 6:04 PM IST

তিরুঅনন্তপুরম, 15 জানুয়ারি: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে জোড়া সেঞ্চুরি ভারতের ৷ শুভমানের পর, এদিন বিরাট কোহলি তাঁর ওয়ান ডে কেরিয়ারের 46 তম সেঞ্চুরি করলেন (Virat Kohli Hits 46th ODI Century) ৷ 85 বলে সেঞ্চুরি করেন রিবাট ৷ তবে, শুধুই সেঞ্চুরি নয় ৷ বহুদিন পর ম্যারাথান ইনিংস খেললেন মর্ডান ডে গ্রেট ৷ 110 বলে অপরাজিত 166 রান করলেন তিনি ৷ অন্যদিকে, ঘরের মাঠে সেঞ্চুরির সংখ্যায় এদিন সচিনকে পিছনে ফেললেন রান মেশিন ৷ ঘরের মাঠে সচিনের 20টি সেঞ্চুরি ৷ আজ বিরাট 21 নম্বর সেঞ্চুরি করলেন ৷

অন্যদিকে, শুভমানের এটি ওয়ান ডে কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ছিল (Shubman Gill Hits Century) ৷ তিরুঅনন্তপুরমে তৃতীয় ওডিআই-তে 97 বলে 116 রান করেছেন শুভমান ৷ ভারত 50 ওভারে 5 উইকেটে 390 রান করেছে ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোহিত এবং শুভমান ৷ রোহিত 49 বলে 42 রানে আউট হলেও, ভারতের ইনিংসে মজবুত ভিত তৈরি করে দিয়ে যান ৷ এর পর শুভমানকে সঙ্গে নিয়ে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ৷ শুভমানের পাশাপাশি, এদিন বিরাটকেও শুরু থেকেই আগ্রাসী দেখায় ৷

গ্রিন ফিল্ড স্টেডিয়ামের চিরাচরিত ধীর গতির উইকেট এই ওডিআই-তে দেখা যায়নি ৷ তাই ভারতীয় ব্যাটারদের রান তুলতে সমস্যা হয়নি ৷ তবে, পিচে অসমতল বাউন্স লক্ষ্য করা গিয়েছে ৷ ফলে অনেক বলই ব্যাটের তলা দিয়ে গলে যেতেও দেখা গিয়েছে ৷ বিরাট-শুভমানের ভাগ্য সুপ্রসন্ন যে, সেগুলি উইকেটে গিয়ে লাগেনি ৷ শুভমান তাঁর সেঞ্চুরি ইনিংসে 14টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারি মারেন ৷

আরও পড়ুন: নেতৃত্বের জন্য মরিয়া বিরাটকে শান্ত করেছিলেন শাস্ত্রী, নিজের লেখা বইয়ে উল্লেখ শ্রীধরের

গুয়াহাটিতে সেঞ্চুরির পর ইডেনে লাহিরু কুমারার বলে বোল্ড হন বিরাট ৷ তবে, এদিন ফের রানে ফিরেছেন বিরাট ৷ শুধু রানে ফিরলেন না, 166 রানের অপরাজিত ইনিংস খেললেন ৷ এদিন বিরাটের 166 রানের ইনিংসে 13টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারি ছিল ৷ শুভমানের সঙ্গে বিরাট দ্বিতীয় উইকেটে 131 রানের পার্টনারশিপ করেন তিনি ৷ পরে শ্রেয়স আইয়ারের সঙ্গে 108 রানের পার্টনারশিপ করেন তিনি ৷ শ্রেয়সকেও এদিন ছন্দে দেখা গিয়েছে ৷ তবে, হাফ সেঞ্চুরি মাঠেই ফেলে আসেন ৷ 32 বলে 38 রান করেছেন শ্রেয়স ৷

তিরুঅনন্তপুরম, 15 জানুয়ারি: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে জোড়া সেঞ্চুরি ভারতের ৷ শুভমানের পর, এদিন বিরাট কোহলি তাঁর ওয়ান ডে কেরিয়ারের 46 তম সেঞ্চুরি করলেন (Virat Kohli Hits 46th ODI Century) ৷ 85 বলে সেঞ্চুরি করেন রিবাট ৷ তবে, শুধুই সেঞ্চুরি নয় ৷ বহুদিন পর ম্যারাথান ইনিংস খেললেন মর্ডান ডে গ্রেট ৷ 110 বলে অপরাজিত 166 রান করলেন তিনি ৷ অন্যদিকে, ঘরের মাঠে সেঞ্চুরির সংখ্যায় এদিন সচিনকে পিছনে ফেললেন রান মেশিন ৷ ঘরের মাঠে সচিনের 20টি সেঞ্চুরি ৷ আজ বিরাট 21 নম্বর সেঞ্চুরি করলেন ৷

অন্যদিকে, শুভমানের এটি ওয়ান ডে কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ছিল (Shubman Gill Hits Century) ৷ তিরুঅনন্তপুরমে তৃতীয় ওডিআই-তে 97 বলে 116 রান করেছেন শুভমান ৷ ভারত 50 ওভারে 5 উইকেটে 390 রান করেছে ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোহিত এবং শুভমান ৷ রোহিত 49 বলে 42 রানে আউট হলেও, ভারতের ইনিংসে মজবুত ভিত তৈরি করে দিয়ে যান ৷ এর পর শুভমানকে সঙ্গে নিয়ে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ৷ শুভমানের পাশাপাশি, এদিন বিরাটকেও শুরু থেকেই আগ্রাসী দেখায় ৷

গ্রিন ফিল্ড স্টেডিয়ামের চিরাচরিত ধীর গতির উইকেট এই ওডিআই-তে দেখা যায়নি ৷ তাই ভারতীয় ব্যাটারদের রান তুলতে সমস্যা হয়নি ৷ তবে, পিচে অসমতল বাউন্স লক্ষ্য করা গিয়েছে ৷ ফলে অনেক বলই ব্যাটের তলা দিয়ে গলে যেতেও দেখা গিয়েছে ৷ বিরাট-শুভমানের ভাগ্য সুপ্রসন্ন যে, সেগুলি উইকেটে গিয়ে লাগেনি ৷ শুভমান তাঁর সেঞ্চুরি ইনিংসে 14টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারি মারেন ৷

আরও পড়ুন: নেতৃত্বের জন্য মরিয়া বিরাটকে শান্ত করেছিলেন শাস্ত্রী, নিজের লেখা বইয়ে উল্লেখ শ্রীধরের

গুয়াহাটিতে সেঞ্চুরির পর ইডেনে লাহিরু কুমারার বলে বোল্ড হন বিরাট ৷ তবে, এদিন ফের রানে ফিরেছেন বিরাট ৷ শুধু রানে ফিরলেন না, 166 রানের অপরাজিত ইনিংস খেললেন ৷ এদিন বিরাটের 166 রানের ইনিংসে 13টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারি ছিল ৷ শুভমানের সঙ্গে বিরাট দ্বিতীয় উইকেটে 131 রানের পার্টনারশিপ করেন তিনি ৷ পরে শ্রেয়স আইয়ারের সঙ্গে 108 রানের পার্টনারশিপ করেন তিনি ৷ শ্রেয়সকেও এদিন ছন্দে দেখা গিয়েছে ৷ তবে, হাফ সেঞ্চুরি মাঠেই ফেলে আসেন ৷ 32 বলে 38 রান করেছেন শ্রেয়স ৷

Last Updated : Jan 15, 2023, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.