ETV Bharat / sports

IND vs NZ Kanpur Test : অভিষেকেই দুরন্ত, শ্রেয়সের সামনে সৌরভকে ছোঁয়ার হাতছানি - শ্রেয়সের সামনে সৌরভকে ছোঁয়ার হাতছানি

অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতিতে কানপুরে আজ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্টে ভারতের (IND vs NZ Kanpur Test) ৷ টস জিতে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করল ভারত ৷ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঘরের মাঠে নিজেদের দাপট কায়েম রাখাই উদ্দেশ্য অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারতের ৷

IND vs NZ Kanpur Test
অভিষেকেই দুরন্ত শ্রেয়স
author img

By

Published : Nov 25, 2021, 4:58 PM IST

Updated : Nov 25, 2021, 5:47 PM IST

কানপুর, 25 নভেম্বর : কানপুর টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনে ভাল শুরু করল ভারত (India vs New Zealand) ৷ প্রথম সেশনের শেষে 1 উইকেট হারিয়ে 82 রান তুলেছিল ভারতীয় ব্যাটাররা ৷ দ্বিতীয় সেশনের শুরুতেই শুভমান গিলের উইকেট হারালেও অভিষেক ম্যাচেই দলকে টানলেন শ্রেয়স আইয়ার ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজা ৷ 4 উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে ভারতের স্কোর 258 রান ৷

গ্রিন পার্ক স্টেডিয়ামে শ্রেয়স আইয়ারের (test debut for shreyas Iyer in kanpur) হাতে টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর ৷ প্রথম টেস্টে খেলছেন না বিরাট কোহলি ৷ দলের দুই স্তম্ভ রোহিত শর্মা ও লোকেশ রাহুলও নেই ৷ গুরুত্বপূর্ণ তিন ব্যাটারের অভাব ঢাকতে শুরু থেকেই বদ্ধপরিকর ছিলেন শ্রেয়স ৷ অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে মাত্র 25 রান দূরে রয়েছেন তিনি ৷ শুক্রবার সৌরভ-সেহওয়াগদের ক্লাবে ঢোকার সুযোগ রয়েছে দিল্লির এই তরুণ তুর্কির সামনে ৷

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : কানপুরে ভারতের জবরদস্ত রেকর্ড, বিশ্ব চ্যাম্পিয়নদের চাপে রাখবে অজিঙ্ক বাহিনী

2017 সালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির পরিবর্তে দলে ডাক পেয়েছিলেন ৷ যদিও মাঠে নামতে পারেননি ৷ চার বছর ফের টেস্ট দলে সুযোগ পেয়েছেন ৷ মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে কাঁধে চোট পেয়েছিলেন ৷ খেলতে পারেননি আইপিএলের প্রথম পর্বেও ৷ অস্ত্রোপচারের পর দলে ফিরলেও নিজের সেরাটা দিতে সমস্যায় পড়ছিলেন ৷ শেষ পর্যন্ত 8 ম্যাচে 175 রান করেন এই মুম্বইকর ৷ ফলে জায়গা হয়নি ভারতের বিশ্বকাপের স্কোয়াডেও ৷ সেখান থেকে হাতে পেলেন বহু আকাঙ্খিত টেস্ট ক্যাপ । শ্রেয়সকে অভিনন্দন জানিয়েছেন দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং ৷ সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট কিংবদন্তি লিখেছেন, কঠোর পরিশ্রমেরই পুরস্কার এই টেস্ট অভিষেক।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের স্ট্যান্ডবাই অধিনায়ক অজিঙ্ক রাহানে (Kanpur Test Frist Day) ৷ ইনিংসের শুরুতেই ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ভারত ৷ ইনিংসের অষ্টম ওভারে নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার কাইল জেমিসনের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন ময়ঙ্ক ৷ তিনি 13 রানে প্যাভিলিয়নে ফিরে যান ৷ 52 রান করে আউট হন আরেক ওপেনার শুভমান গিল ৷ বড় রান করতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটার পূজারা-রাহানেও ৷ 88 বলে 26 করেন পূজারা ৷ 63 বলে 35 রান করেন ক্যাপ্টেন রাহানে ৷ 50 রান করে ক্রিজে রয়েছেন জাদেজাও ৷

আরও পড়ুন : IND vs NZ 1st Test : শ্রেয়সের অভিষেক, কানপুরে টসে জিতে ব্যাটিং ভারতের

তবে, কানপুরের উইকেট নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রথম দিনেই পেসারের গুড লেন্থের বল হাঁটুর নিচে খেলতে হচ্ছে ব্যাটারকে ৷ যা নিয়ে ভিভিএস লক্ষ্মণ, আকাশ চোপড়া, সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা গ্রিন পার্কের পিচের সমালোচনা করেছেন ৷ তবে অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতিতে কানপুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্টে (IND vs NZ Kanpur Test) ভারতের শুরুটা মন্দ হল না ৷

কানপুর, 25 নভেম্বর : কানপুর টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনে ভাল শুরু করল ভারত (India vs New Zealand) ৷ প্রথম সেশনের শেষে 1 উইকেট হারিয়ে 82 রান তুলেছিল ভারতীয় ব্যাটাররা ৷ দ্বিতীয় সেশনের শুরুতেই শুভমান গিলের উইকেট হারালেও অভিষেক ম্যাচেই দলকে টানলেন শ্রেয়স আইয়ার ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজা ৷ 4 উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে ভারতের স্কোর 258 রান ৷

গ্রিন পার্ক স্টেডিয়ামে শ্রেয়স আইয়ারের (test debut for shreyas Iyer in kanpur) হাতে টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর ৷ প্রথম টেস্টে খেলছেন না বিরাট কোহলি ৷ দলের দুই স্তম্ভ রোহিত শর্মা ও লোকেশ রাহুলও নেই ৷ গুরুত্বপূর্ণ তিন ব্যাটারের অভাব ঢাকতে শুরু থেকেই বদ্ধপরিকর ছিলেন শ্রেয়স ৷ অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে মাত্র 25 রান দূরে রয়েছেন তিনি ৷ শুক্রবার সৌরভ-সেহওয়াগদের ক্লাবে ঢোকার সুযোগ রয়েছে দিল্লির এই তরুণ তুর্কির সামনে ৷

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : কানপুরে ভারতের জবরদস্ত রেকর্ড, বিশ্ব চ্যাম্পিয়নদের চাপে রাখবে অজিঙ্ক বাহিনী

2017 সালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির পরিবর্তে দলে ডাক পেয়েছিলেন ৷ যদিও মাঠে নামতে পারেননি ৷ চার বছর ফের টেস্ট দলে সুযোগ পেয়েছেন ৷ মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে কাঁধে চোট পেয়েছিলেন ৷ খেলতে পারেননি আইপিএলের প্রথম পর্বেও ৷ অস্ত্রোপচারের পর দলে ফিরলেও নিজের সেরাটা দিতে সমস্যায় পড়ছিলেন ৷ শেষ পর্যন্ত 8 ম্যাচে 175 রান করেন এই মুম্বইকর ৷ ফলে জায়গা হয়নি ভারতের বিশ্বকাপের স্কোয়াডেও ৷ সেখান থেকে হাতে পেলেন বহু আকাঙ্খিত টেস্ট ক্যাপ । শ্রেয়সকে অভিনন্দন জানিয়েছেন দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং ৷ সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট কিংবদন্তি লিখেছেন, কঠোর পরিশ্রমেরই পুরস্কার এই টেস্ট অভিষেক।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের স্ট্যান্ডবাই অধিনায়ক অজিঙ্ক রাহানে (Kanpur Test Frist Day) ৷ ইনিংসের শুরুতেই ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ভারত ৷ ইনিংসের অষ্টম ওভারে নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার কাইল জেমিসনের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন ময়ঙ্ক ৷ তিনি 13 রানে প্যাভিলিয়নে ফিরে যান ৷ 52 রান করে আউট হন আরেক ওপেনার শুভমান গিল ৷ বড় রান করতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটার পূজারা-রাহানেও ৷ 88 বলে 26 করেন পূজারা ৷ 63 বলে 35 রান করেন ক্যাপ্টেন রাহানে ৷ 50 রান করে ক্রিজে রয়েছেন জাদেজাও ৷

আরও পড়ুন : IND vs NZ 1st Test : শ্রেয়সের অভিষেক, কানপুরে টসে জিতে ব্যাটিং ভারতের

তবে, কানপুরের উইকেট নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রথম দিনেই পেসারের গুড লেন্থের বল হাঁটুর নিচে খেলতে হচ্ছে ব্যাটারকে ৷ যা নিয়ে ভিভিএস লক্ষ্মণ, আকাশ চোপড়া, সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা গ্রিন পার্কের পিচের সমালোচনা করেছেন ৷ তবে অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতিতে কানপুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্টে (IND vs NZ Kanpur Test) ভারতের শুরুটা মন্দ হল না ৷

Last Updated : Nov 25, 2021, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.