ETV Bharat / sports

KKR New Captain : নাইটদের নতুন সেনাপতি শ্রেয়স আইয়ার - IPL 2022

জল্পনায় সিলমোহর ৷ নতুন নেতা হিসেবে শ্রেয়স আইয়ারকেই বেছে নিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট (Shreyas Iyer becomes the new captain of KKR) ৷

KKR New Captain
নাইটদের নতুন সেনাপতি শ্রেয়স আইয়ার
author img

By

Published : Feb 16, 2022, 4:23 PM IST

Updated : Feb 16, 2022, 5:20 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : জল্পনায় সিলমোহর ৷ নতুন নেতা হিসেবে শ্রেয়স আইয়ারকেই বেছে নিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট (Shreyas Iyer becomes the new captain of KKR) ৷ শহরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-20 আজ ৷ ক্রিকেটের নন্দনকাননে বল গড়ানোর কয়েকঘণ্টা আগেই 2022 আইপিএলের জন্য নয়া অধিনায়ক নির্বাচন সেরে ফেলল কলকাতার ফ্র্যাঞ্চাইজি দলটি ৷

গত শনিবার মেগা নিলামে দিল্লি ফ্র্য়াঞ্চাইজির প্রাক্তন অধিনায়ককে ঘরে তুলে নিয়েছিল ভেঙ্কি মাইসোর অ্যান্ড কোম্পানি (KKR Bought Shreyas Iyer on Saturday at mega auction) ৷ তারপর থেকে নাইট অনুরাগীরা ধরেই নিয়েছিলেন শ্রেয়সই হতে চলেছেন কেকেআরের নয়া অধিনায়ক ৷ এদিন সত্যি হল অনুরাগীদের সেই জল্পনা ৷ নাইটদের নতুন সেনাপতি হিসেবে ব্রেন্ডন ম্য়াককালাম, সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যানের জুতোয় পা গলাচ্ছেন শ্রেয়স ৷

নাইটদের অধিনায়ক হয়ে শ্রেয়স বলেন, "কেকেআরের মতো দলের অধিনায়কত্বের সুযোগ পেয়ে অত্যন্ত সম্মানিত আমি ৷ আইপিএল বিভিন্ন দেশ এবং সংস্কৃতিক ক্রিকেটারদের একসূত্রে বাঁধে ৷ একঝাঁক প্রতিভাবানদের নিয়ে তৈরি দলের দায়িত্ব নিতে মুখিয়ে আমি ৷" দলের মালিককে ধন্যবাদ জানিয়ে শ্রেয়স জানান, দলকে লক্ষ্যে পৌঁছে দিতে আমরা সঠিক পথের দিশারী হব বলেই বিশ্বাস আমার ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : কেমন দল গড়লেন আরিয়ান-সুহানারা, নিলাম শেষে একনজরে নাইট স্কোয়াড

শ্রেয়সকে নেতা হিসেবে পেয়ে উচ্ছ্বাস গোপন রাখেননি দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামও ৷ কিউয়ি কোচের কথায়, "ওর মধ্যে আগামিদিনে দেশকে নেতৃত্ব দেওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ৷ তাই শ্রেয়সকে কেকেআরের নেতা হিসেবে পেয়ে আমি উত্তেজিত ৷ আমি ওর অধিনায়কত্ব এবং খেলার ধরনের অনুরাগী ৷ এবার একসঙ্গে কাজ করে কেকেআরকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য আমাদের ৷" উল্লেখ্য, 2020 শ্রেয়সের নেতৃত্বেই ফাইনাল খেলেছিল দিল্লি ক্যাপিটালস ৷

কলকাতা, 16 ফেব্রুয়ারি : জল্পনায় সিলমোহর ৷ নতুন নেতা হিসেবে শ্রেয়স আইয়ারকেই বেছে নিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট (Shreyas Iyer becomes the new captain of KKR) ৷ শহরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-20 আজ ৷ ক্রিকেটের নন্দনকাননে বল গড়ানোর কয়েকঘণ্টা আগেই 2022 আইপিএলের জন্য নয়া অধিনায়ক নির্বাচন সেরে ফেলল কলকাতার ফ্র্যাঞ্চাইজি দলটি ৷

গত শনিবার মেগা নিলামে দিল্লি ফ্র্য়াঞ্চাইজির প্রাক্তন অধিনায়ককে ঘরে তুলে নিয়েছিল ভেঙ্কি মাইসোর অ্যান্ড কোম্পানি (KKR Bought Shreyas Iyer on Saturday at mega auction) ৷ তারপর থেকে নাইট অনুরাগীরা ধরেই নিয়েছিলেন শ্রেয়সই হতে চলেছেন কেকেআরের নয়া অধিনায়ক ৷ এদিন সত্যি হল অনুরাগীদের সেই জল্পনা ৷ নাইটদের নতুন সেনাপতি হিসেবে ব্রেন্ডন ম্য়াককালাম, সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যানের জুতোয় পা গলাচ্ছেন শ্রেয়স ৷

নাইটদের অধিনায়ক হয়ে শ্রেয়স বলেন, "কেকেআরের মতো দলের অধিনায়কত্বের সুযোগ পেয়ে অত্যন্ত সম্মানিত আমি ৷ আইপিএল বিভিন্ন দেশ এবং সংস্কৃতিক ক্রিকেটারদের একসূত্রে বাঁধে ৷ একঝাঁক প্রতিভাবানদের নিয়ে তৈরি দলের দায়িত্ব নিতে মুখিয়ে আমি ৷" দলের মালিককে ধন্যবাদ জানিয়ে শ্রেয়স জানান, দলকে লক্ষ্যে পৌঁছে দিতে আমরা সঠিক পথের দিশারী হব বলেই বিশ্বাস আমার ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : কেমন দল গড়লেন আরিয়ান-সুহানারা, নিলাম শেষে একনজরে নাইট স্কোয়াড

শ্রেয়সকে নেতা হিসেবে পেয়ে উচ্ছ্বাস গোপন রাখেননি দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামও ৷ কিউয়ি কোচের কথায়, "ওর মধ্যে আগামিদিনে দেশকে নেতৃত্ব দেওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ৷ তাই শ্রেয়সকে কেকেআরের নেতা হিসেবে পেয়ে আমি উত্তেজিত ৷ আমি ওর অধিনায়কত্ব এবং খেলার ধরনের অনুরাগী ৷ এবার একসঙ্গে কাজ করে কেকেআরকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য আমাদের ৷" উল্লেখ্য, 2020 শ্রেয়সের নেতৃত্বেই ফাইনাল খেলেছিল দিল্লি ক্যাপিটালস ৷

Last Updated : Feb 16, 2022, 5:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.