ETV Bharat / sports

India ODI Squad for West Indies: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন গব্বরের

ভারতীয় দলে কামব্যাক করলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan Back in ODI Squad for West Indies Series as Captain) ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে অধিনায়ক করা হয়েছে ৷ তবে, এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, রোহিত, বিরাট, বুমরা এবং হার্দিক-সহ একাধিক সিনিয়র ক্রিকেটারকে ৷

shikhar-dhawan-back-in-odi-squad-for-west-indies-series-as-captain
shikhar-dhawan-back-in-odi-squad-for-west-indies-series-as-captain
author img

By

Published : Jul 6, 2022, 6:47 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় একদিনের সিরিজে অধিনায়ক করা হল শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan Back in ODI Squad for West Indies Series as Captain) ৷ 22 জুলাই থেকে ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ৷ এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷

বুধবার বিসিসিআই এর সিনিয়র নির্বাচন কমিটি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য 16 জনের দল ঘোষণা করেছে ৷ সবক’টি ম্যাচই পোর্ট অফ স্পেনে খেলা হবে ৷ এই সফরে রবীন্দ্র জাদেজাকে ভারতীয় দলের সহ-অধিনায়ক করা হয়েছে ৷ এই সিরিজে ভারতের একদিনের দলে বহুদিন পর কামব্যাকের সুযোগ পাচ্ছেন মহম্মদ সিরাজ ৷ অন্যদিকে, 2020 সালে নিউজিল্যান্ড সফরের পর আবারও সীমিত ওভারের দলে সুযোগ পেলেন শুভমান গিল ৷

আরও পড়ুন: ICC Test Rankings: 6 বছর পর টেস্ট ব়্যাঙ্কিংয়ে 'বিরাট' পতন, কেরিয়ারের সেরা 5 নম্বরে পন্থ

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল-

  • শিখর ধাওয়ান (অধিনায়ক)
  • রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক)
  • ঋতুরাজ গায়কোয়াড়
  • শুভমান গিল
  • দীপক হুডা
  • সূর্যকুমার যাদব
  • শ্রেয়স আইয়ার
  • ঈশান কিষাণ
  • সঞ্জু স্যামসন
  • শার্দূল ঠাকুর
  • যুজবেন্দ্র চহাল
  • অক্ষর প্যাটেল
  • আবেশ খান
  • প্রসিদ্ধ কৃষ্ণা
  • মহম্মদ সিরাজ
  • আরশদীপ সিং

নয়াদিল্লি, 6 জুলাই: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় একদিনের সিরিজে অধিনায়ক করা হল শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan Back in ODI Squad for West Indies Series as Captain) ৷ 22 জুলাই থেকে ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ৷ এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷

বুধবার বিসিসিআই এর সিনিয়র নির্বাচন কমিটি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য 16 জনের দল ঘোষণা করেছে ৷ সবক’টি ম্যাচই পোর্ট অফ স্পেনে খেলা হবে ৷ এই সফরে রবীন্দ্র জাদেজাকে ভারতীয় দলের সহ-অধিনায়ক করা হয়েছে ৷ এই সিরিজে ভারতের একদিনের দলে বহুদিন পর কামব্যাকের সুযোগ পাচ্ছেন মহম্মদ সিরাজ ৷ অন্যদিকে, 2020 সালে নিউজিল্যান্ড সফরের পর আবারও সীমিত ওভারের দলে সুযোগ পেলেন শুভমান গিল ৷

আরও পড়ুন: ICC Test Rankings: 6 বছর পর টেস্ট ব়্যাঙ্কিংয়ে 'বিরাট' পতন, কেরিয়ারের সেরা 5 নম্বরে পন্থ

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল-

  • শিখর ধাওয়ান (অধিনায়ক)
  • রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক)
  • ঋতুরাজ গায়কোয়াড়
  • শুভমান গিল
  • দীপক হুডা
  • সূর্যকুমার যাদব
  • শ্রেয়স আইয়ার
  • ঈশান কিষাণ
  • সঞ্জু স্যামসন
  • শার্দূল ঠাকুর
  • যুজবেন্দ্র চহাল
  • অক্ষর প্যাটেল
  • আবেশ খান
  • প্রসিদ্ধ কৃষ্ণা
  • মহম্মদ সিরাজ
  • আরশদীপ সিং
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.