ETV Bharat / sports

Shikhar Dhawan Files Case: কেরিয়ার শেষ করার হুমকি দিচ্ছেন প্রাক্তন স্ত্রী, আদালতের দ্বারস্থ শিখর ধাওয়ান - শিখর ধাওয়ান

বিবাহ-বিচ্ছেদের পর এবার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan Files Case) ৷ অভিযোগ করলেন তাঁর মানহানি এবং কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন আয়েষা মুখোপাধ্যায় ৷

Shikhar Dhawan Files Case ETV BHARAT
Shikhar Dhawan Files Case
author img

By

Published : Feb 6, 2023, 5:05 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: প্রাক্তন স্ত্রী আয়েষা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে মামলা করলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান ৷ অভিযোগ করলেন, তাঁর কেরিয়ার শেষ করে দিতে উঠে পড়ে লেগেছেন আয়েষা (Shikhar Dhawan Allegedly Threaten by Ex-Wife) ৷ তবে, মামলার শুনানিতে স্বস্তি পেয়েছেন শিখর ৷ পাতিয়ালা হাউস কোর্টের বিচারক আয়েষাকে সোশাল মিডিয়া এবং অন্য কোনওভাবে শিখরকে নিয়ে কথা বা পোস্ট না করার নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি, বিচারক এও জানিয়েছেন, যদি আয়েষার কোনও অভিযোগ থাকে, তাহলে তা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বা আদালতে এসে জানাতে পারেন ৷

উল্লেখ্য, করোনা অতিমারির সময় দিল্লিতে শিখর ধাওয়ান এবং তাঁর স্ত্রী আয়েষা (Aesha Mukherji) এবং সন্তানদের নিয়ে একসঙ্গেই থাকছিলেন ৷ কিন্তু, লকডাউনের শিথিল হওয়ার কয়েক মাসের মধ্যে প্রবাসী বাঙালি আয়েষা মেলবোর্নে তাঁর বাবা-মা’র কাছে চলে যান সন্তানদের নিয়ে ৷ তারও কয়েকমাস পরে জানা যায় ভারতীয় ওপেনিং ব্যাটারের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর ৷ এ নিয়ে শিখর নিজে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন এবং জানান দু’জনের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ৷

তারপর থেকে সবকিছুই স্বাভাবিক চলছিল ৷ তাঁদের ছেলে জোরাভার মেলবোর্নে মায়ের সঙ্গেই থাকছে ৷ এমনকি আয়েষার প্রথমপক্ষের 2 সন্তানকে দত্তক নিয়েছিলেন শিখর ৷ তাঁরাও বর্তমানে মেলবোর্নে রয়েছেন ৷ শিখরের আইনজীবী আদালতে করা মামলায় জানিয়েছেন, আয়েষা মেলবোর্নে বসে ভারতীয় ক্রিকেটারের কেরিয়া এবং সম্মান নষ্ট করার হুমকি দিচ্ছেন ৷ এমনকি শিখরের বর্তমান আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সিইও ধীরজ মালহোত্রাকেও নাকি আয়েষা মেসেজ করেছেন ৷ অভিযোগ সেখানে শিখরের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন আয়েষা ৷

তবে, শিখরের কাছে স্বস্তির বিষয় এটাই পুরো বিষয়টি নিয়ে আয়েষাকে নিরস্ত্র করেছেন পাতিয়ালা হাউস কোর্টের বিচারক হরিশ কুমার ৷ তাঁর পর্যবেক্ষণ ছিল, "আয়েষা মুখোপাধ্যায় শিখর ধাওয়ানকে নিয়ে সোশাল মিডিয়ায় কিছু পোস্ট করতে পারবেন না ৷ এমনকি তাঁর বন্ধুবান্ধ, আত্মীয় পরিজনের কাছেও শিখর সম্পর্কে কোনও মন্তব্য করতে পারবেন না ৷ কারণ, একজনের মানসম্মান অর্জন করতে সারাজীবন লেগে যায় ৷ সেটা এমন একটা সম্পদ, য নষ্ট হলে আর ফিরে আসে না ৷"

আরও পড়ুন: আট বছরের সম্পর্কের ইতি, বাঙালি স্ত্রী-র সঙ্গে বিচ্ছেদ হল শিখরের

তবে, আয়েষার দিকটিও সামনভাগে উল্লেখ করেছেন বিচারক ৷ তিনি বলেন, "যদি, শিখরের প্রতি তাঁর কোনও অভিযোগ থাকে, সেটা বলার সম্পূর্ণ অধিকার রয়েছে আয়েষার ৷ কিন্তু এভাবে সামাজিকভাবে একজনকে অসম্মান করে নয় ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতে এসে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন উনি ৷" প্রসঙ্গত, আয়েষা অভিযোগ করেছেন, শিখর তাঁকে খোরপোশের টাকা দিচ্ছেন না ৷ কিন্তু, সেই অভিযোগ আদালতে অস্বীকার করেছেন শিখরের আইনজীবী ৷ সেখানেই জানা গিয়েছে, শিখর প্রতিমাসে অস্ট্রেলিয়ান ডলারে 17 হাজার 500 টাকা করে খোরপোশ দেন আয়েষাকে এবং সন্তানদের স্কুল ফি এবং অন্যান্য খরচও বহন করে চলেছেন শিখর ধাওয়ান ৷

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: প্রাক্তন স্ত্রী আয়েষা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে মামলা করলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান ৷ অভিযোগ করলেন, তাঁর কেরিয়ার শেষ করে দিতে উঠে পড়ে লেগেছেন আয়েষা (Shikhar Dhawan Allegedly Threaten by Ex-Wife) ৷ তবে, মামলার শুনানিতে স্বস্তি পেয়েছেন শিখর ৷ পাতিয়ালা হাউস কোর্টের বিচারক আয়েষাকে সোশাল মিডিয়া এবং অন্য কোনওভাবে শিখরকে নিয়ে কথা বা পোস্ট না করার নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি, বিচারক এও জানিয়েছেন, যদি আয়েষার কোনও অভিযোগ থাকে, তাহলে তা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বা আদালতে এসে জানাতে পারেন ৷

উল্লেখ্য, করোনা অতিমারির সময় দিল্লিতে শিখর ধাওয়ান এবং তাঁর স্ত্রী আয়েষা (Aesha Mukherji) এবং সন্তানদের নিয়ে একসঙ্গেই থাকছিলেন ৷ কিন্তু, লকডাউনের শিথিল হওয়ার কয়েক মাসের মধ্যে প্রবাসী বাঙালি আয়েষা মেলবোর্নে তাঁর বাবা-মা’র কাছে চলে যান সন্তানদের নিয়ে ৷ তারও কয়েকমাস পরে জানা যায় ভারতীয় ওপেনিং ব্যাটারের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর ৷ এ নিয়ে শিখর নিজে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন এবং জানান দু’জনের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ৷

তারপর থেকে সবকিছুই স্বাভাবিক চলছিল ৷ তাঁদের ছেলে জোরাভার মেলবোর্নে মায়ের সঙ্গেই থাকছে ৷ এমনকি আয়েষার প্রথমপক্ষের 2 সন্তানকে দত্তক নিয়েছিলেন শিখর ৷ তাঁরাও বর্তমানে মেলবোর্নে রয়েছেন ৷ শিখরের আইনজীবী আদালতে করা মামলায় জানিয়েছেন, আয়েষা মেলবোর্নে বসে ভারতীয় ক্রিকেটারের কেরিয়া এবং সম্মান নষ্ট করার হুমকি দিচ্ছেন ৷ এমনকি শিখরের বর্তমান আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সিইও ধীরজ মালহোত্রাকেও নাকি আয়েষা মেসেজ করেছেন ৷ অভিযোগ সেখানে শিখরের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন আয়েষা ৷

তবে, শিখরের কাছে স্বস্তির বিষয় এটাই পুরো বিষয়টি নিয়ে আয়েষাকে নিরস্ত্র করেছেন পাতিয়ালা হাউস কোর্টের বিচারক হরিশ কুমার ৷ তাঁর পর্যবেক্ষণ ছিল, "আয়েষা মুখোপাধ্যায় শিখর ধাওয়ানকে নিয়ে সোশাল মিডিয়ায় কিছু পোস্ট করতে পারবেন না ৷ এমনকি তাঁর বন্ধুবান্ধ, আত্মীয় পরিজনের কাছেও শিখর সম্পর্কে কোনও মন্তব্য করতে পারবেন না ৷ কারণ, একজনের মানসম্মান অর্জন করতে সারাজীবন লেগে যায় ৷ সেটা এমন একটা সম্পদ, য নষ্ট হলে আর ফিরে আসে না ৷"

আরও পড়ুন: আট বছরের সম্পর্কের ইতি, বাঙালি স্ত্রী-র সঙ্গে বিচ্ছেদ হল শিখরের

তবে, আয়েষার দিকটিও সামনভাগে উল্লেখ করেছেন বিচারক ৷ তিনি বলেন, "যদি, শিখরের প্রতি তাঁর কোনও অভিযোগ থাকে, সেটা বলার সম্পূর্ণ অধিকার রয়েছে আয়েষার ৷ কিন্তু এভাবে সামাজিকভাবে একজনকে অসম্মান করে নয় ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতে এসে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন উনি ৷" প্রসঙ্গত, আয়েষা অভিযোগ করেছেন, শিখর তাঁকে খোরপোশের টাকা দিচ্ছেন না ৷ কিন্তু, সেই অভিযোগ আদালতে অস্বীকার করেছেন শিখরের আইনজীবী ৷ সেখানেই জানা গিয়েছে, শিখর প্রতিমাসে অস্ট্রেলিয়ান ডলারে 17 হাজার 500 টাকা করে খোরপোশ দেন আয়েষাকে এবং সন্তানদের স্কুল ফি এবং অন্যান্য খরচও বহন করে চলেছেন শিখর ধাওয়ান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.