ETV Bharat / sports

Shane Warne Birthday: সোশাল মিডিয়ার এখনও সক্রিয় ওয়ার্ন, জন্মদিনে বার্তাও দিলেন অনুরাগীদের - শেন ওয়ার্ন

থাইল্যান্ডের দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবরে ধাতস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল ক্রিকেটবিশ্বের ৷ কিন্তু কালের নিয়ম এমনই ৷ থমকে থাকে না কোনওকিছুই ৷ 'স্পিনের জাদুকর' শেন কিথ ওয়ার্নের (Shane Keith Warne) চলে যাওয়ার খবরেও থমকে থাকেনি ক্রিকেট ৷

Etv Bharat
সোশাল মিডিয়ার এখনও সক্রিয় ওয়ার্ন, জন্মদিনে বার্তাও দিলেন অনুরাগীদের
author img

By

Published : Sep 13, 2022, 5:07 PM IST

মেলবোর্ন, 13 সেপ্টেম্বর: মাস ছ'য়েক অতিক্রান্ত ৷ থাইল্যান্ডের নির্জন দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবরে ধাতস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল ক্রিকেটবিশ্বের ৷ কিন্তু কালের নিয়ম এমনই ৷ থমকে থাকে না কোনওকিছুই ৷ 'স্পিনের জাদুকর' শেন কিথ ওয়ার্নের (Shane Keith Warne) চলে যাওয়ার খবরেও থমকে থাকেনি ক্রিকেট ৷ তবে বর্ণময় কেরিয়ারে ওয়ার্নির অর্জিত যা কিছু রয়েছে, তার উত্তরাধিকার ছত্রে ছত্রে রয়ে গিয়েছে বাইশ গজে ৷ যদ্দিন এই গ্রহে ক্রিকেট থাকবে, ওয়ার্নির লেগ্যাসি বেঁচে থাকবে ততদিন ৷

মৃত্যুর পর প্রথম জন্মদিনে প্রয়াত কিংবদন্তির সোশাল মিডিয়া পেজ এমনই বার্তা দিল আপামর অনুরাগীদের ৷ বেঁচে থাকলে আজ 53 পূর্ণ করে 54-তে পা দিতেন 708 আন্তর্জাতিক টেস্ট উইকেটের মালিক (53rd Birthday of Shane Warne) ৷ তবে মৃত্যুর ছ'মাস পরেও সক্রিয় শেনের সোশাল মিডিয়া পেজগুলি ৷ সেই পেজ থেকেই মঙ্গলবার প্রয়াত কিংবদন্তির জনপ্রিয় হ্যাট'স অফ কায়দায় ছবিটি পোস্ট করা হয় ৷ ক্যাপশন হিসেবে লেখা হয়, "জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, তা নির্বাচন করার দৃষ্টিভঙ্গি বাতলে দেয় এই উত্তরাধিকার ৷ কারও জীবনের সমৃদ্ধি সম্পর্কে ধারণা দেয় এই উত্তরাধিকার ৷ মানুষ এবং বিভিন্ন স্থানে তার কী প্রভাব এবং জীবনে সে কী কী সম্পন্ন করেছে, সে ধারণাও বলে দেওয়া রয়েছে এই উত্তরাধিকারে ৷ তাই শেন ওয়ার্নের উত্তরাধিকার চলতেই থাকবে ৷ শুভ জন্মদিন ওয়ার্ন, তুমি আমাদের হৃদয়ে রয়েছ ৷"

  • A legacy gives you a perspective on what's important.

    It is about the richness of an individual's life, including what they accomplished and the impact they had on people and places.

    Shane’s Legacy will live on.

    Happy birthday - always in our hearts 🤍🤍🤍 pic.twitter.com/qL5NPIZnUk

    — Shane Warne (@ShaneWarne) September 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রিয় এড শেরানের গান, কামিন্সের কবিতায় মেলবোর্নে ওয়ার্নির শেষ বিদায়

জন্মদিনে ওয়ার্নির সোশাল মিডিয়া পোস্ট ঘিরে স্বভাবতই আগ্রহ তৈরি হয়েছে নেটাগরিকদের মধ্যে ৷ কিংবদন্তিকে জন্মদিনের বার্তার সঙ্গে শ্রদ্ধা জানাতে থাকেন তারা ৷ ক্রিকেট অনুরাগীদের কাঁদিয়ে গত 4 মার্চ থাইল্যান্ড ভ্যাকেশনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন অজি কিংবদন্তি (Shane Warne died on 4 March in Thailand) ৷ 708 টেস্ট উইকেটের পাশে সর্বকালের সেরা লেগস্পিনারের ঝুলিতে রয়েছে 293 ওয়ান-ডে উইকেটও ৷

মেলবোর্ন, 13 সেপ্টেম্বর: মাস ছ'য়েক অতিক্রান্ত ৷ থাইল্যান্ডের নির্জন দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবরে ধাতস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল ক্রিকেটবিশ্বের ৷ কিন্তু কালের নিয়ম এমনই ৷ থমকে থাকে না কোনওকিছুই ৷ 'স্পিনের জাদুকর' শেন কিথ ওয়ার্নের (Shane Keith Warne) চলে যাওয়ার খবরেও থমকে থাকেনি ক্রিকেট ৷ তবে বর্ণময় কেরিয়ারে ওয়ার্নির অর্জিত যা কিছু রয়েছে, তার উত্তরাধিকার ছত্রে ছত্রে রয়ে গিয়েছে বাইশ গজে ৷ যদ্দিন এই গ্রহে ক্রিকেট থাকবে, ওয়ার্নির লেগ্যাসি বেঁচে থাকবে ততদিন ৷

মৃত্যুর পর প্রথম জন্মদিনে প্রয়াত কিংবদন্তির সোশাল মিডিয়া পেজ এমনই বার্তা দিল আপামর অনুরাগীদের ৷ বেঁচে থাকলে আজ 53 পূর্ণ করে 54-তে পা দিতেন 708 আন্তর্জাতিক টেস্ট উইকেটের মালিক (53rd Birthday of Shane Warne) ৷ তবে মৃত্যুর ছ'মাস পরেও সক্রিয় শেনের সোশাল মিডিয়া পেজগুলি ৷ সেই পেজ থেকেই মঙ্গলবার প্রয়াত কিংবদন্তির জনপ্রিয় হ্যাট'স অফ কায়দায় ছবিটি পোস্ট করা হয় ৷ ক্যাপশন হিসেবে লেখা হয়, "জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, তা নির্বাচন করার দৃষ্টিভঙ্গি বাতলে দেয় এই উত্তরাধিকার ৷ কারও জীবনের সমৃদ্ধি সম্পর্কে ধারণা দেয় এই উত্তরাধিকার ৷ মানুষ এবং বিভিন্ন স্থানে তার কী প্রভাব এবং জীবনে সে কী কী সম্পন্ন করেছে, সে ধারণাও বলে দেওয়া রয়েছে এই উত্তরাধিকারে ৷ তাই শেন ওয়ার্নের উত্তরাধিকার চলতেই থাকবে ৷ শুভ জন্মদিন ওয়ার্ন, তুমি আমাদের হৃদয়ে রয়েছ ৷"

  • A legacy gives you a perspective on what's important.

    It is about the richness of an individual's life, including what they accomplished and the impact they had on people and places.

    Shane’s Legacy will live on.

    Happy birthday - always in our hearts 🤍🤍🤍 pic.twitter.com/qL5NPIZnUk

    — Shane Warne (@ShaneWarne) September 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রিয় এড শেরানের গান, কামিন্সের কবিতায় মেলবোর্নে ওয়ার্নির শেষ বিদায়

জন্মদিনে ওয়ার্নির সোশাল মিডিয়া পোস্ট ঘিরে স্বভাবতই আগ্রহ তৈরি হয়েছে নেটাগরিকদের মধ্যে ৷ কিংবদন্তিকে জন্মদিনের বার্তার সঙ্গে শ্রদ্ধা জানাতে থাকেন তারা ৷ ক্রিকেট অনুরাগীদের কাঁদিয়ে গত 4 মার্চ থাইল্যান্ড ভ্যাকেশনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন অজি কিংবদন্তি (Shane Warne died on 4 March in Thailand) ৷ 708 টেস্ট উইকেটের পাশে সর্বকালের সেরা লেগস্পিনারের ঝুলিতে রয়েছে 293 ওয়ান-ডে উইকেটও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.