ETV Bharat / sports

Shane Warne Death : মৃত্যুর কয়েকদিন আগে বুকে ব্যথার কথা জানিয়েছিলেন, জানালেন ওয়ার্নের ম্যানেজার - Shane Warne Death

তাইল্যান্ডে ছুটি কাটাতে যাওয়ার আগে বুকে ব্যথা উঠেছিল শেন ওয়ার্নের (Shane Warne had Complained of Chest Pain Before He Went for Vacation) ৷ এমনটাই জানিয়েছেন শেনের ম্যানেজার জেমস এরস্কাইন ৷ এমনকি তার আগে 14 দিনের তরল ডায়েটের উপরে ছিলেন শেন ৷

Shane Warne had Complained of Chest Pain Before He Went for Vacation
Shane Warne had Complained of Chest Pain Before He Went for Vacation
author img

By

Published : Mar 7, 2022, 4:53 PM IST

Updated : Mar 7, 2022, 5:02 PM IST

সিডনি, 7 মার্চ : সম্প্রতি বুকে ব্যথা এবং অস্বাভাবিক ঘাম হওয়ার কথা জানিয়েছিলেন শেন ওয়ার্ন (Shane Warne had Complained of Chest Pain Before He Went for Vacation) ৷ আর এই ঘটনাটি ঘটেছিল, তাইল্যান্ডে ছুটি কাটাতে যাওয়ার আগে ৷ সেই সময় টানা দু’সপ্তাহ তরল ডায়েটের উপর ছিলেন প্রাক্তন এই অজি লেগ স্পনিরা ৷ এমনটাই জানিয়েছেন শেন ওয়ার্নের ম্যানেজার জেমস এরস্কাইন ৷

লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন তাঁর স্পিনের কৌশলে বিশ্বকে মুগ্ধ করেছিলেন ৷ গত শুক্রবার মাত্র 52 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেন ৷ তাঁর মৃত্যুর পর প্রথমবার অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে মুখ খুলেছেন শেন ওয়ার্নের ম্যানেজার এরস্কাইন ৷ তিনি বলেন, ‘‘তিনি একটা বিরক্তিকর ডায়েটের মধ্যে দিয়ে গিয়েছিলেন ৷ আর প্রথম ধাপে সেটিকে শেষও করেছিলেন ৷ টানা 14 দিন শুধুমাত্র তরল খাদ্যের উপর নির্ভর করেছিলেন ৷ আর এটা তিনি আগে তিন থেকে চারবার করেছিলেন ৷ এটা তাঁর কাছে কিছুই ছিল না ৷’’

শেন ওয়ার্নের ম্যানেজার এটাও স্বীকার করেছেন যে, ওয়ার্ন তাঁর জীবনের অধিকাংশ সময়ে ধূমপান করতেন ৷ তিনি বলেন, ‘‘আমি জানি না ৷ হয়তো হতে পারে, একটা বড় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৷ এটাই ঘটেছিল বলে আমার মনে হয় ৷’’ প্রসঙ্গত, রবিবার তাইল্যান্ড পুলিশের তরফে বলা হয়েছে, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কারণ, মৃত্যুর পিছনে বাহ্যিক কোনও আঘাত বা কারণ তাঁদের চোখে পড়েনি ৷ তবে, ওয়ার্নের দেহের ময়নাতদন্তের করা হয়েছে ৷

আরও পড়ুন : State Funeral for Shane Warne : পরিবারের সম্মতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য শেন ওয়ার্নের

প্রসঙ্গত, মৃত্যুর কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন ৷ যেখানে নিজের পুরনো একটি ছবি দিয়ে তিনি নিজের স্বাস্থ্যের কথা তুলে ধরেন ৷ সেই সঙ্গে জানান, দ্রুত তিনি ওজন কমানোর প্রক্রিয়া শুরু করবেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, ‘‘10 দিন পর থেকে ওজন কমানোর প্রক্রিয়া শুরু করব ৷ আর জুলাই মাসের মধ্যে আবারও কয়েকবছর আগের চেহারায় ফিরে যাব ৷ সুস্থ এবং সুস্বাস্থ্য গড়া শুরু হোক ৷’’

সিডনি, 7 মার্চ : সম্প্রতি বুকে ব্যথা এবং অস্বাভাবিক ঘাম হওয়ার কথা জানিয়েছিলেন শেন ওয়ার্ন (Shane Warne had Complained of Chest Pain Before He Went for Vacation) ৷ আর এই ঘটনাটি ঘটেছিল, তাইল্যান্ডে ছুটি কাটাতে যাওয়ার আগে ৷ সেই সময় টানা দু’সপ্তাহ তরল ডায়েটের উপর ছিলেন প্রাক্তন এই অজি লেগ স্পনিরা ৷ এমনটাই জানিয়েছেন শেন ওয়ার্নের ম্যানেজার জেমস এরস্কাইন ৷

লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন তাঁর স্পিনের কৌশলে বিশ্বকে মুগ্ধ করেছিলেন ৷ গত শুক্রবার মাত্র 52 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেন ৷ তাঁর মৃত্যুর পর প্রথমবার অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে মুখ খুলেছেন শেন ওয়ার্নের ম্যানেজার এরস্কাইন ৷ তিনি বলেন, ‘‘তিনি একটা বিরক্তিকর ডায়েটের মধ্যে দিয়ে গিয়েছিলেন ৷ আর প্রথম ধাপে সেটিকে শেষও করেছিলেন ৷ টানা 14 দিন শুধুমাত্র তরল খাদ্যের উপর নির্ভর করেছিলেন ৷ আর এটা তিনি আগে তিন থেকে চারবার করেছিলেন ৷ এটা তাঁর কাছে কিছুই ছিল না ৷’’

শেন ওয়ার্নের ম্যানেজার এটাও স্বীকার করেছেন যে, ওয়ার্ন তাঁর জীবনের অধিকাংশ সময়ে ধূমপান করতেন ৷ তিনি বলেন, ‘‘আমি জানি না ৷ হয়তো হতে পারে, একটা বড় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৷ এটাই ঘটেছিল বলে আমার মনে হয় ৷’’ প্রসঙ্গত, রবিবার তাইল্যান্ড পুলিশের তরফে বলা হয়েছে, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কারণ, মৃত্যুর পিছনে বাহ্যিক কোনও আঘাত বা কারণ তাঁদের চোখে পড়েনি ৷ তবে, ওয়ার্নের দেহের ময়নাতদন্তের করা হয়েছে ৷

আরও পড়ুন : State Funeral for Shane Warne : পরিবারের সম্মতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য শেন ওয়ার্নের

প্রসঙ্গত, মৃত্যুর কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন ৷ যেখানে নিজের পুরনো একটি ছবি দিয়ে তিনি নিজের স্বাস্থ্যের কথা তুলে ধরেন ৷ সেই সঙ্গে জানান, দ্রুত তিনি ওজন কমানোর প্রক্রিয়া শুরু করবেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, ‘‘10 দিন পর থেকে ওজন কমানোর প্রক্রিয়া শুরু করব ৷ আর জুলাই মাসের মধ্যে আবারও কয়েকবছর আগের চেহারায় ফিরে যাব ৷ সুস্থ এবং সুস্বাস্থ্য গড়া শুরু হোক ৷’’

Last Updated : Mar 7, 2022, 5:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.