ব্রিসবেন, 17 অক্টোবর: স্নায়ুযুদ্ধের প্রতীক্ষায় দু'দেশের সমর্থকেরা যখন উত্তাপে গা সেঁকছেন, তখন সম্পূর্ণ ভিন্ন ছবি প্র্যাকটিস সেশনে ৷ 23 অক্টোবর কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাক মহারণ ৷ তার আগে নিবিড় অনুশীলনে মগ্ন দু'দলই ৷ সেই অনুশীলনেই বৈরিতা ভেঙে খান-খান ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে শেয়ার করা সেই অনুশীলনের ভিডিয়ো দেখে মন গলতে বাধ্য দু'দেশের ক্রিকেট অনুরাগীদের ৷ যেখানে একই নেটে প্রস্তুতি সারলেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi) এবং মহম্মদ শামি (Mohammed Shami) ৷ অন্যদিকে পাক অধিনায়ক বাবর আজমকে গুরুত্বপূর্ণ ব্যাটিং টিপস দিলেন সুনীল গাভাস্কর (Sunil Gavaskar gives batting tips to Babar Azam) ৷
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, মহারণের আগে পাক বোলারদের সঙ্গে অনুশীলনের জন্য একই নেট ব্যবহার করছেন ভারতের স্পিডস্টার মহম্মদ শামি ৷ চমকের এখানেই শেষ নয় ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, শামির বোলিং অ্যাকশনের প্রশংসায় পঞ্চমুখ শাহিন আফ্রিদি (Shaheen Afridi praises Mohammed Shami) ৷
-
The @T20WorldCup meetup: Stars catch up on the sidelines 🤩#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/J1oKwCDII2
— Pakistan Cricket (@TheRealPCB) October 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The @T20WorldCup meetup: Stars catch up on the sidelines 🤩#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/J1oKwCDII2
— Pakistan Cricket (@TheRealPCB) October 17, 2022The @T20WorldCup meetup: Stars catch up on the sidelines 🤩#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/J1oKwCDII2
— Pakistan Cricket (@TheRealPCB) October 17, 2022
ভাইরাল ভিডিয়োতে আফ্রিদি শামিকে বলছেন, "যখন থেকে বোলিং শুরু করেছি আমি তোমাকে অনুসরণ করছি ৷ তোমার রিস্ট পজিশন এবং সিমের জবাব নেই ৷" জবাবে বঙ্গ পেসার শাহিনকে বলেন, "রিলিজ পয়েন্ট ঠিকঠাক হয়ে গেলে সিমও আপন ইচ্ছেয় ঠিক হয়ে যাবে ৷" সবমিলিয়ে আগামী রবিবার স্নায়ুযুদ্ধের আগে নেট প্র্যাকটিসে প্রতিবেশী দেশের দুই পেসারের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে তৈরি হল সম্প্রীতির এক অদৃশ্য বলয় ৷
আরও পড়ুন: কোহলির অসাধারণ ফিল্ডিংয়ে ওয়ার্ম আপ ম্যাচে ক্যাঙারু বধ ভারতের
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত আরেকটি ভিডিয়োয় দেখা যাচ্ছে বাবর আজমকে ব্যাটিং টিপস দিচ্ছেন ব্যাটিং লেজেন্ড সুনীল মনোহর গাভাস্কর ৷ ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে লিটল মাস্টারের উপদেশ বাধ্য ছাত্রের মতো গিলছেন পাক অধিনায়ক ৷ ভিডিয়োয় উপস্থিত পাক দলের দুই কোচিং স্টাফ তথা প্রাক্তন ক্রিকেটার সাকলিন মুস্তাক এবং মহম্মদ ইউসুফ ৷