ETV Bharat / sports

মিতালি, ঝুলন ‘বি’ গ্রেডে, বার্ষিক চুক্তি প্রকাশ করল বিসিসিআই - মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড

বিসিসিআইয়ের নতুন চুক্তি অনুসারে ‘এ’ গ্রেডে তিন ফর্ম্যাটের ক্রিকেটাররা আছেন ৷ মোট তিন জন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন ৷ তাঁরা হলেন টি-20 অধিনায়ক হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা ও লেগ ব্রেক বোলার পুনম যাদব ৷

বার্ষিক চুক্তি প্রকাশ করল বিসিসিআই
বার্ষিক চুক্তি প্রকাশ করল বিসিসিআই
author img

By

Published : May 20, 2021, 1:29 PM IST

নয়াদিল্লি, 20 মে : বুধবার মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ আগের বারের 22 জনের থেকে কমিয়ে এবার 19 জনের সঙ্গে বার্ষিক চুক্তি করল বোর্ড ৷ নতুন চুক্তিতে অষ্টাদশী ব্যাটিং তারকা শেফালি বর্মা উঠে এলেন 'বি' গ্রেডে ৷ প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে অক্টোবরের 2020 থেকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত চুক্তি করা হয়েছে ৷ তবে এবার 19 জনের তালিকায় জায়গা পাননি বেদা কৃষ্ণমূর্তি ও লেগ স্পিনার একতা বিস্ত ৷

বিসিসিআইয়ের নতুন চুক্তি অনুসারে ‘এ’ গ্রেডে তিন ফর্ম্যাটের ক্রিকেটাররা আছেন ৷ মোট তিন জন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন ৷ তাঁরা হলেন টি-20 অধিনায়ক হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা ও লেগ ব্রেক বোলার পুনম যাদব ৷ চুক্তি অনুযায়ী বার্ষিক 50 লাখ করে টাকা পাবেন তাঁরা ৷

‘বি’ গ্রেডের ক্রিকেটাররা, প্রত্যেকে পাবেন বার্ষিক 30 লাখ টাকা ৷ সেই তালিকায় প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ, ঝুলন গোস্বামী, দীপ্তি শর্মা সহ মোট 10 জন ক্রিকেটার আছেন ৷

বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক বলেন, ‘‘ শেফালি নিজেকে বড় তারকা হিসেবে তৈরি করেছে ৷ তাই তাঁর ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে আসায় কেউ অবাক হননি ৷ পুনম রাউত দক্ষিণ আফ্রিকায় ভাল খেলার পুরস্কার পেয়েছে ৷ তাঁকেও ‘বি’ গ্রেডে নিয়ে আসা হয়েছে ৷

তরুণ রিচা ঘোষকে গ্রেড ‘সি’-তে রাখা হয়েছে ৷ অর্থাৎ, বার্ষিক 10 লাখ করে টাকা পাবেন তাঁরা ৷ আগের বার তালিকায় ছিলেন 11 জন ৷ এবার সংখ্যাটা 6 ৷


গ্রেড ‘এ’:-
এক নজরে ক্রিকেটারদের চুক্তির তালিকা ৷

হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা ও পুনম যাদব ৷

গ্রেড ‘বি’:-

মিতালি রাজ, ঝুলন গোস্বামী, দীপ্তি শর্মা, পুনম রাউত, রাজেশ্বরী গায়কোয়াড়, শেফালি বর্মা, রাধা যাদব, শিখা পাণ্ডে, তানিয়া ভাটিয়া ও জেমিমা রড্রিগেজ ৷

গ্রেড ‘সি’ :-

মানসী জোশী, অরুন্ধতী রেড্ডি, পূজা বস্ত্রাকার, হারলীন দেওল, প্রিয়া পুনিয়া ও রিচা ঘোষ ৷

নয়াদিল্লি, 20 মে : বুধবার মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ আগের বারের 22 জনের থেকে কমিয়ে এবার 19 জনের সঙ্গে বার্ষিক চুক্তি করল বোর্ড ৷ নতুন চুক্তিতে অষ্টাদশী ব্যাটিং তারকা শেফালি বর্মা উঠে এলেন 'বি' গ্রেডে ৷ প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে অক্টোবরের 2020 থেকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত চুক্তি করা হয়েছে ৷ তবে এবার 19 জনের তালিকায় জায়গা পাননি বেদা কৃষ্ণমূর্তি ও লেগ স্পিনার একতা বিস্ত ৷

বিসিসিআইয়ের নতুন চুক্তি অনুসারে ‘এ’ গ্রেডে তিন ফর্ম্যাটের ক্রিকেটাররা আছেন ৷ মোট তিন জন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন ৷ তাঁরা হলেন টি-20 অধিনায়ক হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা ও লেগ ব্রেক বোলার পুনম যাদব ৷ চুক্তি অনুযায়ী বার্ষিক 50 লাখ করে টাকা পাবেন তাঁরা ৷

‘বি’ গ্রেডের ক্রিকেটাররা, প্রত্যেকে পাবেন বার্ষিক 30 লাখ টাকা ৷ সেই তালিকায় প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ, ঝুলন গোস্বামী, দীপ্তি শর্মা সহ মোট 10 জন ক্রিকেটার আছেন ৷

বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক বলেন, ‘‘ শেফালি নিজেকে বড় তারকা হিসেবে তৈরি করেছে ৷ তাই তাঁর ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে আসায় কেউ অবাক হননি ৷ পুনম রাউত দক্ষিণ আফ্রিকায় ভাল খেলার পুরস্কার পেয়েছে ৷ তাঁকেও ‘বি’ গ্রেডে নিয়ে আসা হয়েছে ৷

তরুণ রিচা ঘোষকে গ্রেড ‘সি’-তে রাখা হয়েছে ৷ অর্থাৎ, বার্ষিক 10 লাখ করে টাকা পাবেন তাঁরা ৷ আগের বার তালিকায় ছিলেন 11 জন ৷ এবার সংখ্যাটা 6 ৷


গ্রেড ‘এ’:-
এক নজরে ক্রিকেটারদের চুক্তির তালিকা ৷

হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা ও পুনম যাদব ৷

গ্রেড ‘বি’:-

মিতালি রাজ, ঝুলন গোস্বামী, দীপ্তি শর্মা, পুনম রাউত, রাজেশ্বরী গায়কোয়াড়, শেফালি বর্মা, রাধা যাদব, শিখা পাণ্ডে, তানিয়া ভাটিয়া ও জেমিমা রড্রিগেজ ৷

গ্রেড ‘সি’ :-

মানসী জোশী, অরুন্ধতী রেড্ডি, পূজা বস্ত্রাকার, হারলীন দেওল, প্রিয়া পুনিয়া ও রিচা ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.