কলকাতা, 24 এপ্রিল: জন্মদিনে সচিন তেন্ডুলকরকে বিশেষ সম্মান সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ৷ তবে, শুধু সচিন নন, কিংবদন্তি ব্রায়ার্ন লারাকেও একই পংক্তিতে সম্মানিত করল অস্ট্রেলিয়ার অভিজাত স্টেডিয়াম কর্তৃপক্ষ ৷ ড্রেসিংরুম থেকে সিডনির মাঠে প্রবেশের একটি গেট ক্রিকেটের দুই ক্ষণজন্মার নামে নামকরণ করল এসসিজি কর্তৃপক্ষ ৷ সেই সঙ্গে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন এবং আর্থার মরিসের সঙ্গে একসারিতে চলে এলেন দু'জনে ৷ তেন্ডুলকরের 50 বছরের জন্মদিনের সঙ্গেই এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লারার 277 রানের ইনিংসের 30 বছর পূর্তি ৷ স্বাভাবিকভাবেই এর চেয়ে শুভদিন আর কীই বা হতে পারে ৷
মূলত যে গেট দিয়ে সফরকারী দলের ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন, সেটির নাম ‘ব্রায়ার্ন লারা-সচিন তেন্ডুলকর’ গেট করা হয়েছে ৷ এসসিজি কর্তৃপক্ষ জানিয়েছে, সফরকারী দলের ক্রিকেটাররা মাঠে প্রবেশ করবেন লারা-তেন্ডুলকর গেট দিয়ে ৷ এই গেটটি এসসিজি-র সদস্যদের প্যাভিলিয়ন এবং নোবেল ব্র্যাডম্যান মেসেঞ্জার স্ট্যান্ডের মাঝে অ্যাওয়ে টিমের ড্রেসিংরুমের মাঝখানে অবস্থিত ৷ উল্লেখ্য, হোম টিম হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্লেয়াররা এসসিজি-র সদস্য ও লেডিস প্যাভিলিয়নের মাঝের ডন ব্র্যাডম্যান গেট দিয়ে মাঠে প্রবেশ করেন ৷
বিশেষ এই সম্মান নিয়ে একটি বার্তাও দিয়েছেন সচিন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ‘‘সিডনি ক্রিকেট গ্রাউন্ড ভারতের বাইরে আমার অন্যতম পছন্দের মাঠ ৷ 1991-92 সালে আমার প্রথম অস্ট্রেলিয়া সফর থেকে এসসিজি-তে একাধিক সেরা মুহূর্ত রয়েছে ৷ এটা খুবই সম্মানের ৷ এসসিজি-র মাঠে ঢোকার জন্য সফরকারী দলগুলি যে গেট ব্যবহার করবে, সেই গেটটি আমার এবং আমার প্রিয় বন্ধু ব্রায়ার্নের নামে উন্মোচন করা হয়েছে ৷ এসসিজি এবং ক্রিকেট অস্ট্রেলিয়াকে এই সম্মান প্রদানের জন্য ধন্যবাদ জানাই ৷ খুব শীঘ্রই এসসিজি-তে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি ৷’’
-
Two legends of the game, now part of this ground forever 🏏
— Sydney Cricket Ground (@scg) April 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We have today unveiled the Lara-Tendulkar gates, where all visiting cricketers will take to the field when playing at the SCG. pic.twitter.com/cqYEZQ0Pp9
">Two legends of the game, now part of this ground forever 🏏
— Sydney Cricket Ground (@scg) April 24, 2023
We have today unveiled the Lara-Tendulkar gates, where all visiting cricketers will take to the field when playing at the SCG. pic.twitter.com/cqYEZQ0Pp9Two legends of the game, now part of this ground forever 🏏
— Sydney Cricket Ground (@scg) April 24, 2023
We have today unveiled the Lara-Tendulkar gates, where all visiting cricketers will take to the field when playing at the SCG. pic.twitter.com/cqYEZQ0Pp9
আরও পড়ুন: সচিনের বাউন্সারে ফেটেছিল নাক, ক্রিকেট-ঈশ্বরের জন্মদিনে স্মৃতি রোমন্থন বান্টুর
ব্রায়ার্ন লারা এসসিজি'কে ধন্যবাদ জানিয়ে একটি বার্তা দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘সিডনি ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষের তরফে এই স্বীকৃতি পেয়ে আমি ভীষণ সম্মানিত বোধ করছি ৷ আমি নিশ্চিত একই অনুভূতি সচিনেরও হচ্ছে ৷ যখনই অস্ট্রেলিয়া সফরে গিয়েছি এই মাঠে আমার এবং পরিবারের একাধিক সুখস্মৃতি রয়েছে ৷’’