ETV Bharat / sports

ICC World Cup 2023: প্রশ্নের মুখে অধিনায়কত্ব! বাবরের বদলি হতে পারেন রিজওয়ান-শাহিনরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 10:00 PM IST

প্রশ্নের মুখে বাবর আজমের অধিনায়কত্ব ৷ অধিনায়ক হিসাবে বাবরকে সরানোর সিদ্ধান্ত নাকি মোটামুটিভাবে নিয়েই ফেলেছে বোর্ড ৷ বিশ্বকাপের সফর সেরে ঘরে ফিরলেই তাঁর জায়গায় নতুন অধিনায়ক বেছে নেওয়া হতে পারে ৷ বাবরকে আরও কোনও ভাবেই সময় দিতে রাজি নয় পিসিবি ৷

ICC World Cup 2023
বাবরের বদলি হতে পারেন রিজওয়ান শাহিনরা

করাচি, 24 অক্টোবর: ভারতের বিরুদ্ধে ম্য়াচের সময় থেকেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে চর্চা শুরু হয়েছিল সাংবাদিক বৈঠকে ৷ সোমবারও তাঁকে পড়তে হয়েছে প্রশ্নের মুখে ৷ আফগানিস্তানের কাছে হারের পর তাঁকে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নও করা হয়, অধিনায়কত্ব তাঁর জন্য বেশি বোঝা হয়ে দাঁড়াচ্ছে কি না ? আর এবার জানা গেল নতুন অধিনায়কের নাম নিয়ে আলোচনাও নাকি শুরু হয়ে গিয়েছে ৷ তালিকায় রয়েছেন শাহিন আফ্রিদি, সরফরাজ আহমেদ, মহম্মদ রিজওয়ানের মতো নাম ৷

বিশ্বকাপ সফর শেষ হলেই অস্ট্রেলিয়ায় খেলার কথা রয়েছে পাকিস্তানের ৷ আর তারপর তাদের ছক সাজাতে হবে 2025 সালের চ্যাম্পিয়নস ট্রফির জন্য় ৷ সূত্রের খবর অনুযায়ী পাক বোর্ডের সাফ কথা, বাবরকে অধিনায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন ৷

বোর্ড ঘনিষ্ট এক সূত্রের দাবি, "একমাত্র পাকিস্তান যদি কোনও মিরাকেল ঘটাতে পারে এবং আগামী সমস্ত ম্যাচ জিতে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছয় তাহলেই বাবরের অধিনায়কত্ব বাঁচানোর সুযোগ থাকবে ৷ তবে সেক্ষেত্রে এমনও হতে পারে হয়তো তাঁকে শুধু টেস্টের ক্ষেত্রেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে ৷"

সূত্র মারফত আরও দাবি করা হয়েছে, বাবরকে নাকি মনোমতো খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ৷ কোনও হস্তক্ষেপ করা হয়নি ৷ তবে এবার আর বোর্ড তাঁকে কোনও সুযোগ দিতে চায় না ৷ ওই সূত্রের কথায়, "ওনার ডানা ছাঁটার কখনওই কোনও চেষ্টা করা হয়নি ৷ আর তাই এশিয়া কাপ এবং বিশ্বকাপের হারের জন্য বাবর এককভাবে দায়ী ৷"

এশিয়া কাপে হারের পর মিসবা-উল-হক এবং মহম্মদ হাফিজ দলে বেশকিছু পরিবর্তন করার কথা বলেছিলেন ৷ কিন্তু পিসিবি চেয়ারম্যান জাকা আশরফ ভরসা রেখেছিলেন বাবরের ওপরেই ৷ যেমনটা বাবর চেয়েছিলেন 18 জনের সেই দলই তিনি পেয়েছেন ৷ সম্প্রতি মিসবাও একটি সাক্ষাতকারে জানিয়েছেন তিনি বাবরকে স্পিনার আবরার আহমেদকে দলে রাখার পরামর্শ দেন ৷ কিন্তু বাবর তা নাকজ করে দেন ৷

আরও পড়ুন: আফগানরাই প্রথম নন, বিশ্বকাপে আগেও অঘটনের বেড়াজালে পাকিস্তান

ওই সূত্রের দাবি, "সরফরাজকে আবারও টেস্টে অধিনায়কত্ব দেওয়ার পরিকল্পনা ৷ আর শাহিনকে দেওয়া হতে পারে টি-20 ম্যাচের অধিনায়কত্ব ৷" দলের সাপোর্ট স্টাফ এবং কোচের ওপরেও নেমে আসতে পারে কোপ ৷ সূত্রের দাবি, মিকি আর্থার, গ্রান্ট ব্র্যাডবার্ন, মর্নি মর্কেল, অ্যান্ড্রু পুটিক এবং ম্যানেজার রেহান উল হককেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে ৷

করাচি, 24 অক্টোবর: ভারতের বিরুদ্ধে ম্য়াচের সময় থেকেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে চর্চা শুরু হয়েছিল সাংবাদিক বৈঠকে ৷ সোমবারও তাঁকে পড়তে হয়েছে প্রশ্নের মুখে ৷ আফগানিস্তানের কাছে হারের পর তাঁকে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নও করা হয়, অধিনায়কত্ব তাঁর জন্য বেশি বোঝা হয়ে দাঁড়াচ্ছে কি না ? আর এবার জানা গেল নতুন অধিনায়কের নাম নিয়ে আলোচনাও নাকি শুরু হয়ে গিয়েছে ৷ তালিকায় রয়েছেন শাহিন আফ্রিদি, সরফরাজ আহমেদ, মহম্মদ রিজওয়ানের মতো নাম ৷

বিশ্বকাপ সফর শেষ হলেই অস্ট্রেলিয়ায় খেলার কথা রয়েছে পাকিস্তানের ৷ আর তারপর তাদের ছক সাজাতে হবে 2025 সালের চ্যাম্পিয়নস ট্রফির জন্য় ৷ সূত্রের খবর অনুযায়ী পাক বোর্ডের সাফ কথা, বাবরকে অধিনায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন ৷

বোর্ড ঘনিষ্ট এক সূত্রের দাবি, "একমাত্র পাকিস্তান যদি কোনও মিরাকেল ঘটাতে পারে এবং আগামী সমস্ত ম্যাচ জিতে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছয় তাহলেই বাবরের অধিনায়কত্ব বাঁচানোর সুযোগ থাকবে ৷ তবে সেক্ষেত্রে এমনও হতে পারে হয়তো তাঁকে শুধু টেস্টের ক্ষেত্রেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে ৷"

সূত্র মারফত আরও দাবি করা হয়েছে, বাবরকে নাকি মনোমতো খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ৷ কোনও হস্তক্ষেপ করা হয়নি ৷ তবে এবার আর বোর্ড তাঁকে কোনও সুযোগ দিতে চায় না ৷ ওই সূত্রের কথায়, "ওনার ডানা ছাঁটার কখনওই কোনও চেষ্টা করা হয়নি ৷ আর তাই এশিয়া কাপ এবং বিশ্বকাপের হারের জন্য বাবর এককভাবে দায়ী ৷"

এশিয়া কাপে হারের পর মিসবা-উল-হক এবং মহম্মদ হাফিজ দলে বেশকিছু পরিবর্তন করার কথা বলেছিলেন ৷ কিন্তু পিসিবি চেয়ারম্যান জাকা আশরফ ভরসা রেখেছিলেন বাবরের ওপরেই ৷ যেমনটা বাবর চেয়েছিলেন 18 জনের সেই দলই তিনি পেয়েছেন ৷ সম্প্রতি মিসবাও একটি সাক্ষাতকারে জানিয়েছেন তিনি বাবরকে স্পিনার আবরার আহমেদকে দলে রাখার পরামর্শ দেন ৷ কিন্তু বাবর তা নাকজ করে দেন ৷

আরও পড়ুন: আফগানরাই প্রথম নন, বিশ্বকাপে আগেও অঘটনের বেড়াজালে পাকিস্তান

ওই সূত্রের দাবি, "সরফরাজকে আবারও টেস্টে অধিনায়কত্ব দেওয়ার পরিকল্পনা ৷ আর শাহিনকে দেওয়া হতে পারে টি-20 ম্যাচের অধিনায়কত্ব ৷" দলের সাপোর্ট স্টাফ এবং কোচের ওপরেও নেমে আসতে পারে কোপ ৷ সূত্রের দাবি, মিকি আর্থার, গ্রান্ট ব্র্যাডবার্ন, মর্নি মর্কেল, অ্যান্ড্রু পুটিক এবং ম্যানেজার রেহান উল হককেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.