ETV Bharat / sports

ICC World Cup 2023: 'দলে অশ্বিনের অর্ন্তভুক্তিতে একটুও অবাক নই', বলছেন পাতিল - Sandeep Patil On Ashwin

দলে অশ্বিনের অর্ন্তভুক্তিতে একটুও অবাক নন তিনি ৷ তিনিই এখন ভারতের শ্রেষ্ঠ অফস্পিনার, এমনটাই দাবি করলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সন্দীপ পাতিল ৷

ICC World Cup 2023
বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন সন্দীপ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 8:00 PM IST

অশ্বিনকে নিয়ে মুখ খুললেন সন্দীপ

কলকাতা, 2 অক্টোবর: রবিচন্দ্রন অশ্বিন, ভারতীয় ক্রিকেটে অনেকেই তাঁকে ডাকেন 'বিজ্ঞানী' হিসাবে ৷ বোলিং নিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষার অন্ত নেই ৷ অথচ শুরুর দিকে বিশ্বকাপের দল থেকেই ব্রাত্য ছিলেন এই অভিজ্ঞ অফস্পিনার ৷ কিন্তু ভাগ্যদেবী অলক্ষ্যে হেসেছেন ৷ চোট পেয়ে অক্ষর প্যাটেল ছিটকে যাওয়াতে সুযোগ এসে গিয়েছে রবির কাছে । তাঁর অন্তর্ভুক্তি নিয়ে নানা মুনির নানা মত ৷ এবার এই নিয়ে মতামত রাখলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সন্দীপ পাতিল ৷ তাঁর মতে, অক্ষর প্যাটেল ছিটকে যাওয়ায় তিনি দুঃখিত তবে দলে অশ্বিনের নাম দেখে তিনি মোটেও আশ্চর্য হননি ৷ ়

15 জনের দলে থাকার পরেও শেষ মুহূর্তে চোটের জন্য ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল‌ । বিশ্বকাপের দল থেকে এইভাবে বাদ পড়া দুঃখজনক । তাঁর জন্য সহমর্মী প্রাক্তন ক্রিকেটার ৷ সোমবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সন্দীপ বলেন, "অশ্বিনের নাম ভারতীয় দলে দেখে আমি মোটেই আশ্চর্য নই ৷ ও এই মুহূর্তে ভারতের সবচেয়ে ভালো অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ হ্যাঁ অবশ্য়ই অক্ষর প্যাটেল ছিটকে যাওয়ায় আমার খারাপ লাগছে ৷ তবে পুরো ঘটনাটা হয়তো শাপে বর হল ৷"

পাশাপাশি অশ্বিনকে কেন প্রথম থেকেই দলে রাখা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ ভারতীয় দল নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "দারুণ ব্যালান্স আছে পুরো দলের ৷ আমরা এবার দারুণ ফর্মে রয়েছি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ তবে দীর্ঘদিন ধরে এই পারফরম্যান্স বজায় রাখা বেশ মুশকিল ৷ আশা করি টুর্নামেন্টের মাঝামাঝি এসে আমরা সবটা বুঝতে পারব ৷"

সন্দীপের মতে, সাম্প্রতিক সময়ের ফর্মের বিচারে তিনি সম্ভাব্য সেমিফাইনালের লাইন আপ ঠিক করেছেন । তাঁর মতে জায়গা করে নিতে পারে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড । তবে তাঁর মতে আসন্ন বিশ্বকাপে হট ফেভারিট ভারত । সকলেই বলছেন কাপ জয়ের যুদ্ধে রোহিত শর্মার ভারতই সবার আগে । দলের একাদশ কেমন হবে? দল কোন ছকে খেলবে, তা ঠিক করবে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা । বলা হচ্ছে বিরাট কোহলির উত্তরসূরি শুভমান গিল । এই নিয়েও সন্দীপের দাবি, এখনই বলার মত সময় আসেনি।

আরও পড়ুন: দু’বার খুব কাছে গিয়েও ব্যর্থ, ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে মরিয়া কিউয়ি ব্রিগেড

উপমহাদেশে বিশ্বকাপ অথচ ভারত ছাড়া সেমিফাইনালের দৌড়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাম করলেন না তিনি । এর আগে 1987, 1996, 2011 তিনবার বিশ্বকাপ আয়োজিত হয়েছিল উপমহাদেশে ৷ আর তিনবারই জিতেছে কোনও না কোনও উপমহাদেশীয় দল ৷ তবে সন্দীপ পাকিস্তানকে সেমিফাইনালের দৌড়ে না -রাখলেও তিনি স্বীকার করেছেন পাকিস্তানের ক্ষেত্রে কোনও ভবিষ্যদ্বাণীই খাটে না ৷ ওরা ধারাবাহিকতা বজায় রাখতে না-পারলেও যখন তখন চমকে দিতে পারে ৷ বিশ্বকাপে ভারতের গেমচেঞ্জার কে হতে পারেন? এই প্রশ্নে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন তারকার বাজি হার্দিক পাণ্ডিয়া, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমন গিল ।

অশ্বিনকে নিয়ে মুখ খুললেন সন্দীপ

কলকাতা, 2 অক্টোবর: রবিচন্দ্রন অশ্বিন, ভারতীয় ক্রিকেটে অনেকেই তাঁকে ডাকেন 'বিজ্ঞানী' হিসাবে ৷ বোলিং নিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষার অন্ত নেই ৷ অথচ শুরুর দিকে বিশ্বকাপের দল থেকেই ব্রাত্য ছিলেন এই অভিজ্ঞ অফস্পিনার ৷ কিন্তু ভাগ্যদেবী অলক্ষ্যে হেসেছেন ৷ চোট পেয়ে অক্ষর প্যাটেল ছিটকে যাওয়াতে সুযোগ এসে গিয়েছে রবির কাছে । তাঁর অন্তর্ভুক্তি নিয়ে নানা মুনির নানা মত ৷ এবার এই নিয়ে মতামত রাখলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সন্দীপ পাতিল ৷ তাঁর মতে, অক্ষর প্যাটেল ছিটকে যাওয়ায় তিনি দুঃখিত তবে দলে অশ্বিনের নাম দেখে তিনি মোটেও আশ্চর্য হননি ৷ ়

15 জনের দলে থাকার পরেও শেষ মুহূর্তে চোটের জন্য ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল‌ । বিশ্বকাপের দল থেকে এইভাবে বাদ পড়া দুঃখজনক । তাঁর জন্য সহমর্মী প্রাক্তন ক্রিকেটার ৷ সোমবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সন্দীপ বলেন, "অশ্বিনের নাম ভারতীয় দলে দেখে আমি মোটেই আশ্চর্য নই ৷ ও এই মুহূর্তে ভারতের সবচেয়ে ভালো অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ হ্যাঁ অবশ্য়ই অক্ষর প্যাটেল ছিটকে যাওয়ায় আমার খারাপ লাগছে ৷ তবে পুরো ঘটনাটা হয়তো শাপে বর হল ৷"

পাশাপাশি অশ্বিনকে কেন প্রথম থেকেই দলে রাখা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ ভারতীয় দল নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "দারুণ ব্যালান্স আছে পুরো দলের ৷ আমরা এবার দারুণ ফর্মে রয়েছি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ তবে দীর্ঘদিন ধরে এই পারফরম্যান্স বজায় রাখা বেশ মুশকিল ৷ আশা করি টুর্নামেন্টের মাঝামাঝি এসে আমরা সবটা বুঝতে পারব ৷"

সন্দীপের মতে, সাম্প্রতিক সময়ের ফর্মের বিচারে তিনি সম্ভাব্য সেমিফাইনালের লাইন আপ ঠিক করেছেন । তাঁর মতে জায়গা করে নিতে পারে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড । তবে তাঁর মতে আসন্ন বিশ্বকাপে হট ফেভারিট ভারত । সকলেই বলছেন কাপ জয়ের যুদ্ধে রোহিত শর্মার ভারতই সবার আগে । দলের একাদশ কেমন হবে? দল কোন ছকে খেলবে, তা ঠিক করবে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা । বলা হচ্ছে বিরাট কোহলির উত্তরসূরি শুভমান গিল । এই নিয়েও সন্দীপের দাবি, এখনই বলার মত সময় আসেনি।

আরও পড়ুন: দু’বার খুব কাছে গিয়েও ব্যর্থ, ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে মরিয়া কিউয়ি ব্রিগেড

উপমহাদেশে বিশ্বকাপ অথচ ভারত ছাড়া সেমিফাইনালের দৌড়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাম করলেন না তিনি । এর আগে 1987, 1996, 2011 তিনবার বিশ্বকাপ আয়োজিত হয়েছিল উপমহাদেশে ৷ আর তিনবারই জিতেছে কোনও না কোনও উপমহাদেশীয় দল ৷ তবে সন্দীপ পাকিস্তানকে সেমিফাইনালের দৌড়ে না -রাখলেও তিনি স্বীকার করেছেন পাকিস্তানের ক্ষেত্রে কোনও ভবিষ্যদ্বাণীই খাটে না ৷ ওরা ধারাবাহিকতা বজায় রাখতে না-পারলেও যখন তখন চমকে দিতে পারে ৷ বিশ্বকাপে ভারতের গেমচেঞ্জার কে হতে পারেন? এই প্রশ্নে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন তারকার বাজি হার্দিক পাণ্ডিয়া, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমন গিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.