ETV Bharat / sports

Sambaran Becomes Mentor of EB: নতুন মরশুমে ইস্টবেঙ্গলের মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায় - ইস্টবেঙ্গলের মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায়

ক্রিকেটের নতুন মরশুমে ইস্টবেঙ্গলের মেন্টর হিসেবে নিযুক্ত করা হল ক্লাবের তথা বাংলার রঞ্জি জয়ী দলের প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে (Sambaran Banerjee Becomes Mentor of East Bengal Cricket Team) ৷ সেই সঙ্গে যুগ্ম কোচের দায়িত্ব দেওয়া হয়েছে রাকেশ কৃষ্ণান এবং সুশীল শিকারিয়াকে ৷

Sambaran Banerjee Become Mentor of East Bengal Cricket Team
Sambaran Banerjee Become Mentor of East Bengal Cricket Team
author img

By

Published : Jul 9, 2022, 9:37 AM IST

Updated : Jul 9, 2022, 1:08 PM IST

কলকাতা, 9 জুলাই: ফুটবলে সেই অর্থে কোনও আশার খবর এখনও সামনে না-এলেও ক্রিকেটে দলবদলের বাজারে চমক ইস্টবেঙ্গলের ৷ আঠারো বছর পর কোচ প্রণব নন্দী চিরপ্রতিদ্বন্দী মোহনবাগানে যোগ দিয়েছেন সদ্য ৷ পাল্টা হিসেবে ইস্টবেঙ্গল তাদের ক্রিকেট দলের মেন্টর হিসেবে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল (Sambaran Banerjee Becomes Mentor of East Bengal Cricket Team) ৷ দলের যুগ্ম কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাকেশ কৃষ্ণান এবং সুশীল শিকারিয়াকে ৷ শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ক্রিকেট দলের মেন্টর, কোচের নাম ঘোষণা করেন সচিব কল্যাণ মজুমদার ৷ উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সচিব রূপক সাহা এবং ক্রিকেট সচিব মানস রায় ৷

গত মরশুমে ইস্টবেঙ্গল সীমিত ওভারের ক্রিকেটের দু’টি ট্রফি ঘরে তুললেও, সিএবি লিগে সেমিফাইনালের গণ্ডি পেরোতে ব্যর্থ হয়েছে ৷ তবে, দলের নতুন মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায় কী হয়েছে সেদিকে তাকাতে নারাজ ৷ বরং কী করা যেতে পারে, তাই নিয়ে পরিকল্পনা সাজাতে চান রঞ্জি জয়ী প্রাক্তন বাংলা অধিনায়ক ৷ লাল-হলুদ জার্সির লড়াইয়ের সঙ্গে তিনি পরিচিত ৷ ক্রিকেটার থাকাকালীন ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন 14 বছরের বেশি ৷ তাঁর নেতৃত্বে অনেক ট্রফি ইস্টবেঙ্গল ক্লাবে এসেছে ৷

সাম্প্রতিক সময়ে ইস্টবেঙ্গলের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রঞ্জি ট্রফি জয়ী বাংলার প্রাক্তন অধিনায়ক ৷ সেই প্রাক্তন ক্রিকেটার এবার লাল-হলুদের মেন্টর ৷ স্বাভাবিকভাবেই কিছুটা আবেগতাড়িত সম্বরণ ৷ জানালেন, "ইস্টবেঙ্গলের সঙ্গে আমার সম্পর্ক বছরের হিসেবে ধরা ঠিক নয় ৷ এই ক্লাবের হয়ে খেলেছি ৷ দলকে নেতৃত্ব দিয়েছি ৷ এই ক্লাবের সাজঘরে লড়াইয়ের বীজ লুকিয়ে থাকে ৷ যখন খেলতে নেমেছি, তখন সেই লড়াইয়ের মন্ত্র কীভাবে শরীরে প্রবেশ করেছে এবং মাঠে নামার পরে উদ্বুদ্ধ করেছে তা বুঝতেই পারিনি ৷ তাই লড়াইয়ের অপর নাম ইস্টবেঙ্গল ৷ চলতি বছরে শুরুটা ভালো হয়েছে ৷ লিগে আমরা ফাইনালে উঠতে পারিনি ৷ তবে, এখন ব্যর্থতার কারণ নিয়ে শব্দ ব্যয় করার চেয়ে, মাঠে নেমে পারফরম্যান্স করা জরুরি ৷"

আরও পড়ুন: East Bengal-Emami Contract Row: চুক্তি নিয়ে জটিলতা নেই, দাবি ইস্টবেঙ্গল কর্তার

প্রায় একই সঙ্গে যোগ করেন, "দলের প্রতিটি ক্রিকেটারকে চিনি ৷ তাই তাঁদের উদ্বুদ্ধ করে সেরাটা বের করে নেওয়া কঠিন হবে না ৷ ব্যক্তি নয় দলই আসল, এটা সবাইকে বুঝতে হবে ৷ যাঁরা আছে তাঁদের ভালো কিছুর ক্ষমতা রয়েছে এবং তা প্রমাণিত ৷ তাই সামনে তাকাতে চাই ৷" নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে ক্রিকেটে শক্তিশালী দল তৈরি করতে চাইছে ইস্টবেঙ্গল ৷ ঘুরে দাঁড়ানোর সেই চেষ্টায় প্রথম ধাপ মেন্টর হিসেবে সম্বরণের নিয়োগ ৷ এমনটাই মনে করছে ময়দান ৷

কলকাতা, 9 জুলাই: ফুটবলে সেই অর্থে কোনও আশার খবর এখনও সামনে না-এলেও ক্রিকেটে দলবদলের বাজারে চমক ইস্টবেঙ্গলের ৷ আঠারো বছর পর কোচ প্রণব নন্দী চিরপ্রতিদ্বন্দী মোহনবাগানে যোগ দিয়েছেন সদ্য ৷ পাল্টা হিসেবে ইস্টবেঙ্গল তাদের ক্রিকেট দলের মেন্টর হিসেবে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল (Sambaran Banerjee Becomes Mentor of East Bengal Cricket Team) ৷ দলের যুগ্ম কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাকেশ কৃষ্ণান এবং সুশীল শিকারিয়াকে ৷ শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ক্রিকেট দলের মেন্টর, কোচের নাম ঘোষণা করেন সচিব কল্যাণ মজুমদার ৷ উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সচিব রূপক সাহা এবং ক্রিকেট সচিব মানস রায় ৷

গত মরশুমে ইস্টবেঙ্গল সীমিত ওভারের ক্রিকেটের দু’টি ট্রফি ঘরে তুললেও, সিএবি লিগে সেমিফাইনালের গণ্ডি পেরোতে ব্যর্থ হয়েছে ৷ তবে, দলের নতুন মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায় কী হয়েছে সেদিকে তাকাতে নারাজ ৷ বরং কী করা যেতে পারে, তাই নিয়ে পরিকল্পনা সাজাতে চান রঞ্জি জয়ী প্রাক্তন বাংলা অধিনায়ক ৷ লাল-হলুদ জার্সির লড়াইয়ের সঙ্গে তিনি পরিচিত ৷ ক্রিকেটার থাকাকালীন ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন 14 বছরের বেশি ৷ তাঁর নেতৃত্বে অনেক ট্রফি ইস্টবেঙ্গল ক্লাবে এসেছে ৷

সাম্প্রতিক সময়ে ইস্টবেঙ্গলের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রঞ্জি ট্রফি জয়ী বাংলার প্রাক্তন অধিনায়ক ৷ সেই প্রাক্তন ক্রিকেটার এবার লাল-হলুদের মেন্টর ৷ স্বাভাবিকভাবেই কিছুটা আবেগতাড়িত সম্বরণ ৷ জানালেন, "ইস্টবেঙ্গলের সঙ্গে আমার সম্পর্ক বছরের হিসেবে ধরা ঠিক নয় ৷ এই ক্লাবের হয়ে খেলেছি ৷ দলকে নেতৃত্ব দিয়েছি ৷ এই ক্লাবের সাজঘরে লড়াইয়ের বীজ লুকিয়ে থাকে ৷ যখন খেলতে নেমেছি, তখন সেই লড়াইয়ের মন্ত্র কীভাবে শরীরে প্রবেশ করেছে এবং মাঠে নামার পরে উদ্বুদ্ধ করেছে তা বুঝতেই পারিনি ৷ তাই লড়াইয়ের অপর নাম ইস্টবেঙ্গল ৷ চলতি বছরে শুরুটা ভালো হয়েছে ৷ লিগে আমরা ফাইনালে উঠতে পারিনি ৷ তবে, এখন ব্যর্থতার কারণ নিয়ে শব্দ ব্যয় করার চেয়ে, মাঠে নেমে পারফরম্যান্স করা জরুরি ৷"

আরও পড়ুন: East Bengal-Emami Contract Row: চুক্তি নিয়ে জটিলতা নেই, দাবি ইস্টবেঙ্গল কর্তার

প্রায় একই সঙ্গে যোগ করেন, "দলের প্রতিটি ক্রিকেটারকে চিনি ৷ তাই তাঁদের উদ্বুদ্ধ করে সেরাটা বের করে নেওয়া কঠিন হবে না ৷ ব্যক্তি নয় দলই আসল, এটা সবাইকে বুঝতে হবে ৷ যাঁরা আছে তাঁদের ভালো কিছুর ক্ষমতা রয়েছে এবং তা প্রমাণিত ৷ তাই সামনে তাকাতে চাই ৷" নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে ক্রিকেটে শক্তিশালী দল তৈরি করতে চাইছে ইস্টবেঙ্গল ৷ ঘুরে দাঁড়ানোর সেই চেষ্টায় প্রথম ধাপ মেন্টর হিসেবে সম্বরণের নিয়োগ ৷ এমনটাই মনে করছে ময়দান ৷

Last Updated : Jul 9, 2022, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.