ETV Bharat / sports

Sambaran Becomes Mentor of EB: নতুন মরশুমে ইস্টবেঙ্গলের মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায়

author img

By

Published : Jul 9, 2022, 9:37 AM IST

Updated : Jul 9, 2022, 1:08 PM IST

ক্রিকেটের নতুন মরশুমে ইস্টবেঙ্গলের মেন্টর হিসেবে নিযুক্ত করা হল ক্লাবের তথা বাংলার রঞ্জি জয়ী দলের প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে (Sambaran Banerjee Becomes Mentor of East Bengal Cricket Team) ৷ সেই সঙ্গে যুগ্ম কোচের দায়িত্ব দেওয়া হয়েছে রাকেশ কৃষ্ণান এবং সুশীল শিকারিয়াকে ৷

Sambaran Banerjee Become Mentor of East Bengal Cricket Team
Sambaran Banerjee Become Mentor of East Bengal Cricket Team

কলকাতা, 9 জুলাই: ফুটবলে সেই অর্থে কোনও আশার খবর এখনও সামনে না-এলেও ক্রিকেটে দলবদলের বাজারে চমক ইস্টবেঙ্গলের ৷ আঠারো বছর পর কোচ প্রণব নন্দী চিরপ্রতিদ্বন্দী মোহনবাগানে যোগ দিয়েছেন সদ্য ৷ পাল্টা হিসেবে ইস্টবেঙ্গল তাদের ক্রিকেট দলের মেন্টর হিসেবে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল (Sambaran Banerjee Becomes Mentor of East Bengal Cricket Team) ৷ দলের যুগ্ম কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাকেশ কৃষ্ণান এবং সুশীল শিকারিয়াকে ৷ শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ক্রিকেট দলের মেন্টর, কোচের নাম ঘোষণা করেন সচিব কল্যাণ মজুমদার ৷ উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সচিব রূপক সাহা এবং ক্রিকেট সচিব মানস রায় ৷

গত মরশুমে ইস্টবেঙ্গল সীমিত ওভারের ক্রিকেটের দু’টি ট্রফি ঘরে তুললেও, সিএবি লিগে সেমিফাইনালের গণ্ডি পেরোতে ব্যর্থ হয়েছে ৷ তবে, দলের নতুন মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায় কী হয়েছে সেদিকে তাকাতে নারাজ ৷ বরং কী করা যেতে পারে, তাই নিয়ে পরিকল্পনা সাজাতে চান রঞ্জি জয়ী প্রাক্তন বাংলা অধিনায়ক ৷ লাল-হলুদ জার্সির লড়াইয়ের সঙ্গে তিনি পরিচিত ৷ ক্রিকেটার থাকাকালীন ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন 14 বছরের বেশি ৷ তাঁর নেতৃত্বে অনেক ট্রফি ইস্টবেঙ্গল ক্লাবে এসেছে ৷

সাম্প্রতিক সময়ে ইস্টবেঙ্গলের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রঞ্জি ট্রফি জয়ী বাংলার প্রাক্তন অধিনায়ক ৷ সেই প্রাক্তন ক্রিকেটার এবার লাল-হলুদের মেন্টর ৷ স্বাভাবিকভাবেই কিছুটা আবেগতাড়িত সম্বরণ ৷ জানালেন, "ইস্টবেঙ্গলের সঙ্গে আমার সম্পর্ক বছরের হিসেবে ধরা ঠিক নয় ৷ এই ক্লাবের হয়ে খেলেছি ৷ দলকে নেতৃত্ব দিয়েছি ৷ এই ক্লাবের সাজঘরে লড়াইয়ের বীজ লুকিয়ে থাকে ৷ যখন খেলতে নেমেছি, তখন সেই লড়াইয়ের মন্ত্র কীভাবে শরীরে প্রবেশ করেছে এবং মাঠে নামার পরে উদ্বুদ্ধ করেছে তা বুঝতেই পারিনি ৷ তাই লড়াইয়ের অপর নাম ইস্টবেঙ্গল ৷ চলতি বছরে শুরুটা ভালো হয়েছে ৷ লিগে আমরা ফাইনালে উঠতে পারিনি ৷ তবে, এখন ব্যর্থতার কারণ নিয়ে শব্দ ব্যয় করার চেয়ে, মাঠে নেমে পারফরম্যান্স করা জরুরি ৷"

আরও পড়ুন: East Bengal-Emami Contract Row: চুক্তি নিয়ে জটিলতা নেই, দাবি ইস্টবেঙ্গল কর্তার

প্রায় একই সঙ্গে যোগ করেন, "দলের প্রতিটি ক্রিকেটারকে চিনি ৷ তাই তাঁদের উদ্বুদ্ধ করে সেরাটা বের করে নেওয়া কঠিন হবে না ৷ ব্যক্তি নয় দলই আসল, এটা সবাইকে বুঝতে হবে ৷ যাঁরা আছে তাঁদের ভালো কিছুর ক্ষমতা রয়েছে এবং তা প্রমাণিত ৷ তাই সামনে তাকাতে চাই ৷" নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে ক্রিকেটে শক্তিশালী দল তৈরি করতে চাইছে ইস্টবেঙ্গল ৷ ঘুরে দাঁড়ানোর সেই চেষ্টায় প্রথম ধাপ মেন্টর হিসেবে সম্বরণের নিয়োগ ৷ এমনটাই মনে করছে ময়দান ৷

কলকাতা, 9 জুলাই: ফুটবলে সেই অর্থে কোনও আশার খবর এখনও সামনে না-এলেও ক্রিকেটে দলবদলের বাজারে চমক ইস্টবেঙ্গলের ৷ আঠারো বছর পর কোচ প্রণব নন্দী চিরপ্রতিদ্বন্দী মোহনবাগানে যোগ দিয়েছেন সদ্য ৷ পাল্টা হিসেবে ইস্টবেঙ্গল তাদের ক্রিকেট দলের মেন্টর হিসেবে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল (Sambaran Banerjee Becomes Mentor of East Bengal Cricket Team) ৷ দলের যুগ্ম কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাকেশ কৃষ্ণান এবং সুশীল শিকারিয়াকে ৷ শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ক্রিকেট দলের মেন্টর, কোচের নাম ঘোষণা করেন সচিব কল্যাণ মজুমদার ৷ উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সচিব রূপক সাহা এবং ক্রিকেট সচিব মানস রায় ৷

গত মরশুমে ইস্টবেঙ্গল সীমিত ওভারের ক্রিকেটের দু’টি ট্রফি ঘরে তুললেও, সিএবি লিগে সেমিফাইনালের গণ্ডি পেরোতে ব্যর্থ হয়েছে ৷ তবে, দলের নতুন মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায় কী হয়েছে সেদিকে তাকাতে নারাজ ৷ বরং কী করা যেতে পারে, তাই নিয়ে পরিকল্পনা সাজাতে চান রঞ্জি জয়ী প্রাক্তন বাংলা অধিনায়ক ৷ লাল-হলুদ জার্সির লড়াইয়ের সঙ্গে তিনি পরিচিত ৷ ক্রিকেটার থাকাকালীন ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন 14 বছরের বেশি ৷ তাঁর নেতৃত্বে অনেক ট্রফি ইস্টবেঙ্গল ক্লাবে এসেছে ৷

সাম্প্রতিক সময়ে ইস্টবেঙ্গলের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রঞ্জি ট্রফি জয়ী বাংলার প্রাক্তন অধিনায়ক ৷ সেই প্রাক্তন ক্রিকেটার এবার লাল-হলুদের মেন্টর ৷ স্বাভাবিকভাবেই কিছুটা আবেগতাড়িত সম্বরণ ৷ জানালেন, "ইস্টবেঙ্গলের সঙ্গে আমার সম্পর্ক বছরের হিসেবে ধরা ঠিক নয় ৷ এই ক্লাবের হয়ে খেলেছি ৷ দলকে নেতৃত্ব দিয়েছি ৷ এই ক্লাবের সাজঘরে লড়াইয়ের বীজ লুকিয়ে থাকে ৷ যখন খেলতে নেমেছি, তখন সেই লড়াইয়ের মন্ত্র কীভাবে শরীরে প্রবেশ করেছে এবং মাঠে নামার পরে উদ্বুদ্ধ করেছে তা বুঝতেই পারিনি ৷ তাই লড়াইয়ের অপর নাম ইস্টবেঙ্গল ৷ চলতি বছরে শুরুটা ভালো হয়েছে ৷ লিগে আমরা ফাইনালে উঠতে পারিনি ৷ তবে, এখন ব্যর্থতার কারণ নিয়ে শব্দ ব্যয় করার চেয়ে, মাঠে নেমে পারফরম্যান্স করা জরুরি ৷"

আরও পড়ুন: East Bengal-Emami Contract Row: চুক্তি নিয়ে জটিলতা নেই, দাবি ইস্টবেঙ্গল কর্তার

প্রায় একই সঙ্গে যোগ করেন, "দলের প্রতিটি ক্রিকেটারকে চিনি ৷ তাই তাঁদের উদ্বুদ্ধ করে সেরাটা বের করে নেওয়া কঠিন হবে না ৷ ব্যক্তি নয় দলই আসল, এটা সবাইকে বুঝতে হবে ৷ যাঁরা আছে তাঁদের ভালো কিছুর ক্ষমতা রয়েছে এবং তা প্রমাণিত ৷ তাই সামনে তাকাতে চাই ৷" নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে ক্রিকেটে শক্তিশালী দল তৈরি করতে চাইছে ইস্টবেঙ্গল ৷ ঘুরে দাঁড়ানোর সেই চেষ্টায় প্রথম ধাপ মেন্টর হিসেবে সম্বরণের নিয়োগ ৷ এমনটাই মনে করছে ময়দান ৷

Last Updated : Jul 9, 2022, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.