ETV Bharat / sports

Sachin meets Knopfler: ফিরল ক্রিকেট-সুরের যুগলবন্দি, ফের এক ফ্রেমে সচিন-নফলার - ফের এক ফ্রেমে সচিন নফলার

2005 সালে 'এমআরএফ'-এর লোগো দেওয়া ব্যাট তুলে দিয়েছিলেন রক গানের কিংবদন্তির হাতে ৷ বদলে পেয়েছিলেন একটি স্প্যানিশ গিটার ৷ প্রায় দেড়'দশক পর ফের ফিরল সেই মুহূর্ত (Sachin Tendulkar meets Mark Knopfler) ৷

Sachin 'Marks' the day with Knopfler
Sachin 'Marks' the day with Knopfler
author img

By

Published : Jul 12, 2022, 7:20 PM IST

কলকাতা, 12 জুলাই: ক্রিকেট সন্ন্যাসী যে শুধু ক্রিকেটেই মগ্ন থাকেন না ৷ তাঁর অবাধ বিচরণ বিভিন্ন ক্ষেত্রে ৷ কখনও বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে গতিতে মেতে ওঠা, কখনও আবার ব়্যাকেট হাতে কোর্টে নেমে ম্যাকেনরোকে অনুকরণ ৷ মাস্টার ব্লাস্টারকে ফের অন্য ভূমিকায় দেখল ভক্তরা ৷ এই মুহূর্তে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন সচিন তেন্ডুলকর ৷ সেখানেই বিখ্যাত গায়ক-গিটারিস্ট মার্ক নফলারের সঙ্গে দেখা গেল লিট্যল মাস্টারকে ৷

Sachin 'Marks' the day with Knopfler
একত্রে সচিন-নফলার

গানের প্রতি সচিনের অনুরাগ প্রায় প্রত্যেকেই জানেন ৷ বিখ্যাত সুরকার শচীন দেববর্মনের নামে তাঁর নাম রেখেছিলেন বাবা ৷ যদিও নিজেই জানিয়েছেন, বরাবর পাশ্চাত্য সংগীতই তাঁকে বেশি টানে ৷ 2005 সালে ডায়ার স্ট্রেইটস-এর গায়ক-সংগীত লিখিয়ে নফলারের সঙ্গে দেখা গিয়েছিল সস্ত্রীক সচিনকে ৷ সদ্য বিখ্যাত টায়ার প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে রেকর্ড চুক্তির পর সেই 'এমআরএফ'-এর লোগো দেওয়া ব্যাট তুলে দিয়েছিলেন রক গানের কিংবদন্তির হাতে ৷ বদলে পেয়েছিলেন একটি স্প্যানিশ গিটার ৷ প্রায় দেড়'দশক পর ফের ফিরল সেই মুহূর্ত ৷

সোমবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রক কিংবদন্তির সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন সচিন ৷ তিনি নফলারের 'ওয়াক অফ লাইফ', 'ব্রাদার্স ইন আর্মস' 'সুলতান অফ সুইং', 'টিকিট টু হেভেন' প্রভৃতি বিখ্যাত গানের উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন : বাইশ গজে ভারতের 'মুশকিল আসান', ক্রিকেট বিশ্বে আজও প্রাসঙ্গিক মাস্টার ব্লাস্টার

প্রসঙ্গত, গ্র্যামি এবং অন্যান্য পুরস্কারজয়ী মার্ক নফলার রোলিং স্টোন দ্বারা প্রকাশিত বিশ্বের শীর্ষ 100 গিটারিস্টদের তালিকার মধ্যে 27তম স্থানে জায়গা পেয়েছেন ।

কলকাতা, 12 জুলাই: ক্রিকেট সন্ন্যাসী যে শুধু ক্রিকেটেই মগ্ন থাকেন না ৷ তাঁর অবাধ বিচরণ বিভিন্ন ক্ষেত্রে ৷ কখনও বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে গতিতে মেতে ওঠা, কখনও আবার ব়্যাকেট হাতে কোর্টে নেমে ম্যাকেনরোকে অনুকরণ ৷ মাস্টার ব্লাস্টারকে ফের অন্য ভূমিকায় দেখল ভক্তরা ৷ এই মুহূর্তে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন সচিন তেন্ডুলকর ৷ সেখানেই বিখ্যাত গায়ক-গিটারিস্ট মার্ক নফলারের সঙ্গে দেখা গেল লিট্যল মাস্টারকে ৷

Sachin 'Marks' the day with Knopfler
একত্রে সচিন-নফলার

গানের প্রতি সচিনের অনুরাগ প্রায় প্রত্যেকেই জানেন ৷ বিখ্যাত সুরকার শচীন দেববর্মনের নামে তাঁর নাম রেখেছিলেন বাবা ৷ যদিও নিজেই জানিয়েছেন, বরাবর পাশ্চাত্য সংগীতই তাঁকে বেশি টানে ৷ 2005 সালে ডায়ার স্ট্রেইটস-এর গায়ক-সংগীত লিখিয়ে নফলারের সঙ্গে দেখা গিয়েছিল সস্ত্রীক সচিনকে ৷ সদ্য বিখ্যাত টায়ার প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে রেকর্ড চুক্তির পর সেই 'এমআরএফ'-এর লোগো দেওয়া ব্যাট তুলে দিয়েছিলেন রক গানের কিংবদন্তির হাতে ৷ বদলে পেয়েছিলেন একটি স্প্যানিশ গিটার ৷ প্রায় দেড়'দশক পর ফের ফিরল সেই মুহূর্ত ৷

সোমবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রক কিংবদন্তির সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন সচিন ৷ তিনি নফলারের 'ওয়াক অফ লাইফ', 'ব্রাদার্স ইন আর্মস' 'সুলতান অফ সুইং', 'টিকিট টু হেভেন' প্রভৃতি বিখ্যাত গানের উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন : বাইশ গজে ভারতের 'মুশকিল আসান', ক্রিকেট বিশ্বে আজও প্রাসঙ্গিক মাস্টার ব্লাস্টার

প্রসঙ্গত, গ্র্যামি এবং অন্যান্য পুরস্কারজয়ী মার্ক নফলার রোলিং স্টোন দ্বারা প্রকাশিত বিশ্বের শীর্ষ 100 গিটারিস্টদের তালিকার মধ্যে 27তম স্থানে জায়গা পেয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.