ETV Bharat / sports

Father's day : বাবার শৈশবের স্মৃতি আগলে রেখেছেন সচিন, পাপাকে মিস করছেন হার্দিক

সচিন ছাড়াও ভিভিএস লক্ষ্মণ, যুজবেন্দ্র চহ্বাল, সুরেশ রায়নারা পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে ছবি টুইট করেছেন ৷

Father's day
Father's day
author img

By

Published : Jun 20, 2021, 2:12 PM IST

নয়াদিল্লি, 20 জুন : বাইশ বছর হল বাবাকে হারিয়েছেন ৷ আজও সচিন তেন্ডুলকরের কাছে বাবা রমেশ তেন্ডুলকরের স্মৃতি উজ্জ্বল ৷ বাবার ব্যবহৃত জিনিসগুলি সযত্নে রেখে দিয়েছেন মাস্টার ব্লাস্টার ৷ পিতৃদিবস উপলক্ষে প্রয়াত বাবার স্মৃতি বিজড়িত তেমনই একটি 'বিশেষ জায়গা' অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সচিন ৷

টুইটারে পোস্ট করা একটি ভিডিয়োতে সচিন বলছেন, "আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যে স্থানটার সঙ্গে আমার আবেগ জড়িয়ে রয়েছে ৷ স্থানটি আমার কাছে অমূল্য ৷" কথা বলতে বলতে বাড়ির বারান্দায় একটি দোলনায় গিয়ে বসেন তিনি ৷ বলেন, "এটি দেখে আপনাদের সাধারণ একটি দোলনা বলে মনে হচ্ছে তাই তো ? কিন্তু তা নয় ৷ এটি আমার বাবার ছোটবেলার শোয়ার দোলনা ৷ এখানেই বাবা বড় হয়েছিলেন ৷ মা একদিন বলেছিল, এটাকে বারান্দায় বসার ঝোলানো দোলনার রূপ দিলে ব্যবহার করা যাবে ৷"

তিনি বলেন, "এই কারণে জায়গাটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ৷ দোলনাতে বসলে হাজারো স্মৃতি মাথায় এবং মনে ভেসে ওঠে ৷ এটাতে বসলেই মনে হয় বাবা কাছেপিঠে রয়েছে ৷" ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "আমাদের সকলের কাছে এমন কিছু জিনিস থাকে যা টাইম মেশিনের মতো কাজ করে ৷ একটি গান, কোনও বিশেষ গন্ধ, কোনও শব্দ বা স্বাদ ৷ বাবার শৈশবের এই দোলনা আমাকে পুরানো দিনগুলিতে নিয়ে যায় ৷ তোমাকে সবসময় মিস করি বাবা ৷"

  • We have some things that act as time machines for us. A song, a smell, a sound, a flavour.

    For me, it's something from my Father's childhood that always takes me on a trip down memory lane.
    On #FathersDay I want to share that special place with you all.
    Miss you always, Baba. pic.twitter.com/I9LXa7wgMK

    — Sachin Tendulkar (@sachin_rt) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নিকট আত্মীয়ের বিপদ দেখেছেন, রক্তদান করলেন সচিন

সচিন ছাড়াও ভিভিএস লক্ষ্মণ, যুজবেন্দ্র চহ্বাল, সুরেশ রায়নারা পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে ছবি টুইট করেছেন ৷ আজকের দিনে প্রয়াত বাবাকে মিস করেছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ চলতি বছরের জানুয়ারিতে বাবাকে হারিয়েছেন হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া ৷ আবেগপূর্ণ পোস্টে হার্দিক লিখেছেন, 'একজন ভাল বাবা কীভাবে হয়ে উঠতে হয় তা তোমার কাছে শিখেছি পাপা ৷ আমরা আজ যেখানে রয়েছি তার পিছনে তোমার অবদান অনেক ৷ তোমার ভালবাসা এবং গাইডেন্সের কারণে আজ আমরা এতদূর পৌঁছেছি ৷ আমার এই যাত্রাপথে তুমি যা যা শিখিয়েছো সবটুকু অগস্ত্যকে শেখানোর প্রতিজ্ঞা করছি ৷ তোমাকে ভালবাসি ৷ তোমার খুব অভাববোধ করি ৷"

  • Papa, there’s so much about fatherhood that I’ve learned from you. The love & guidance that you’ve shown us has helped us become who we are today. I promise to take everything that you’ve taught me on my journey of fatherhood with Agastya. We love you, we miss you ❤️ #FathersDay pic.twitter.com/nJ24PLx1cW

    — hardik pandya (@hardikpandya7) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 20 জুন : বাইশ বছর হল বাবাকে হারিয়েছেন ৷ আজও সচিন তেন্ডুলকরের কাছে বাবা রমেশ তেন্ডুলকরের স্মৃতি উজ্জ্বল ৷ বাবার ব্যবহৃত জিনিসগুলি সযত্নে রেখে দিয়েছেন মাস্টার ব্লাস্টার ৷ পিতৃদিবস উপলক্ষে প্রয়াত বাবার স্মৃতি বিজড়িত তেমনই একটি 'বিশেষ জায়গা' অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সচিন ৷

টুইটারে পোস্ট করা একটি ভিডিয়োতে সচিন বলছেন, "আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যে স্থানটার সঙ্গে আমার আবেগ জড়িয়ে রয়েছে ৷ স্থানটি আমার কাছে অমূল্য ৷" কথা বলতে বলতে বাড়ির বারান্দায় একটি দোলনায় গিয়ে বসেন তিনি ৷ বলেন, "এটি দেখে আপনাদের সাধারণ একটি দোলনা বলে মনে হচ্ছে তাই তো ? কিন্তু তা নয় ৷ এটি আমার বাবার ছোটবেলার শোয়ার দোলনা ৷ এখানেই বাবা বড় হয়েছিলেন ৷ মা একদিন বলেছিল, এটাকে বারান্দায় বসার ঝোলানো দোলনার রূপ দিলে ব্যবহার করা যাবে ৷"

তিনি বলেন, "এই কারণে জায়গাটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ৷ দোলনাতে বসলে হাজারো স্মৃতি মাথায় এবং মনে ভেসে ওঠে ৷ এটাতে বসলেই মনে হয় বাবা কাছেপিঠে রয়েছে ৷" ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "আমাদের সকলের কাছে এমন কিছু জিনিস থাকে যা টাইম মেশিনের মতো কাজ করে ৷ একটি গান, কোনও বিশেষ গন্ধ, কোনও শব্দ বা স্বাদ ৷ বাবার শৈশবের এই দোলনা আমাকে পুরানো দিনগুলিতে নিয়ে যায় ৷ তোমাকে সবসময় মিস করি বাবা ৷"

  • We have some things that act as time machines for us. A song, a smell, a sound, a flavour.

    For me, it's something from my Father's childhood that always takes me on a trip down memory lane.
    On #FathersDay I want to share that special place with you all.
    Miss you always, Baba. pic.twitter.com/I9LXa7wgMK

    — Sachin Tendulkar (@sachin_rt) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নিকট আত্মীয়ের বিপদ দেখেছেন, রক্তদান করলেন সচিন

সচিন ছাড়াও ভিভিএস লক্ষ্মণ, যুজবেন্দ্র চহ্বাল, সুরেশ রায়নারা পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে ছবি টুইট করেছেন ৷ আজকের দিনে প্রয়াত বাবাকে মিস করেছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ চলতি বছরের জানুয়ারিতে বাবাকে হারিয়েছেন হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া ৷ আবেগপূর্ণ পোস্টে হার্দিক লিখেছেন, 'একজন ভাল বাবা কীভাবে হয়ে উঠতে হয় তা তোমার কাছে শিখেছি পাপা ৷ আমরা আজ যেখানে রয়েছি তার পিছনে তোমার অবদান অনেক ৷ তোমার ভালবাসা এবং গাইডেন্সের কারণে আজ আমরা এতদূর পৌঁছেছি ৷ আমার এই যাত্রাপথে তুমি যা যা শিখিয়েছো সবটুকু অগস্ত্যকে শেখানোর প্রতিজ্ঞা করছি ৷ তোমাকে ভালবাসি ৷ তোমার খুব অভাববোধ করি ৷"

  • Papa, there’s so much about fatherhood that I’ve learned from you. The love & guidance that you’ve shown us has helped us become who we are today. I promise to take everything that you’ve taught me on my journey of fatherhood with Agastya. We love you, we miss you ❤️ #FathersDay pic.twitter.com/nJ24PLx1cW

    — hardik pandya (@hardikpandya7) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.