মুম্বই, 17 জানুয়ারি: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় 11 বছর হতে চলেছে ৷ কিন্তু, ক্রিকেটঈশ্বরকে তাঁর সাধনার থেকে দূরে রাখা ! এক কথায় অসম্ভব ৷ তাই 15 মাস পর ফের নিজের ক্রিকেট কিট বের করলেন সচিন তেন্ডুলকর ৷ শুধু বের করলেন না ৷ নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল মাস্টারকে ৷ প্রথমে থ্রো-ডাউন ও পরে বোলিং মেশিনে অনুশীলন করলেন তিনি ৷
সচিন নিজের সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে মাস্টার জানাচ্ছেন, 15 মাস পর ফের একবার ক্রিকেট কিট বের করলেন তিনি ৷ কিট থেকে পছন্দের ব্যাট নিয়ে, প্যাড, থাই প্যাড, গ্লাভস ও হেলমেট পরে নামলেন নেটে ৷ এমসিএ-র ইন্ডোরে প্রথমে সামান্য নকিং করলেন ৷ তার পর থ্রো-ডাউনে কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, অন ড্রাইভ কিছুই বাকি ছিল না ৷ আর সবশেষে নেটে বোলিং মেশিনের সমানে নিজের স্কিল টেস্ট করলেন সচিন ৷
আর বুঝিয়ে দিলেন, এখনও আগের মতোই সাবলীল তিনি ৷ ফ্রন্ট ফুট ড্রাইভ হোক বা ব্যাকফুট পাঞ্চ ৷ সচিন তেন্ডুলকর আজও যখন ব্যাটিং করেন, তখন তা সাধনাই মনে হয় ৷ বিশেষত, বোলিং মেশিনের সামনে সচিনের সামনে খেলা ব্যাকফুট পাঞ্চগুলি ছিল দর্শনীয় ! আর যখন ব্যাট ও বলের মধ্যে মিট হচ্ছে, তা যেন কোনও সুরের মুর্ছনা ৷ যা স্বয়ং সচিন নিজেও উপভোগ করেছেন বলে জানিয়েছেন ৷
সচিন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "প্রত্যেকবার যখন ব্যাটের সঙ্গে বলের স্পর্শ হয়, তখন তা সুরেলা মনে হয় ৷ এই সুরেলা শব্দ আমাকে নিষ্পাপ আনন্দ দেয় !" সচিন ক্রিকেট থেকে অবসর নিলেও, ক্রিকেট থেকে দূরে নন ৷ মাঝে মধ্যেই নানা প্রদর্শনী টুর্নামেন্টে অংশ নিয়ে থাকেন ৷ মূলত, সচেতনা বা চ্যারেটি ম্যাচে ৷ এমনকি আইপিএলে তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘ কয়েকবছর ধরে মেন্টরের ভূমিকা পালন করছেন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: