ETV Bharat / sports

সচিন যখন রাঁধুনি... - ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করেছেন সচিন

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করেছেন সচিন ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে রান্না করছেন তিনি ৷ এবং তার বিবরণ দিলেন সম্পূর্ণ ক্রিকেটীয় পরিভাষায় ৷ এমনকি তাঁর কবজির মোচড়ের ঝলকও দেখা গেল ভিডিয়োতে ৷

সচিন
সচিন
author img

By

Published : Jul 9, 2021, 8:00 PM IST

মুম্বই, 9 জুলাই : মাস্টার শেফ সচিন তেন্ডুলকর ৷ হ্যাঁ ঠিকই শুনেছেন ৷ ক্রিকেট মাঠে বিশ্বের তামাম বোলারদের শাসন করেছেন ৷ এবার গৃহস্থালির কাজেও হাত পাকাচ্ছেন মাস্টার ব্লাস্টার ৷ হাতে খুন্তি নিয়ে রীতিমতো রাঁধুনির ভূমিকায় সচিন ৷ বন্ধুদের জন্য খাবার তৈরি করলেন ৷ তবে খাবারের নাম গোপনেই রাখলেন ৷

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করেছেন সচিন ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে রান্না করছেন তিনি ৷ এবং তার বিবরণ দিলেন সম্পূর্ণ ক্রিকেটীয় পরিভাষায় ৷ এমনকি তাঁর কবজির মোচড়ের ঝলকও দেখা গেল ভিডিয়োতে ৷

ভিডিয়োতে সচিনকে বলতে শোনা যায়, ‘‘এটা সবার কাছে অবাক করার মতো বিষয় ৷ কেউ জানে না আমি কী রান্না করছি ৷ এমনকি আমিও জানি না কী রান্না করছি ৷ তাই চিন্তার কোনও কারণ নেই ৷’’

আরও পড়ুন : Copa America 2021: কোপার মেগা ফাইনাল, বন্ধু এখানে শত্রু

2013 সালে বিশ্ব ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই কখনও বন্ধুদের সঙ্গে, কখনও গল্ফ খেলে, কখনও রান্না করে সময় কাটান মাস্টার ব্লাস্টার ৷ এছাড়া যোগব্যায়াম করতেও দেখা গিয়েছে তাঁকে ৷ শেষ বার মার্চ মাসে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ়ে তাঁকে মাঠে দেখা গিয়েছিল ৷

মুম্বই, 9 জুলাই : মাস্টার শেফ সচিন তেন্ডুলকর ৷ হ্যাঁ ঠিকই শুনেছেন ৷ ক্রিকেট মাঠে বিশ্বের তামাম বোলারদের শাসন করেছেন ৷ এবার গৃহস্থালির কাজেও হাত পাকাচ্ছেন মাস্টার ব্লাস্টার ৷ হাতে খুন্তি নিয়ে রীতিমতো রাঁধুনির ভূমিকায় সচিন ৷ বন্ধুদের জন্য খাবার তৈরি করলেন ৷ তবে খাবারের নাম গোপনেই রাখলেন ৷

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করেছেন সচিন ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে রান্না করছেন তিনি ৷ এবং তার বিবরণ দিলেন সম্পূর্ণ ক্রিকেটীয় পরিভাষায় ৷ এমনকি তাঁর কবজির মোচড়ের ঝলকও দেখা গেল ভিডিয়োতে ৷

ভিডিয়োতে সচিনকে বলতে শোনা যায়, ‘‘এটা সবার কাছে অবাক করার মতো বিষয় ৷ কেউ জানে না আমি কী রান্না করছি ৷ এমনকি আমিও জানি না কী রান্না করছি ৷ তাই চিন্তার কোনও কারণ নেই ৷’’

আরও পড়ুন : Copa America 2021: কোপার মেগা ফাইনাল, বন্ধু এখানে শত্রু

2013 সালে বিশ্ব ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই কখনও বন্ধুদের সঙ্গে, কখনও গল্ফ খেলে, কখনও রান্না করে সময় কাটান মাস্টার ব্লাস্টার ৷ এছাড়া যোগব্যায়াম করতেও দেখা গিয়েছে তাঁকে ৷ শেষ বার মার্চ মাসে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ়ে তাঁকে মাঠে দেখা গিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.