সিডনি, 31 ডিসেম্বর : বক্সিং ডে টেস্ট চলাকালীন ইংল্যান্ড শিবিরের একাধিক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ এবার করোনার হানা অস্ট্রেলিয়া শিবিরে (Covid-19 Hits in Ashes) ৷ করোনার আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ এল অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেডের (Travis Head Covid Positive) ৷ তিনি এবং তাঁর সঙ্গীকে মেলবোর্নে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ ভিক্টোরিয়ান সরকারের নিয়ম অনুযায়ী 7 দিনের কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷ তার পর তাঁদের আবার করোনা পরীক্ষা হবে ৷ সেই রিপোর্ট নেগেটিভ এলে শারীরিক পরিস্থিতি বুঝে দলের সঙ্গে যোগ দেবেন হেড ৷
প্রসঙ্গত, ট্রাভিস হেড এবং তাঁর সঙ্গীর কোনও উপসর্গ নেই বলে জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে (RT-PCR Report Comes Positive for Australian Batter Travis Head) ৷ 5 জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলা অ্যাসেজের চতুর্থ টেস্টে খেলতে পারবেন না হেড ৷ ইতিমধ্যে 5 ম্যাচের অ্যাসেজ অস্ট্রেলিয়া 3-0 ফলাফলে জিতে নিয়েছে ৷ সিডনি ও এরপর হোবার্টে অ্যাসেজের পরবর্তী দু’টি টেস্ট হবে ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বলেন, ‘‘করোনা পরীক্ষার নিয়ম অনুযায়ী, আমরা প্রত্যেক ক্রিকেটার, তাঁদের পরিবার এবং সাপোর্ট স্টাফদের রোজ আরটি-পিসিআর করাই ৷ দুর্ভাগ্যবশত আজ সকালে ট্রাভিসের রিপোর্ট পজিটিভ আসে ৷ ভাগ্য ভাল এখনও পর্যন্ত তাঁর কোনও উপসর্গ ধরা পড়েনি ৷ ’’
আরও পড়ুন : Covid Cases in Ashes : অ্যাসেজে কোভিড-হানা, সংক্রামিত ইংল্যান্ড শিবিরের একাধিক সদস্য
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওই মুখপাত্র আশা প্রকাশ করেছেন যে, হোবার্টে অ্যাসেজের পঞ্চম তথা শেষ টেস্টে ট্রাভিস হেড খেলতে পারবেন ৷ ব্রিসবেনে সিরিজের প্রথম ম্যাচে শতরান-সহ এখনও পর্যন্ত টুর্নামেন্টে ট্রাভিস হেড 248 রান করেছেন ৷ যেখানে তাঁর গড় 62 ৷ ইতিমধ্যে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক কমিটি অলরাউন্ডার মিচেল মার্শ, নিক ম্যাডিসন এবং জশ ইংগলিসকে দলের সঙ্গে দলের সঙ্গে জুড়ে দিয়েছে ৷