ETV Bharat / sports

করোনায় আরপি সিংয়ের পিতৃবিয়োগ - প্রাক্তন ক্রিকেটার আরপি সিংয়ের বাবার প্রয়াণ

লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন আরপি সিংয়ের বাবা ৷ বাবার শারীরিক অবস্থা দেখে আইপিএলের মাধপথেই ধারাভাষ্য ছেড়ে বাড়ি ফেরেন প্রাক্তন ক্রিকেটার ৷

rp singh
rp singh
author img

By

Published : May 12, 2021, 11:04 PM IST

নয়াদিল্লি, 12 মে : ভারতীয় ক্রীড়া জগতে করোনার প্রভাব বেড়েই চলেছে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে এরই মধ্যে দেশের বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন ৷ আবার এমন অনেক খেল জগতের এমন অনেকে রয়েছেন যাঁর নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন ৷ সেই তালিকার যোগ হল প্রাক্তন ক্রিকেটার আর পি সিংয়ের নাম ৷ করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু হল এই প্রাক্তন পেসারের বাবা শিবপ্রসাদ সিং ৷ নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন ৷

লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন আরপি সিংয়ের বাবা ৷ বাবার শারীরিক অবস্থা দেখে আইপিএলের মাধপথেই ধারাভাষ্য ছেড়ে বাড়ি ফেরেন প্রাক্তন ক্রিকেটার ৷ চেষ্টা করেছিলেন ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ আজ হাসপাতালেই মৃত্যু হয় শিবপ্রসাদ সিংয়ের ৷ পিতৃহারার শোক বুকে চেপে 2007 টি-20 বিশ্বকাপজয়ী দলের এই সদস্য টুইটারে লিখেছেন, "খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ আমার বাবা শিবপ্রসাদ সিং আমাদের ছেড়ে চলে গিয়েছেন ৷ উনি করোনায় আক্রান্ত ছিলেন ৷ সবাইকে অনুরোধ করছি নিজের মনে এবং প্রার্থনায় বাবাকে স্মরণ করুন ৷" আর পি সিংয়ের বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সুরেশ রায়না, হার্শেল গিবস, প্রজ্ঞান ওঝা, রমেশ পাওয়াররা ৷

  • It is with deepest grief and sadness we inform the passing away of my father, Mr Shiv Prasad Singh. He left for his heavenly abode on 12th May after suffering from Covid. We request you to keep my beloved father in your thoughts and prayers. RIP Papa. ॐ नमः शिवाय 🙏🙏

    — R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) May 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনায় মৃত অর্জুন পুরস্কার বিজয়ী প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় ভি চন্দ্রশেখর

এর আগে পীয়ূষ চাওলা, রাজস্থান রয়্যালসের ক্রিকেটার চেতন সাকারিয়ার করোনায় পিতৃবিয়োগ হয়েছে ৷ মা ও বোনকে হারিয়েছেন মহিলা ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি ৷ এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য় কয়েকদিন আগে মাকে হারিয়েছেন ৷

নয়াদিল্লি, 12 মে : ভারতীয় ক্রীড়া জগতে করোনার প্রভাব বেড়েই চলেছে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে এরই মধ্যে দেশের বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন ৷ আবার এমন অনেক খেল জগতের এমন অনেকে রয়েছেন যাঁর নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন ৷ সেই তালিকার যোগ হল প্রাক্তন ক্রিকেটার আর পি সিংয়ের নাম ৷ করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু হল এই প্রাক্তন পেসারের বাবা শিবপ্রসাদ সিং ৷ নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন ৷

লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন আরপি সিংয়ের বাবা ৷ বাবার শারীরিক অবস্থা দেখে আইপিএলের মাধপথেই ধারাভাষ্য ছেড়ে বাড়ি ফেরেন প্রাক্তন ক্রিকেটার ৷ চেষ্টা করেছিলেন ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ আজ হাসপাতালেই মৃত্যু হয় শিবপ্রসাদ সিংয়ের ৷ পিতৃহারার শোক বুকে চেপে 2007 টি-20 বিশ্বকাপজয়ী দলের এই সদস্য টুইটারে লিখেছেন, "খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ আমার বাবা শিবপ্রসাদ সিং আমাদের ছেড়ে চলে গিয়েছেন ৷ উনি করোনায় আক্রান্ত ছিলেন ৷ সবাইকে অনুরোধ করছি নিজের মনে এবং প্রার্থনায় বাবাকে স্মরণ করুন ৷" আর পি সিংয়ের বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সুরেশ রায়না, হার্শেল গিবস, প্রজ্ঞান ওঝা, রমেশ পাওয়াররা ৷

  • It is with deepest grief and sadness we inform the passing away of my father, Mr Shiv Prasad Singh. He left for his heavenly abode on 12th May after suffering from Covid. We request you to keep my beloved father in your thoughts and prayers. RIP Papa. ॐ नमः शिवाय 🙏🙏

    — R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) May 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনায় মৃত অর্জুন পুরস্কার বিজয়ী প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় ভি চন্দ্রশেখর

এর আগে পীয়ূষ চাওলা, রাজস্থান রয়্যালসের ক্রিকেটার চেতন সাকারিয়ার করোনায় পিতৃবিয়োগ হয়েছে ৷ মা ও বোনকে হারিয়েছেন মহিলা ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি ৷ এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য় কয়েকদিন আগে মাকে হারিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.