ETV Bharat / sports

'বাবা ঠিক আছে...', রোহিতকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাব ছোট্ট সামাইরার

Rohit Sharma's Daughter: 'বাবা এখন ঠিক আছে...একমাসের মধ্যে ফের হাসবে' ৷ বাবাকে নিয়ে মেয়ের সংলাপ ৷ সদ্য বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর বাবা যে কেমন পরিস্থিতিতে রয়েছে তা হয়তো বলে দিল বছর পাঁচের মেয়েটি ৷ রোহিত শর্মাকে নিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলে একবাক্যবানে সামাইরা শর্মার জবাব, 'হি ইজ অলমোস্ট পসিটিভ…ইন ওয়ান-মন্থ হে উইল লাফ ৷"

সৌঃ এক্স
Rohit Sharmas Daughter
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 11:04 PM IST

হায়দরাবাদ, 23 নভেম্বর: বিশ্বকাপ ফাইনালে হারতেই একরাশ হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ ভারত অধিনায়কের নতমস্তকে মাঠ ছাড়ার ভিডিয়ো আহত করেছিল দেশবাসীকে পরপর ৷ টানা 10টি ম্য়াচে দুরন্ত পারফরম্যান্স করে জয় ছিনিয়ে নেওয়া ভারতের হার কেউই মেনে নিতে পারেনি ৷ চোখে জল নিয়ে মাঠ ছেড়েছেন বিরাট, সিরাজ, জাদেজা-সহ বাকিরাও ৷ তবে অধিনায়ক হওয়ায় দলের হার নিয়ে হতাশা বেশি রোহিতেরই ৷ তাই ফাইনালে হারের পর রোহিতের অবস্থা কেমন তা খুদে সামাইরার কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা ৷ বাবার কথা জিজ্ঞাসা করতেই মেয়ের সহজ-সরল উত্তর মন জিতে নিয়েছে নেটপাড়ার ৷ বাবাকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে সামাইরা উত্তর দিল, "বাবা এখন ঠিক আছে... একমাসের মধ্যে বাবা নিশ্চয় হাসবে ৷"

বাবার পরিস্থিতি এই বয়সেও বুঝতে পেরেছে সামাইরা ৷ ভিডিয়োটিতে সামাইরার পাশে তার মা রীতিকা সাজদেকেও দেখা গিয়েছে ৷ রোহিত-পত্নী, কন্যা ও আরও একজন মহিলাকে ভাইরাল ভিডিয়োয় কোনও আবাসন থেকে বেরোতে দেখা যাচ্ছে ৷ এরপরই সাংবাদিকরা বাবার কথা জিজ্ঞাসা করতেই ছোট্ট সামাইরা মায়ের সঙ্গে যাওয়া থামিয়ে দেয় ৷ তারপর আদো আদো গলায় উত্তর দিল, 'হি ইজ অলমোস্ট পসিটিভ…ইন ওয়ান-মন্থ হি উইল লাফ ৷"

সামাইরার এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে এই ভিডিয়োটি কবেকার অর্থাৎ সাম্প্রতিক কি না, তা নিয়েও সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি অনেকেই বলছেন রোহিতের করোনা সংক্রমণের সময় ৷

আরও পড়ুন:

  1. ফিঞ্চের রেকর্ড ছুঁয়ে দ্রুততম শতরান ইংলিসের, প্রথম টি-20'তে ভারতের সামনে পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা
  2. 'রোহিতকে সেঞ্চুরি শেখানোর দরকার নেই', অধিনায়কের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত অশ্বিনের
  3. 'প্রধানমন্ত্রী সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বাড়ে', ড্রেসিংরুম-সাক্ষাৎ প্রসঙ্গে বললেন শামি

হায়দরাবাদ, 23 নভেম্বর: বিশ্বকাপ ফাইনালে হারতেই একরাশ হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ ভারত অধিনায়কের নতমস্তকে মাঠ ছাড়ার ভিডিয়ো আহত করেছিল দেশবাসীকে পরপর ৷ টানা 10টি ম্য়াচে দুরন্ত পারফরম্যান্স করে জয় ছিনিয়ে নেওয়া ভারতের হার কেউই মেনে নিতে পারেনি ৷ চোখে জল নিয়ে মাঠ ছেড়েছেন বিরাট, সিরাজ, জাদেজা-সহ বাকিরাও ৷ তবে অধিনায়ক হওয়ায় দলের হার নিয়ে হতাশা বেশি রোহিতেরই ৷ তাই ফাইনালে হারের পর রোহিতের অবস্থা কেমন তা খুদে সামাইরার কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা ৷ বাবার কথা জিজ্ঞাসা করতেই মেয়ের সহজ-সরল উত্তর মন জিতে নিয়েছে নেটপাড়ার ৷ বাবাকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে সামাইরা উত্তর দিল, "বাবা এখন ঠিক আছে... একমাসের মধ্যে বাবা নিশ্চয় হাসবে ৷"

বাবার পরিস্থিতি এই বয়সেও বুঝতে পেরেছে সামাইরা ৷ ভিডিয়োটিতে সামাইরার পাশে তার মা রীতিকা সাজদেকেও দেখা গিয়েছে ৷ রোহিত-পত্নী, কন্যা ও আরও একজন মহিলাকে ভাইরাল ভিডিয়োয় কোনও আবাসন থেকে বেরোতে দেখা যাচ্ছে ৷ এরপরই সাংবাদিকরা বাবার কথা জিজ্ঞাসা করতেই ছোট্ট সামাইরা মায়ের সঙ্গে যাওয়া থামিয়ে দেয় ৷ তারপর আদো আদো গলায় উত্তর দিল, 'হি ইজ অলমোস্ট পসিটিভ…ইন ওয়ান-মন্থ হি উইল লাফ ৷"

সামাইরার এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে এই ভিডিয়োটি কবেকার অর্থাৎ সাম্প্রতিক কি না, তা নিয়েও সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি অনেকেই বলছেন রোহিতের করোনা সংক্রমণের সময় ৷

আরও পড়ুন:

  1. ফিঞ্চের রেকর্ড ছুঁয়ে দ্রুততম শতরান ইংলিসের, প্রথম টি-20'তে ভারতের সামনে পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা
  2. 'রোহিতকে সেঞ্চুরি শেখানোর দরকার নেই', অধিনায়কের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত অশ্বিনের
  3. 'প্রধানমন্ত্রী সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বাড়ে', ড্রেসিংরুম-সাক্ষাৎ প্রসঙ্গে বললেন শামি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.