লন্ডন, 6 জুন: সকল ক্রিকেটার তথা অধিনায়কের স্বপ্ন দেশের হয়ে আইসিসি ট্রফি জেতা ৷ আর সেই স্বপ্ন ভারত অধিনায়ক রোহিত শর্মাও দেখেন ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামার 24 ঘণ্টা আগে সেকথাই জানালেন রোহিত ৷ অধিনায়কত্ব থেকে সরে আসার আগে দেশকে অন্তত 2টি আইসিসি ট্রফি জেতাতে চান তিনি ৷ রোহিতের এই মন্তব্যে স্পষ্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা যেমন তাঁর লক্ষ্য ৷ তেমনি আগামী অক্টোবর-নভেম্বরের ঘরের মাঠে আইসিসি বিশ্বকাপটাও তাঁর নজরে রয়েছে ৷
বিগত 10 বছরে ভারত কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ৷ সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও, খেতাব অধরা রয়ে গিয়েছে শেষ মুহূর্তে ৷ যা নিয়ে নানান সমালোচনা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনাচিন্তা নিয়ে ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে তাই ফের একবার সেই প্রশ্ন মাথাচারা দিয়েছে ৷ তবে, রোহিত শর্মার একটাই লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ৷ তিনি বলেন, ‘‘আমি হই বা অন্য কেউ ৷ এমনকি আমার আগে যাঁরা ছিলেন, তাঁদের সবার ভূমিকা একটাই ছিল ৷ ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া ৷ যত বেশি সম্ভব ম্যাচ জেতা এবং যত বেশি সম্ভব আইসিসি চ্যাম্পিয়নশিপ জেতা ৷ আর আমার ক্ষেত্রেও বিষয়টা একই ৷’’
এর পরেই রোহিত যোগ করেন, ‘‘একজন অধিনায়ক হিসেবে আমি বলব, সব অধিনায়কই চ্যাম্পিয়নশিপ জিততে চান ৷ আমি সেক্ষেত্রে আলাদা নই ৷ আমিও চ্যাম্পিয়নশিপ জিতে চাই দেশের হয়ে ৷ আর খেলাটাই সেই কারণে, খেতাব জেতার জন্য ৷ তাই আমার ক্ষেত্রে বিষয়টা খুবই সুখকর হবে, যদি আমি দেশের হয়ে অন্তত দু’টো চ্যাম্পিয়নশিপ জিততে পারি ৷ অবশ্যই এই দায়িত্ব ছেড়ে দেওয়ার আগে ৷’’
আরও পড়ুন: রাহানের প্রত্যাবর্তনে 'পারফেক্ট' ভারতীয় ব্যাটিং, পেসারদের উপর আস্থা রাখছেন 'কর্নেল'
তবে, খেতাব জেতা নিয়ে বেশি ভাবতে নারাজ রোহিত ৷ এতে দলের পারফর্ম্যান্সে প্রভাব পড়বে বলে মনে করেন তিনি ৷ ক্রিকেটারা মাঠে নেমে শুধু সেই মুহূর্তে মনোসংযোগ করুক, এটাই চান রোহিত ৷ এ দিন চূড়ান্ত একাদশ নিয়ে প্রশ্ন করা হলে, কোনও মন্তব্য করতে চাননি ভারত অধিনায়ক ৷ বিশেষত, রবিচবন্দ্রন অশ্বিনকে নিয়ে প্রশ্ন করা হলে ৷ তিনি বলেন, ‘‘আমি কখনই বলব না অশ্বিন খেলবেন না ৷ আমরা আগামিকাল পর্যন্ত অপেক্ষা করব ৷ কারণ এখানে একটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ যে, যত দিন এগোচ্ছে পিচের রং-রূপ বদলে যাচ্ছে ৷’’
আরও পড়ুন: টেস্ট সেরার লড়াইয়ে পেস বনাম ব্যাটিং দ্বৈরথে ভারত ও অস্ট্রেলিয়া
তবে, সোমবার পর্যন্ত ওভালের পিচে ঘাসের আস্তরণ ছিল বলে জানিয়েছেন রোহিত শর্মা ৷ ফলে পেসাররা বাড়তি সাহায্য অবশ্যই পাবেন বলে মনে করেন তিনি ৷ তবে, সেই ঘাস যদি আজ বা কালের মধ্যে ছেঁটে ফেলা হয়, সেক্ষেত্রে বাড়তি স্পিনার খেলাতেই পারে ভারতীয় দল ৷ উল্লেখ্য়, 2021-এর ফাইনালে ভারত মেঘলা আবহাওয়া সত্ত্বেও দুই স্পিনারে গিয়েছিল ৷ যার খেসারত ভারতকে দিতে হয়েছিল ৷ তবে, সেই ভুল করতে চান না বলেও এ দিন জানালেন রোহিত ৷