ETV Bharat / sports

ICC World Cup 2023: 'ইউনিভার্স বস'কে টপকে বিশ্বকাপে ছক্কার শিখরে 'হিটম্যান' - বিশ্বকাপে ছক্কার শিখরে হিটম্যান

49টি ছক্কা মেরে এতদিন রেকর্ডটা দখলে রেখেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ৷ এদিন ম্যাচের পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টের ডেলিভারি গ্যালারিতে পাঠিয়ে সেই রেকর্ড নিজের নামে করে নেন ভারত অধিনায়ক ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 2:41 PM IST

Updated : Nov 15, 2023, 11:01 PM IST

মুম্বই, 15 নভেম্বর: সম্ভাবনা ছিলই ৷ আর সেটাকে সত্যি করে বিশ্বকাপের মঞ্চে আরও এক ছক্কার মাইলস্টোন ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা ৷ লিগের শেষ ম্যাচে ডাচদের বিরুদ্ধে এবি ডি'ভিলিয়ার্সকে ছাপিয়ে একটি ক্যালেন্ডার ইয়ারে গড়েছিলেন সর্বাধিক ছক্কার নজির ৷ আর বুধবার সেমিফাইনালের শুরুতেই আরও এক ছক্কার নজিরে নাম লেখালেন 'হিটম্যান' ৷ ক্রিস্টোফার হেনরি গেইলকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকালেন রোহিত ৷ 49টি ছক্কা মেরে এতদিন রেকর্ডটা দখলে রেখেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ৷ এদিন ম্যাচের পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টের ডেলিভারি গ্যালারিতে পাঠিয়ে সেই রেকর্ড নিজের নামে করে নেন ভারত অধিনায়ক ৷

এদিন 29 বলে ঝোড়ো 47 রানের ইনিংস খেলে টিম সাউদির শিকার হন রোহিত ৷ তবে এদিন সংক্ষিপ্ত ইনিংসে চারটি ছক্কা হাঁকান মুম্বইকর ৷ এর মধ্যে তৃতীয় ছয়টি মেরে মাইলস্টোন গড়ে ফেলেন ভারতীয় ওপেনার ৷ এদিনের ইনিংসের পর বিশ্বকাপে রোহিতের ঝুলিতে আপাতত 51টি ছক্কা ৷ টস জিতে ঘরের মাঠে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ আর গিলের সঙ্গে ওপেনে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ধরা দেন ভারত অধিনায়ক ৷ ট্রেন্ট বোল্টকে প্রথম ওভারে জোড়া চার মেরে 10 রান নেন তিনি ৷

যদিও আরও একবার অর্ধশতরানের দোরগোড়ায় পৌঁছে ফিরতে হল তাঁকে ৷ ভারতীয় ইনিংসের নবম ওভারে সাউদির বলে প্যাভিলিয়নে ফেরেন রোহিত ৷ দুরন্ত ক্যাচে টিম ইন্ডিয়ার দলনায়ককে ফেরৎ পাঠান তাঁর কিউয়ি কাউন্টার-পার্ট ৷ 4টি ছয়ের পাশাপাশি রোহিতের ইনিংসে এদিন রয়েছে 4টি চারও ৷ বিসিসিআই'য়ের তরফে ভারত অধিনায়কের কীর্তি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ তারা লেখে, "অধিনায়ক রোহিত শর্মা এখন বিশ্বকাপে সর্বাধিক ছক্কার মালিক ৷"

রোহিত শর্মা এবং ক্রিস গেইলের পর বিশ্বকাপে সর্বাধিক ছক্কা মারার নিরিখে প্রথম পাঁচে রয়েছেন যথাক্রমে এবি ডি'ভিলিয়ার্স (37), রিকি পন্টিং (31) এবং ব্রেন্ডন ম্যাককালাম (29)

আরও পড়ুন:

  1. অতীত ভুলে সেমিতে ভয়ডরহীন ক্রিকেটের বার্তা ভারত অধিনায়কের
  2. বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে ক্রীড়া জগতের দুই কিংবদন্তি সচিন ও বেকহ্যাম

মুম্বই, 15 নভেম্বর: সম্ভাবনা ছিলই ৷ আর সেটাকে সত্যি করে বিশ্বকাপের মঞ্চে আরও এক ছক্কার মাইলস্টোন ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা ৷ লিগের শেষ ম্যাচে ডাচদের বিরুদ্ধে এবি ডি'ভিলিয়ার্সকে ছাপিয়ে একটি ক্যালেন্ডার ইয়ারে গড়েছিলেন সর্বাধিক ছক্কার নজির ৷ আর বুধবার সেমিফাইনালের শুরুতেই আরও এক ছক্কার নজিরে নাম লেখালেন 'হিটম্যান' ৷ ক্রিস্টোফার হেনরি গেইলকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকালেন রোহিত ৷ 49টি ছক্কা মেরে এতদিন রেকর্ডটা দখলে রেখেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ৷ এদিন ম্যাচের পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টের ডেলিভারি গ্যালারিতে পাঠিয়ে সেই রেকর্ড নিজের নামে করে নেন ভারত অধিনায়ক ৷

এদিন 29 বলে ঝোড়ো 47 রানের ইনিংস খেলে টিম সাউদির শিকার হন রোহিত ৷ তবে এদিন সংক্ষিপ্ত ইনিংসে চারটি ছক্কা হাঁকান মুম্বইকর ৷ এর মধ্যে তৃতীয় ছয়টি মেরে মাইলস্টোন গড়ে ফেলেন ভারতীয় ওপেনার ৷ এদিনের ইনিংসের পর বিশ্বকাপে রোহিতের ঝুলিতে আপাতত 51টি ছক্কা ৷ টস জিতে ঘরের মাঠে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ আর গিলের সঙ্গে ওপেনে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ধরা দেন ভারত অধিনায়ক ৷ ট্রেন্ট বোল্টকে প্রথম ওভারে জোড়া চার মেরে 10 রান নেন তিনি ৷

যদিও আরও একবার অর্ধশতরানের দোরগোড়ায় পৌঁছে ফিরতে হল তাঁকে ৷ ভারতীয় ইনিংসের নবম ওভারে সাউদির বলে প্যাভিলিয়নে ফেরেন রোহিত ৷ দুরন্ত ক্যাচে টিম ইন্ডিয়ার দলনায়ককে ফেরৎ পাঠান তাঁর কিউয়ি কাউন্টার-পার্ট ৷ 4টি ছয়ের পাশাপাশি রোহিতের ইনিংসে এদিন রয়েছে 4টি চারও ৷ বিসিসিআই'য়ের তরফে ভারত অধিনায়কের কীর্তি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ তারা লেখে, "অধিনায়ক রোহিত শর্মা এখন বিশ্বকাপে সর্বাধিক ছক্কার মালিক ৷"

রোহিত শর্মা এবং ক্রিস গেইলের পর বিশ্বকাপে সর্বাধিক ছক্কা মারার নিরিখে প্রথম পাঁচে রয়েছেন যথাক্রমে এবি ডি'ভিলিয়ার্স (37), রিকি পন্টিং (31) এবং ব্রেন্ডন ম্যাককালাম (29)

আরও পড়ুন:

  1. অতীত ভুলে সেমিতে ভয়ডরহীন ক্রিকেটের বার্তা ভারত অধিনায়কের
  2. বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে ক্রীড়া জগতের দুই কিংবদন্তি সচিন ও বেকহ্যাম
Last Updated : Nov 15, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.