ETV Bharat / sports

Rohit Sharma : পরের দু'টি বিশ্বকাপে রোহিতকে নেতা চান গাভাস্কর

author img

By

Published : Sep 29, 2021, 6:12 PM IST

2017 সাল থেকে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসছেন বিরাট কোহলি ৷ কিন্তু নেতা হিসেবে ভাঁড়ার শূন্য বিরাটের ৷ 2018 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ছাড়া বলার কিছু নেই ক্যাপ্টেন কোহলির ৷ 2019 বিশ্বকাপেও বিরাট নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারত ৷

Rohit Sharma
পরের দু'টি বিশ্বকাপে রোহিতকে নেতা চান গাভাস্কর

মুম্বই, 29 সেপ্টেম্বর : আসন্ন টি-20 বিশ্বকাপের পরই ক্রিকেটর সংক্ষিপ্ত সংস্করণে ভারতীয় দলের নেতৃত্ব ছাড়বেন বিরাট কোহলি ৷ ক্যাপ্টেন কোহলির উত্তরসূরি এখনও ঘোষণা করেনি বিসিসিআই ৷ তবে রোহিত শর্মাকে আগামী দু'টি টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতা বেছে নিলেন সুনীল গাভাস্কর ৷

2017 সাল থেকে সীমিত ওভারের ফরম্যাটে ভারতীয় দলে বিরাটের ডেপুটি রয়েছেন রোহিত ৷ স্বাভাবিকভাবেই কোহলির উত্তরসূরি হিসেবে টি-20 ফরম্যাটে নেতা হতে চলেছেন 'হিটম্যান' ৷ তবে বোর্ড টিম ইন্ডিয়ার টি-20 নেতা বেছে নেওয়ার আগে প্রাক্তন ভারত অধিনায়ক গাভাস্কর স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে বলেন, "পারফরম্যান্সের ভিত্তিতে 2022 বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার নেতা হওয়া উচিত ৷ পর পর দু'টি বিশ্বকাপ রয়েছে ৷ নেতৃত্ব নিয়ে খুব বেশি পরিবর্তন হওয়া ঠিক নয় ৷"

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার ট্রফি দিয়েছেন রোহিত ৷ আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফতম ক্যাপ্টেন তিনি ৷ শুধু তাই নয়, নেতা হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন রোহিত ৷ বিরাটের অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছেন মুম্বইকর ৷ সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাট হাতে পারফর্ম করার পর নেতা হিসেবও সফল রোহিত ৷

আরও পড়ুন : 50 ওভারে বিরাটের অধিনায়কত্ব কি সুরক্ষিত? কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা

শুধু তাই নয়, ভারতীয় টি-20 দলে রোহিতের ডেপুটিও বেছে নিয়েছেন গাভাস্কর ৷ লোকেশ রাহুলকে ভাইস-ক্যাপ্টেন হিসেবে দেখতে চান তিনি ৷ তবে রাহুলের পাশাপাশি ঋষভ পন্থকেও রোহিতের ডেপুটি করা যেতে পারে বলে মনে করেন সানি ৷ আইপিএল পঞ্জাব কিংসের নেতা হলেন রাহুল ৷ গত বছর ও চলতি আইপিএলে প্রীতি জিন্টার দলকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল ৷ যদিও দলকে প্লে-অফে তুলতে পারেননি কর্নাটকের এই ডানহাতি ব্যাটার ৷ আর চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছেন পন্থ ৷

মুম্বই, 29 সেপ্টেম্বর : আসন্ন টি-20 বিশ্বকাপের পরই ক্রিকেটর সংক্ষিপ্ত সংস্করণে ভারতীয় দলের নেতৃত্ব ছাড়বেন বিরাট কোহলি ৷ ক্যাপ্টেন কোহলির উত্তরসূরি এখনও ঘোষণা করেনি বিসিসিআই ৷ তবে রোহিত শর্মাকে আগামী দু'টি টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতা বেছে নিলেন সুনীল গাভাস্কর ৷

2017 সাল থেকে সীমিত ওভারের ফরম্যাটে ভারতীয় দলে বিরাটের ডেপুটি রয়েছেন রোহিত ৷ স্বাভাবিকভাবেই কোহলির উত্তরসূরি হিসেবে টি-20 ফরম্যাটে নেতা হতে চলেছেন 'হিটম্যান' ৷ তবে বোর্ড টিম ইন্ডিয়ার টি-20 নেতা বেছে নেওয়ার আগে প্রাক্তন ভারত অধিনায়ক গাভাস্কর স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে বলেন, "পারফরম্যান্সের ভিত্তিতে 2022 বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার নেতা হওয়া উচিত ৷ পর পর দু'টি বিশ্বকাপ রয়েছে ৷ নেতৃত্ব নিয়ে খুব বেশি পরিবর্তন হওয়া ঠিক নয় ৷"

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার ট্রফি দিয়েছেন রোহিত ৷ আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফতম ক্যাপ্টেন তিনি ৷ শুধু তাই নয়, নেতা হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন রোহিত ৷ বিরাটের অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছেন মুম্বইকর ৷ সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাট হাতে পারফর্ম করার পর নেতা হিসেবও সফল রোহিত ৷

আরও পড়ুন : 50 ওভারে বিরাটের অধিনায়কত্ব কি সুরক্ষিত? কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা

শুধু তাই নয়, ভারতীয় টি-20 দলে রোহিতের ডেপুটিও বেছে নিয়েছেন গাভাস্কর ৷ লোকেশ রাহুলকে ভাইস-ক্যাপ্টেন হিসেবে দেখতে চান তিনি ৷ তবে রাহুলের পাশাপাশি ঋষভ পন্থকেও রোহিতের ডেপুটি করা যেতে পারে বলে মনে করেন সানি ৷ আইপিএল পঞ্জাব কিংসের নেতা হলেন রাহুল ৷ গত বছর ও চলতি আইপিএলে প্রীতি জিন্টার দলকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল ৷ যদিও দলকে প্লে-অফে তুলতে পারেননি কর্নাটকের এই ডানহাতি ব্যাটার ৷ আর চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছেন পন্থ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.